Panchayat Elections 2023 Live Updates: পঞ্চায়েত ভোটের জন্য ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন

WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।

ABP Ananda Last Updated: 23 Jun 2023 12:19 AM
Panchayat Election: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কুলতলি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কুলতলি। একের পর এক বাড়ি ভাঙচুর, গুলিও চলার অভিযোগ বিজেপির। সংঘর্ষ হলেও গুলি চলেনি, পাল্টা দাবি পুলিশের। 

Panchayat Election: ১৪ দিনে ৯ জন খুন, পঞ্চায়েত ভোট ঘিরে এবার রক্তাক্ত পুরুলিয়া

১৪দিনে ৯জন খুন! পঞ্চায়েত ভোট ঘিরে এবার রক্তাক্ত পুরুলিয়া। আদ্রায় পার্টি অফিসেই টাউন তৃণমূল সভাপতিকে গুলি করে খুন। দেহরক্ষীও আহত। 

Panchayat Election: পুরুলিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন, আহত দেহরক্ষীও

এবার পুরুলিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন । আদ্রায় পার্টি অফিসেই তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়। আহত টাউন সভাপতি ধনঞ্জয় চৌবের দেহরক্ষীও।

Panchayat Election: পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, উল্টো সুর তৃণমূলেরই সব্যসাচীর!

পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, উল্টো সুর তৃণমূলেরই সব্যসাচীর! মনোনয়নের শেষ পর্বে ভাঙড়ে ৩জন খুন, এবার তৃণমূলের নিশানায় পুলিশ। 'কী করছিল পুলিশ, বহিরাগতরা এলাকায়, কেন ছিল না খবর?' প্রশ্ন তুলে এবার পুলিশকেই আক্রমণে তৃণমূল নেতা সব্যসাচী দত্তের

Panchayat Election: হাড়োয়ায় অবাধে সন্ত্রাস, আক্রান্তরা হাজির রাজভবনের পিস রুমে

হাড়োয়ায় অবাধে সন্ত্রাস, আক্রান্তরা হাজির রাজভবনের পিস রুমে! প্রাণ বাঁচাতে রাজভবনেই হাড়োয়ার আইএসএফ সমর্থকদের 'আশ্রয়'  । নিষ্ক্রিয় পুলিশ, বাধ্য হয়েই রাজভবনে 'আশ্রয়' আক্রান্তদের! কীভাবে সন্ত্রাস? আক্রান্তদের অভিযোগ শুনলেন রাজ্যপাল 

Panchayat Election: এক দফায় নয়, একাধিক দফায় পঞ্চায়েত ভোট চান সুকান্ত

এক দফায় নয়, একাধিক দফায় পঞ্চায়েত ভোট চান সুকান্ত । 'একসঙ্গে ৮০০ কোম্পানি দেওয়া সম্ভব নয় কেন্দ্রের। কোনও সরকারই একসঙ্গে ৮০০ কোম্পানি দিতে পারবে না। গতবারে ৫ দফায় ভোট হয়েছিল, এবারও একাধিক দফায় ভোট হোক', একাধিক দফায় পঞ্চায়েত ভোট চেয়ে এবার সওয়াল সুকান্তর 

Panchayat Election: 'কমিশন চাইলে সবাইকে নিয়েই কাজটা ঠিকঠাক করতে পারে', পঞ্চায়েত ভোট নিয়ে মন্তব্য মীরা পাণ্ডের

কমিশনে স্বাধীন এবং সুষ্ঠুভাবে নির্বাচন করবে এটাই প্রত্যাশিত। রাজ্য সরকার, রাজনৈতিক দল, সাধারণ মানুষ, প্রশাসন সবারই উচিত কমিশন যাতে কাজটা ঠিকভাবে করতে পারে সেজন্য সাহায্য করা। কমিশন চাইলে সবাইকে নিয়েই কাজটা ঠিকঠাক করতে পারে। মন্তব্য মীরা পাণ্ডের। 

Panchayat Election: এক দফা ভোটে ৮০০ কোম্পানি যথেষ্ট নয়, প্রতিক্রিয়া শুভেন্দুর

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বলেছিল ২০১৩-সালে যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসেছিল তাকে মান্যতা দিয়ে সিদ্ধান্ত নিতে। এখন বুথের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই এটা আংশিক মান্য করা হয়েছে। এক দফা ভোটে ৮০০ কোম্পানি যথেষ্ট নয়। প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। 

Panchayat Election: ৮২২ কেন্দ্রীয় বাহিনী কী পর্যাপ্ত? থেকেই যাচ্ছে প্রশ্ন

২০১৩-র ৫ দফার পঞ্চায়েত ভোটে ছিল ৮২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, জানিয়ে দিয়েছিল হাইকোর্ট। সেই কথা মাথায় রেখে চাওয়া হল ২ কোম্পানি বেশি কেন্দ্রীয় বাহিনী

Panchayat Election: পঞ্চায়েত ভোটের জন্য ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন

কোর্টে পরপর ধাক্কা খেয়ে ২২ কোম্পানি বদলাল ৮০০ কোম্পানিতে! পঞ্চায়েত ভোটের জন্য ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন। ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি কমিশনের। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার মুখরক্ষায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কমিশন।  হাইকোর্টের ডেডলাইন শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে রিক্যুইজিশন।

Panchayat Election: ভাঙড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১০ তৃণমূল প্রার্থীকে মামলায় যুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট

'৮২ আসনেই কি জয়ী ঘোষণা হয়ে গিয়েছে?' আইএসএফ প্রার্থীদের মনোনয়ন-মামলায় প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। ভাঙড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১০ তৃণমূল প্রার্থীকে মামলায় যুক্ত করার নির্দেশ।

Panchayat Election: সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনারকে নিয়োগ করেছিলাম, মানুষ হতাশ হয়েছে: রাজ্যপাল

'সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনারকে নিয়োগ করেছিলাম। মানুষ হতাশ হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত। আমি তাঁকে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে নিয়োগ করেছিলাম', রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের আবহে কড়া মন্তব্য রাজপালের

Panchayat Election: সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনারকে নিয়োগ করেছিলাম, মানুষ হতাশ হয়েছে: রাজ্যপাল

'সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনারকে নিয়োগ করেছিলাম। মানুষ হতাশ হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত। আমি তাঁকে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে নিয়োগ করেছিলাম', রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের আবহে কড়া মন্তব্য রাজপালের

Panchayat Poll: রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরানোয় রাজ্যপালকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের

রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরানোয় রাজ্যপালকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। 'বিজেপির পাঠানো লোক বিজেপির মতো আচরণ করছেন, বিরোধীদের কথা শুনে ভোট অনিশ্চয়তার দিকে ঠেলার চেষ্টা করছেন রাজ্যপাল, ভোট পণ্ড করার চেষ্টা করলে রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান দেবে তৃণমূল', মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

Panchayat Election: '৮২ আসনেই কি জয়ী ঘোষণা হয়ে গিয়েছে?' আইএসএফ প্রার্থীদের মনোনয়ন-মামলায় প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার

হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখে রাজ্য নির্বাচন কমিশনার। 'নির্বাচন কমিশনার আছেন এখনও? শুনলাম রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফিরিয়ে নিয়েছেন?' কমিশনকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। 'নির্বাচন প্রক্রিয়া চলছে, কমিশনার আছেন, যেটা শুনছেন সেটা জল্পনা', বিচারপতিকে বললেন কমিশনের আইনজীবী। '৮২ আসনেই কি জয়ী ঘোষণা হয়ে গিয়েছে?' আইএসএফ প্রার্থীদের মনোনয়ন-মামলায় প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। ভাঙড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১০ তৃণমূল প্রার্থীকে মামলায় যুক্ত করার নির্দেশ।

Panchayat Poll: রাজ্য নির্বাচন কমিশনারেরই জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান, প্রশ্নে ভোটের ভবিষ্যৎ

রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট গ্রহণ না করায় নতুন জট? জটিলতা তৈরি হবে পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায়? জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান, তাহলে কি আর বৈধ রইল কমিশনারের নিয়োগ? রাজ্য নির্বাচন কমিশনারেরই জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান, প্রশ্নে ভোটের ভবিষ্যৎ

Panchayat Election: রাজ্য নির্বাচন কমিশনের বর্তমান পরিস্থিতি নিয়ে কী বললেন অশোক গঙ্গোপাধ্যায়?

'রাজ্যপালের পদক্ষেপে রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হল না। অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন কমিশনার নিরপেক্ষ ভাবে কাজ করবেন এটাই কাম্য', মন্তব্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের।

Panchayat Poll: হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখে রাজ্য নির্বাচন কমিশনার

হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখে রাজ্য নির্বাচন কমিশনার। 'নির্বাচন কমিশনার আছেন এখনও? কমিশনে পঞ্চায়েত ভোটের নামে জানি না কী হচ্ছে এসব! নির্বাচন প্রক্রিয়া কি এখনও চলছে?', বিস্ময় প্রকাশ করে জানতে চাইলেন বিচারপতি অমৃতা সিন্হা।

Panchayat Election: রাজ্যপাল জয়েনিং রিপোর্ট গ্রহণ করেননি, এমন তথ্য পাননি: রাজীব সিন্হা

রাজ্যপাল জয়েনিং রিপোর্ট গ্রহণ করেননি, এমন কোনও তথ্য তিনি পাননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার।

Panchayat Poll: দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে প্রকাশ্যে তৃণমূলের টিকিট-বিবাদ

দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে প্রকাশ্যে তৃণমূলের টিকিট-বিবাদ। তৃণমূল বিধায়কের স্বামীর কলার ধরে শাসালেন মহিলা দলীয় কর্মী। তৃণমূল নেতার জামাও ছিঁড়ে দেওয়া হয়। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। যদিও তৃণমূল কর্মীর দাবি, বিধায়কের স্বামীই প্রথমে ধাক্কা দেন ও কটূক্তি করেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

Panchayat Election: মিনাখাঁয় তৃণমূল প্রার্থীর বিদেশে বসে মনোনয়ন দাখিলের অভিযোগ

মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর বিদেশে বসে মনোনয়ন দাখিলের অভিযোগ। সৌদি আরবে বসে কীভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি? প্রশ্ন তুলে মামলা। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে মামলা, আজই শুনানির সম্ভাবনা।

Panchayat Poll: পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা। আগামীকাল এই মামলার শুনানি। নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। পঞ্চায়েত ভোটের আগের দিন এই মামলায় সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।

Panchayat Election: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুুপুরে 'আক্রান্ত' বিজেপি প্রার্থী

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুুপুরে 'আক্রান্ত' বিজেপি প্রার্থী। ভোট নিয়ে দলীয় বৈঠক সেরে ফেরার পথে, রাস্তা আটকে মারধর। বিজেপি প্রার্থী ভোলানাথ মণ্ডল ও অঞ্চল আহ্বায়ক রমেশ পণ্ডিতের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত ২ জনকেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। মারধরে অভিযুক্ত পরিবহণ প্রতিমন্ত্রী ও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের আত্মীয়। বিজেপির তরফে বিষ্ণুপুর থানায় অভিযোগও দায়ের হয়েছে। দেওয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপিই প্রথমে হামলা চালায়, অভিযোগ তৃণমূলের।

Panchayat Poll: 'ভয় দেখাতে' এবার সিপিএমের মহিলা প্রার্থীর মাকে হুমকি-চিঠি!

ভয় দেখাতে এবার সিপিএমের মহিলা প্রার্থীর মাকে হুমকি-চিঠি! মেয়ে-নাতিকে খুনের হুমকি, মাঝরাতে বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। চন্দ্রকোণা ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা রাধাবল্লভপুর গ্রাম সংসদে সিপিএমের প্রার্থী পম্পা দাস।় অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্যাহার না করায়, এভাবে ভয় দেখানো হচ্ছে।

Panchayat Election: ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের

ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের। নৌশাদ সিদ্দিকি সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত তৃণমূল কর্মী রাজু নস্করের পরিবার। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ নৌশাদ সিদ্দিকির। 

Panchayat Poll: পঞ্চায়েত ভোটের আগে ফের মালদায় বোমা উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে ফের মালদায় বোমা উদ্ধার। রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামে চাষের জমিতে ৫০টির মতো কৌটো বোমা পড়ে থাকতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। একে একে সমস্ত বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়।


 

Panchayat Election: পঞ্চায়েত ভোটের মুখে বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব

পঞ্চায়েত ভোটের মুখে বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের সংঘর্ষ। শাসকদলের গোষ্ঠী বিবাদ থামাতে গিয়ে আহত হন বাসন্তী থানার ASI রঞ্জন দে। এক তৃণমূল কর্মীও আহত হয়েছেন। গতকাল সন্ধেয় যুব তৃণমূল নেতার অনুগামী তৃণমূল প্রার্থীর মিছিলে তৃণমূল নেতার অনুগামী নির্দল প্রার্থীর লোকজন হামলা চালায় বলে অভিযোগ। যুব তৃণমূল নেতা আমানুল্লা লস্করের দাবি, অশান্তি বাধাতে নির্দল প্রার্থীকে মদত জোগান তৃণমূল নেতা রাজা গাজি। যদিও রাজা গাজি এই অভিযোগ অস্বীকার করেছেন। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বাসন্তী থানার পুলিশ।

Panchayat Poll: গ্রাম বাংলার ভোটের প্রচার এবার কলকাতায়, শিয়ালদা স্টেশনে তৃণমূলের প্রচার

গ্রাম বাংলার ভোটের প্রচার এবার কলকাতায়। শিয়ালদা স্টেশনে চলছে তৃণমূলের প্রচার। উপস্থিত রয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পথ চলতি মানুষদের কাছে বার্তা পৌঁছে দিতে তৃণমূলের তরফে সভার আয়োজন করা হয়েছে। জেলা থেকে প্রচুর মানুষ কাজের সূত্রে কলকাতায় আসেন। তাই শিয়ালদা স্টেশনকে বেছে নেওয়া হয়েছে প্রচারের জন্য। 

Panchayat Election: জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান রাজ্যপালের, তাহলে কি আর বৈধ রইল রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ? প্রশ্নে ভোটের ভবিষ্যৎ

জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান রাজ্যপালের, তাহলে কি আর বৈধ রইল রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ? প্রশ্নে ভোটের ভবিষ্যৎ

Panchayat Poll: নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে এবার তদন্ত করবে CBI

নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে এবার তদন্ত করবে CBI. উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের ২ সিপিএম প্রার্থীর নথি বিকৃত করার অভিযোগ ওঠে বিডিওর বিরুদ্ধে। সেই মামলায় বুধবার এমনই নজিরবিহীন নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। ৭ জুলাই অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগের দিন এই মামলায় সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

Panchayat Election: দেগঙ্গার হাদিপুরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের জেরে বোমাবাজি, গুলি

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুকুর গ্রামে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের জেরে বোমাবাজি, গুলি। আইএসএফ কর্মীদের অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা পরপর বোমা ছোড়ে। পাল্টা তৃমমূলের দাবি হামলা চালায় আইএসএফ কর্মীরাই। 

Panchayat Poll: আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের

ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের। নৌশাদ সিদ্দিকি সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত তৃণমূল কর্মী রাজু নস্করের পরিবার। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ নৌশাদ সিদ্দিকির। 

Panchayat Election: ২৪ ঘণ্টা ধরে বিডিও অফিসের সামনে ধরনায় অধীর চৌধুরীর, আদালতের নির্দেশের পরেই উঠল ধরনা

কংগ্রেস কর্মীদের কাছ থেকে বিডিও অফিস চত্বরেই কেড়ে নেওয়া হয়েছিল দলীয় প্রতীক। ২৪ ঘণ্টা ধরে বড়ঞায় বিডিও অফিসের সামনে ধরনায় বসে রইলেন অধীর চৌধুরী। আদালতের ফর্ম বি জমা নেওয়ার নির্দেশ আসার পরই ধরনা তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

Panchayat Poll: ২০১৩ সালের পঞ্চায়েত ভোটকে কার্যত মাপকাঠি হিসেবে বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশ দিতে গিয়ে, ২০১৩ সালের পঞ্চায়েত ভোটকে কার্যত মাপকাঠি হিসেবে বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। এক দশক আগে সেই পঞ্চায়েত ভোটের সময়, কেন্দ্রীয় বাহিনীর জন্য় সুপ্রিম কোর্ট অবধি গেছিলেন তৎকালীন রাজ্য় নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। পঞ্চায়েত ভোট পরিচালনার ক্ষেত্রে কমিশনই যে শেষ কথা, সেকথাও বারবার বুঝিয়ে দিয়েছিলেন তিনি।

Panchayat Election: রাজীব সিন্হার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল

কমিশনারকে হাইকোর্টের তীব্র ভর্ৎসনার পরে চরম পদক্ষেপ রাজ্যপালের। রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্টই গ্রহণ করলেন না রাজ্যপাল  তাহলে কি আর পদে থাকতে পারবেন রাজ্য নির্বাচন কমিশনার? ভোটে অবাধে সন্ত্রাস, রুখতে না পারায় কড়া পদক্ষেপ রাজভবনের? বেলাগাম সন্ত্রাসের পরে আলোচনার জন্য না আসার পরেই পদক্ষেপ, খবর সূত্রের।  

প্রেক্ষাপট


হাইকোর্টের (High Court) কড়া পদক্ষেপের পরেই রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্টইৃ ফেরালেন রাজ্যপাল (Governor)। রাজীব সিন্হার আর পদে থাকা নিয়েই জল্পনা। বেলাগাম সন্ত্রাস, ডেকেও না আসায় রাজীবের ভূমিকায় খুব্ধ রাজ্যপাল। ফেরত পাঠালেন জয়েনিং রিপোর্ট। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ভবিষ্যৎ নিয়েই বাড়ল জল্পনা। 


ধাক্কা খেয়েও কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে কারিকুরি! চলবে না চালাকি, নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছাড়ন। রাজীব সিন্হাকে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির। 


তেরোর চেয়েও এবার লাগবে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী। আজকের মধ্যে রিক্যুইজিশন দিতে হবে কমিশনকে। না মানলে প্রতিকূল অবস্থার হুঁশিয়ারি হাইকোর্টের। 


দুহাজার তেরোয় কেন্দ্রীয় বাহিনীর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল কমিশন। এখন স্বতন্ত্রতার কী হল? মন্তব্য প্রধান বিচারপতির। নাম না করে হলেও উঠল মীরা পাণ্ডের প্রসঙ্গ। আদালতে দুরমুশ কমিশন, বাহিনী নিয়ে পরপর ধাক্কা, এবার কী করবে কমিশন? 


ভোটের আগেই অশান্তির বলি ৮। এত রক্তপাত, হিংসা হলে ভোট বন্ধ করে দেওয়া উচিত। এটা রাজ্যের জন্য লজ্জার। পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিন্হার। 


পঞ্চায়েত ভোটেও সিবিআই (CBI) তদন্ত। বেনজির নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। উলুবেড়িয়া ১ নম্বরের ২ বাম (CPIM) প্রার্থীর মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ বিডিওর বিরুদ্ধে। উলুবেড়িয়ার পর রানিগঞ্জ। ফের মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ। তৃণমূলের হুমকিতেও প্রার্থীপদ প্রত্যাহার না করায় সই জাল করে নাম বাদ! বিডিওর নামে নালিশ কমিশনে।  


বড়ঞাকাণ্ডে কংগ্রেসের (Congress) জয়। সিআরপিএফের নিরাপত্তায় কংগ্রেস প্রার্থীদের ফর্ম বি জমা নিতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের। আদালতের রায়ের পর ধর্না তুললেন অধীর।


গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ। ভোটের আগেই একাধিক আসনে জয়। দক্ষিণ ২৪ পরগনা বাদে ২২ জেলার তালিকা প্রকাশ করল কমিশন। 


'১৮-র পুনরাবৃত্তি '২৩-এও। সন্দেশখালিতে ১২টি পঞ্চায়েতে বিনাযুদ্ধে জয়ী তৃণমূল। মিনাখাঁতেও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়। ধনেখালি পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল।


পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক ব্যাপারী। ক্ষোভে ছাড়লেন দলীয় পদ। বিধায়ক পদ ছাড়ারও হুঁশিয়ারি। 


এবার ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়কের বিরুদ্ধে খুনের মামলা পুলিশের। তৃণমূল কর্মী রাজু নস্করকে খুনের অভিযোগ। ভয় পাই না প্রতিহিংসায়, পাল্টা নৌশাদ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.