সমীরণ পাল, ভাঙড় : পঞ্চায়েত ভোট ঘিরে ভাঙড়ে সন্ত্রাস। তিন রাজনৈতিক কর্মীর প্রাণহানি। এর জন্য পুলিশকে দায়ী করে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। আইএসএফের কাছে এত বোমা আসছে কী করে, পুলিশ সেটা দেখুক। আমাদের সরকার চলে যেতে পারে মনে করে কেউ কেউ আইএসএফের কোলে ঝোল টানতে চাইছে। আমার, সওকতের, আরাবুলের কাছে হিসেব রয়েছে। হিসেব রেখেছেন মুখ্যমন্ত্রীও। অতএব সাবধান। শনিবার ভাঙড়ের সভা থেকে পুলিশকে এই ভাষাতেই হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে, ভাঙড়ে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সব্যসাচী দত্তকে।
ভাঙড়ে সভার মাঝে সব্যসাচী দত্ত বলেছেন, 'এত বোম আসছে কোথা থেকে আইএসএফের কাছে? পুলিশ-প্রশাসনকে বলব, একটু পর্যালোচনা করুন এবং এখানে পুলিশ সবাই খারাপ নয়। কিন্তু কেউ কেউ রাতের অন্ধকারে ভাবছেন, সরকারটা আমাদের চলে গেল, সেই জন্যে একটু আইএসএফের কোলে ঝোল টেনে নিই। বন্ধু, আমার কাছে, সওকতের কাছে, আরাবুল ভাইয়ের কাছে তো হিসাব আছেই। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের চেয়ে বেশি হিসাব আছে। দয়া করে সেটা করবেন না।'
পুলিশকে উদ্দেশ করে তৃণমূল নেতার বার্তা, 'রাজ্যে প্রশাসন চালাচ্ছেন আপনারা। মানুষকে রক্ষা করুন। আজকে যদি ১৫ তারিখ আপনারা যদি এই জিনিস হতে না দিতেন, তাহলে আমরা ৩ টি তরতাজা প্রাণ হারাতাম না। কে বলেছিল আপনাদের, কে মাথার দিব্যি দিয়েছিল যে, আপনারা কিছু করবেন না, কেউ বলেনি। আপনারা যদি সেদিন রুখে দাঁড়াতেন, তাহলে কিন্তু এই জিনিস হত না।'
প্রসঙ্গত, ভাঙড় উত্তপ্ত হওয়ার মাঝে পুলিশকে দেখা গিয়েছিল কার্যত দর্শকের ভূমিকায়। ক্যামেরাও ধরাও পড়েছে যে ছবি। আপাতত ভাঙড়ে পা রেখে এরিয়া ডমিনেশনের কাজ ইতিমধ্যে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial