কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে তাতে বিরোধীদের অনেকটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে তৃণমূল। শুধু তাই নয়, এখনও পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী ২০টি জেলা পরিষদই নিজেদের দখলে আনছে তৃণমূল। এর মধ্যে কিছু জেলায় জেলা পরিষদ বিরোধীশূন্য হয়েছে।


এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২,৬২৬ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। বিজেপির দখলে ২১২টি গ্রাম পঞ্চায়েত বামেদের ৪১টি , কংগ্রেসের ১৫টি
ত্রিশঙ্কু ২৬৩টি গ্রাম পঞ্চায়েত। ২৫৮ টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। বিজেপির ঝুলিতে ৮টি পঞ্চায়েত সমিতি, বামেদের ৩টি, কংগ্রেস একটিও পায়নি। ত্রিশঙ্কু ৪টি পঞ্চায়েত সমিতি।


এখনও পর্যন্ত জেলা পরিষদ স্তরে ছবিটা ঠিক কী?


১. হুগলিতে ৫৩টি জেলা পরিষদ আসনের মধ্যে ৫১টিই জিতেছে তৃণমূল। বিজেপির দখলে গিয়েছে ২টি আসন। 
২. পশ্চিম বর্ধমানে ১৮টি জেলা পরিষদ আসন রয়েছে। তার মধ্যে সবকটিই গিয়েছে তৃণমূলের দখলে। 
৩. উত্তর দিনাজপুরে রয়েছে ২৬টি জেলা পরিষদ। তার মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে তৃণমূল। কংগ্রেসের দখলে গিয়েছে ৩টি আসন। 
৪. নদিয়া জেলা পরিষদে ৫২টি আসন রয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত ৪৪টি আসন রয়েছে। তার মধ্যে ৩৯টিই পেয়েছে তৃণমূল। বিজেপির দখলে এসে ৫টি আসন। অর্থাৎ জেলা পরিষদে ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে তৃণমূল।
৫. আলিপুরদুয়ার বিজেপির খাসতালুক হিসেবে পরিচিতি পেয়েছিল লোকসভা ভোট এবং বিধানসভা ভোটে। সেখানে ১৮টি জেলা পরিষদ আসনের মধ্যে ১৮টিই পেয়েছে তৃণমূল। 
৬. পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে রয়েছে ৬০টি আসন। তার মধ্যে এখনও পর্যন্ত ৪৩টি আসনের ফলঘোষণা হয়েছে। ৪৩টিই জিতেছে তৃণমূল।
৭. মুর্শিদাবাদের গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূলের সঙ্গে মূল লড়াই হয়েছে বাম-কংগ্রেসেরই। যদিও জেলা পরিষদ আসনে প্রায় একচেটিয়া দাপট দেখিয়েছে তৃণমূলই। এই জেলা পরিষদে মোট আসন ৭৮টি। তার মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল জিতেছে ৬৯টি আসন। বামেরা পেয়েছে ২টি আসন। কংগ্রেস পেয়েছে ৪টি আসন। 
৮. ঝাড়গ্রামে বিজেপিকে অনেক পিছনে ফেলে একাধিপত্য দেখিয়েছে জোড়াফুল শিবির। ১৯টি আসনের সবকটিতেই জিতেছে তৃণমূল।
৯. দক্ষিণ দিনাজপুরেও  তৃণমূলের দাপট। ২১টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা।
১০. পূর্ব মেদিনীপুরও নিজেদের দখলই রাখল তৃণমূল। ৭০টি আসনের মধ্যে ৫৬টিতে জিতেছে তৃণমূল। বিজেপির দখলে গিয়েছে ১৪টি আসন।
১১. লোকসভা ও বিধানসভায় কোচবিহার জেলায় দাপট দেখা গিয়েছে বিজেপির। কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তরে এখানে কার্যত একচেটিয়া ভাবে জিতেছে তৃণমূল। মোট ৩৪টি জেলা পরিষদ আসনের মধ্যে ৩২টিতে জিতেছে তৃণমূল। বিজেপির দখলে এসেছে ২টি আসন। 
১২. বাঁকুড়ায় একচেটিয়া ভাবে জিতেছে তৃণমূল। মোট ৫৬টি আসনের মধ্যে ৫৫টিই জিতেছে তৃণমূল। বাকি একটি আসন গিয়েছে বিজেপির দখলে। 
১৩. অনুব্রতহীন বীরভূমেও তৃণমূলের ফলাফল বিশেষ কিছু বদল হয়নি। ৫২টি আসনের মধ্যে ৫১টিতেই জিতেছে তৃণমূল। এখানে বিজেপি কোনও জেলা পরিষদ আসন পায়নি। ১টি জেলা পরিষদ আসনে জিতেছে কংগ্রেস।
১৪. মালদা জেলায় রয়েছে মোট ৪৩টি আসন। তার মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল পেয়েছে ২৭টি। বিজেপির দখলে গিয়েছে ৪টি। কংগ্রেসের দখলে এসেছে ৫টি। অর্থাৎ জেলা পরিষদে ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে তৃণমূল।
১৫. দক্ষিণ ২৪ পরগনায় কার্যত তৃণমূলের ঝড় উঠেছে। জেলা পরিষদের ৮৫টি আসনের মধ্যে ৮৪টিতেই জয় পেয়েছে তৃণমূল। মাত্র একটি আসন গিয়েছে 
১৬. জঙ্গলমহলের একটি জেলা পুরুলিয়া। এখানে জেলা পরিষদে রয়েছে ৪৫টি আসন। তার মধ্যে এখনও পর্যন্ত ৪০টি আসনে জিতেছে তৃণমূল। বিজেপি জয় পেয়েছে ১টিতে।
১৭. হাওড়ায় মোট ৪২টি জেলা পরিষদ আসনের মধ্যে ৩০টিতেই জয় তৃণমূলের
১৮. উত্তর ২৪ পরগনাতেও তৃণমূলের জয়জয়কার। এখানে রয়েছে ৬৬টি জেলা পরিষদ আসন। তার মধ্যে ৩৯টি  আসনে এখনও পর্যন্ত জয় পেয়েছে তৃণমূল। অর্থাৎ জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সংখ্যা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে তৃণমূল।
১৯. পূর্ব বর্ধমানের ৬৬টি জেলা পরিষদ আসনের মধ্যে এখনও পর্যন্ত ৩৭টি দখলে নিয়েছে তৃণমূল।
২০. জলপাইগুড়িতে জেলা পরিষদ স্তর বিরোধীশূন্য। ২৪টির মধ্যে ২৪টি আসনই তৃণমূলের দখলে।


আরও পড়ুন: আজ বাজারে লাভ দিতে পারে এই ৬ স্টক, কোন দামে তুলবেন ?