রুমা পাল, কলকাতা : পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) ৪ দিন আগে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন ( State Election Commission ) । কোন জেলায় কত ফোর্স থাকবে, তার হিসেব পাঠানো হয়েছে।
কোথায় কত বাহিনী
মুর্শিদাবাদে সবথেকে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া। এই দুই জেলাতেই থাকছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া, উত্তর ২৪ পরগনায় ৩৫ কোম্পানি, পূর্ব বর্ধমানে ৩৩ কোম্পানি, নদিয়ায় ৩১ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনা ও মালদায় ৩০ কোম্পানি, কোচবিহার ও হুগলিতে ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। একমাত্র কালিম্পঙে কোনও কেন্দ্রীয় বাহিনী থাকছে না। সব মিলিয়ে এবারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় আধা সেনা ছাড়াও থাকছে ২০টি রাজ্যের পুলিশ।
কোন কোন রাজ্যের পুলিশ ?
১. তেলঙ্গানা পুলিশ
২. অরুণাচল পুলিশ
৩. কেরল পুলিশ
৪. ত্রিপুরা পুলিশ
৫. কর্ণাটক পুলিশ
৬. গুজরাত পুলিশ
৭. চণ্ডীগড় পুলিশ
৮. পাঞ্জাব পুলিশ
৯. বিহার পুলিশ
১০. ছত্তীসগঢ় পুলিশ
১১. তামিলনাড়ু পুলিশ
১২. মহারাষ্ট্র পুলিশ
১৩. হায়দরাবাদ পুলিশ
১৪. গোয়া পুলিশ
১৫. মিজোরাম পুলিশ
১৬. ঝাড়খণ্ড পুলিশ
১৭. নাগাল্যাণ্ড পুলিশ
১৮. রাজস্থান পুলিশ
১৯. অন্ধ্রপ্রদেশ পুলিশ
২০. অসম পুলিশ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সঙ্কেতের পর রাজ্য়ে কেন্দ্রীয় বাহিনী আসা শুরু হয়ে গেছে। মঙ্গলবার ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছয় পূর্ব বর্ধমানে। ইলেকশন স্পেশাল ট্রেনে এদিন মেমারি স্টেশনে পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, ঝাড়খণ্ড থেকে ১০ কোম্পানি, বিহার থেকে ৫ কোম্পানি, এবং ওড়িশা থেকে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে জেলায় মেমারি স্টেশন থেকেই জেলার বিভিন্ন ব্লকে পঠিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এর আগে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল পূর্ব বর্ধমানে। জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবার থেকেই সব ব্লকে টহল দেওয়া শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। অন্য়দিকে, উত্তর ২৪ পরগনার রাজারহাটেও এদিন এসে পৌঁছল ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য় নির্বাচন কমিশনের টালবাহানায় তুঙ্গে উঠেছিল তরজা। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ঘিরেও তুঙ্গে ওঠে চাপানউতোর।
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial