সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোট  (Panchayat Election 2023) ঘিরে হিংসার ঘটনা অব্যহত জেলায় জেলায়। এবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের ৫১ নম্বর বুঝে নির্দল প্রার্থীর জেতা সার্টিফিকেট কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী (TMC Candidate) হাচিনা খাতুন গোলদারের অনুগামীদের বিরুদ্ধে।


'তিনশোর বেশি ভোটে জয়লাভ করেছিলেন'


বাদুড়িয়া দিলীপ কুমার হাই স্কুলে গণনার দিনে নির্দল প্রার্থী হিরামনি পেয়াদা তিনশোর বেশি ভোটে জয়লাভ করেছিলেন। সেই সময় তৃণমূল প্রার্থী দুষ্কৃতী লাগিয়ে গণনা কেন্দ্রের মধ্যে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নির্দল প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নেয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে বাজোলা গ্রাম পঞ্চায়েতের খাজরা গ্রামে ৫১ নম্বর বুথে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ধিক্কার মিছিল বার করে। ব্যানারে স্পষ্ট লেখা রয়েছে,' হার সার্টিফিকেটধারী মেম্বারকে মানছি না মানবো না।'


'ধিক্কার মিছিল'


গ্রামের নির্দল প্রার্থী তার কর্মী সমর্থকদেরকে নিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ির সামনে পর্যন্ত ধিক্কার মিছিল করে। নির্দল প্রার্থীর অভিযোগ, গণনা কেন্দ্র লাগিয়ে দুষ্কৃতী লাগিয়ে তাঁর জেতা সার্টিফিকেট কেড়ে নিয়েছেন তৃণমূল প্রার্থীর অনুগামীরা। গণনা কেন্দ্রে পুলিশকে বারবার বলে কোনও ব্যবস্থা নেইনি। গ্রামবাসীরা এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠ। তাই আজ গ্রামে নির্দল কর্মী সমর্থকরা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ধিক্কার মিছিল বার করে।


ষড়যন্ত্র করে ধিক্কার মিছিল: অভিযুক্ত তৃণমূল প্রার্থী


নির্দল প্রার্থীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৫১ নম্বর কেন্দ্র অভিযুক্ত তৃণমূল প্রার্থী হাসিনা খাতুন গোলদার। তিনি বলেন, 'তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। পরপর তিনবার জয়লাভ করলেন পঞ্চায়েত ভোটে। বিক্ষুব্ধ তৃণমূলরা টিকিট না পেয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ধিক্কার মিছিল বার করেছে। বাদুড়িয়ার বিডিও নিজে থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তাই একটু ষড়যন্ত্র মাত্র।'