ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : ২০২৩ এর পঞ্চায়েত ভোটে কার্যত সবুজ ঝড়। রাজ্য জুড়েই দাপট দেখিয়েছে ঘাসফুল শিবির। এরই মাঝে  কোথাও কোথাও ফুটেছে পদ্ম। ১২ জুলাই দুপুর ১ টায় পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২১২ টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে বিজেপি। শাসকদলের জয়জয়কারের পরও থামছে না অশান্তি। 


নিখোঁজ জয়ী বিজেপি প্রার্থীর স্বামী


ভোটের ফল ঘোষণার পরেই বীরভূমের মল্লারপুরে নিখোঁজ হয়ে গেলেন জয়ী বিজেপি প্রার্থীর স্বামী। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের দক্ষিণগ্রাম পঞ্চায়েতের কুসমি গ্রামে জয়ী হন বিজেপি প্রার্থী সাধনা বাগদী। পরিবারের দাবি, এরপর সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বিজেপি প্রার্থীর স্বামী। নিখোঁজ-রহস্যের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে মনে করছে গেরুয়া শিবির। মল্লারপুর থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। এ বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আবার, প্রায় ১ দিন নিখোঁজ থাকার পর, সন্ধান মিলেছে  উত্তর ২৪ পরগনারই গুমা পঞ্চায়েত এলাকার তৃণমূল প্রার্থীর। আইএসএফ প্রার্থীর জয় আটকাতে তাঁকে অপহরণের অভিযোগ ওঠে নিজের দলেরই কর্মীদের বিরুদ্ধে। হাবড়া ২ নম্বর ব্লকের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

হাবড়ায় তৃণমূল প্রার্থীকে 'অপহরণ করল দলের কর্মীরাই' 

উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, তৃণমূল প্রার্থী মহম্মদ ইসমাইল। কিন্তু ৫৭ নম্বর বুথটি ছিনিয়ে নেয় ISF। তৃণমূল প্রার্থী মহম্মদ ইসমাইলকে ভোটে হারিয়ে দেন ISF প্রার্থী মহম্মদ ইসলমাইল।  নিয়ম অনুযায়ী, বিজয়ী প্রার্থীর সার্টিফিকেটে তাঁর প্রতিদ্বন্দ্বীর সই লাগে। পরিবারের অভিযোগ, ভোটের রেজাল্টের পর থেকেই অদ্ভূতভাবে উধাও হয়ে যান তৃণমূল প্রার্থী। মঙ্গলবার দুপুরে, তাঁকে শেষবার হাবড়া ২ নম্বর ব্লকের গণনাকেন্দ্র, অশোকনগর সেকেন্ডারি বয়েজ হাইস্কুলে দেখা যায়। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না বলে দাবি।

তৃণমূল প্রার্থী মহম্মদ ইসমাইল মণ্ডলের বাবার দাবি, আইএসএফ প্রার্থী ইসমাইল মণ্ডলের জয়ের শংসাপত্রে বিরোধী প্রার্থীর সই দরকার। অভিযোগ, সই আটকাতে নিজেদের প্রার্থীকেই গতকাল গণনা কেন্দ্র থেকে অপহরণ করে তৃণমূল। ভয়ে থানায় যেতে পারেনি নিখোঁজ তৃণমূল প্রার্থীর পরিবার।  

পুলিশ সূত্রে খবর, প্রায় ২০ ঘণ্টা নিখোঁজ থাকার পর, বুধবার, উত্তর ২৪ পরগনারই গুমা পঞ্চায়েত এলাকায় খোঁজ মেলে তৃণমূল প্রার্থীর। তবে, তাঁর উধাও হয়ে যাওয়ার পিছনে কী রহস্য়, তা এখনও স্পষ্ট নয়।  


আরও পড়ুন


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial