কলকাতা: ভোট-সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজভবনে (Raj Bhawan) রাজ্য নির্বাচন কমিশনারকে (State Election Commissioner) তলব। এর আগে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব সিন্হা (Rajib Sinha)। সূত্রের খবর, কমিশনারের গরহাজিরায় ক্ষুব্ধ রাজভবন। জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যানের পরে কমিশনের ভূমিকার কড়া সমালোচনায় সি ভি আনন্দ বোস। প্রতিটি রক্তবিন্দুর হিসেব দিতে হবে বলে রাজ্য নির্বাচন কমিশনকে। আক্রমণ করেন রাজ্যপাল (Governor)। 


অন্যান্য রাজ্যে পঞ্চায়েত ভোট হয় কার্যত নিঃশব্দে। এ রাজ্যে পঞ্চায়েত মানেই বোমা-গুলির আওয়াজ-প্রাণহানি-আর এবার তার সঙ্গে জুড়েছে একের পর এক অভূতপূর্ব ঘটনা। ভোটের মুখে এখন প্রশ্ন একটা, খোদ রাজ্য নির্বাচন কমিশনারই কি তাঁর পদে থাকতে পারবেন? 


কারণ, আদালত থেকে রাজভবন সব জায়গায় কার্যত রেড কার্ড দেখেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এরইমধ্যে সূত্রের খবর, রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট নবান্নে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল। আর এই প্রেক্ষাপটেই পাল্টা দৃঢ়ভাবে রাজ্য নির্বাচন কমিশনারের পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।


এর আগে রাজ্যপাল বলেছিলেন, 'সবাই যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করুক, এটাই তো বাংলা চায়। রাজ্য নির্বাচন কমিশনের উচিত তার নিরপেক্ষতা বজায় রাখা। আমি একথাই বলতে চাই যে, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে। সন্ত্রাসকে বাংলার মাটি থেকে সমূলে উপড়ে ফেলতে হবে।' শুধু তাই নয়, প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে বলেন, 'নিজে চাইলেই নিরপেক্ষ থাকা যায়, নিরপেক্ষ হয়ে কাজ করা যায়। কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য একটা প্রতিষ্ঠান। এটাই প্রত্যাশিত, সুষ্ঠুভাবে ভোট পারিচালনা  করবে কমিশন। এই কমিশন কে এত ভর্তসনা? এটা কাম্য নয়। এটা দুর্ভাগ্যজনক।' 


এই সংঘাতের আবহের মধ্যেই আজ ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজভবনে।


পঞ্চায়েত ভোটের নমিনেশন পর্বে রণক্ষেত্রের চেহারা নেওয়া ভাঙড় ও ক্যানিংয়ে পরপর দু দিনে পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই প্রেক্ষাপটে ইতিমধ্যেই সরাসরি রাজভবনেই সন্ত্রাসের অভিযোগ জানাতে পাবলিক পিস রুম খুলেছেন রাজ্যপাল। ইতিমধ্যেই ১০০-র বেশি অভিযোগ এসেছে, দাবি রাজভবন সূত্রে। খুনের আশঙ্কা করে অভিযোগ জানিয়েছেন বিজেপি সাংসদ রাজু বিস্তাও। দার্জিলিঙের জেলাশাসককে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। খবর রাজভবন সূত্রে।


আরও পড়ুন, মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন