Panchayat Elections 2023 Live Updates: 'ভোটের রেজাল্ট বেরোনোর পর রাজ্যপালের বাড়িকে গঙ্গা জলে ধোয়া উচিত আমাদের', ফের বেনজির আক্রমণে মদন

WB Panchayat Polls News Live: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 04 Jul 2023 11:20 PM
Panchayat Election Live Updates : 'ভোটের রেজাল্ট বেরোনোর পর রাজ্যপালের বাড়িকে গঙ্গা জলে ধোয়া উচিত আমাদের', ফের বেনজির আক্রমণে মদন

রাজ্যপালকে ফের বেনজির আক্রমণে মদন-কল্যাণ। 'পিস হাউসের নামে রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন, নিজের বাড়িকে অপবিত্র করে তুলছেন'। 'ভোটের রেজাল্ট বেরোনোর পর রাজ্যপালের বাড়িকে গঙ্গা জলে ধোয়া উচিত আমাদের'। 'রাজ্যপাল ও কেন্দ্রীয় বাহিনী শেষ কথা বলবে না'। 'আগেরবারের স্লোগান ছিল খেলা শুরু, এবারের স্লোগান খেলা শেষ'। হুঙ্কার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। 'পঞ্চায়েত ভোটে বিজেপির বড় প্রচারক রাজ্যপাল সিভি আনন্দ বোস'। 'পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতো সংবিধান-ঘাতক একজনকেও পাবেন না'। লাগামহীন আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

Panchayat Elections 2023: রানিনগরে আক্রান্ত তৃণমূল কর্মী, ফাটল মাথা

মুর্শিদাবাদের রানিনগরে আক্রান্ত তৃণমূল কর্মী, ফাটল মাথা। প্রচার সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
হামলার অভিযোগ অস্বীকার কংগ্রেসের।

Panchayat Election Live Updates : খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম ২ দুষ্কৃতী

মুর্শিদাবাদে বোমার আবাদ ! খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম ২ দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে উদ্ধার বেশ কয়েকটি বোমা। কাদের নির্দেশে বোমা বাঁধা হচ্ছিল? খতিয়ে দেখছে পুলিশ।

Panchayat Elections 2023: বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর গরানবোস গ্রামে বিজেপি প্রার্থী ও কর্মীদের বাড়িতে হামলা

পঞ্চায়েত ভোটের চারদিন আগে বাসন্তীতে দফায় দফায় অশান্তি। রাতে বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর গরানবোস গ্রামে বিজেপি প্রার্থী ও কর্মীদের বাড়িতে হামলা । হামলার অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাইক ভাঙচুরের পাশাপাশি এলাকায় চলে ইটবৃষ্টি। হামলা-যোগ অস্বীকার করেছে শাসকদল।

Panchayat Election Live Updates : কানাইয়ালাল-হামিদুল দ্বন্দ্বের জের, ইসলামপুরের গোবিন্দপুর পঞ্চায়েতে নেই তৃণমূলের কোনও প্রার্থী

কানাইয়ালাল-হামিদুল দ্বন্দ্বের জের, ইসলামপুরের গোবিন্দপুর পঞ্চায়েতে নেই তৃণমূলের কোনও প্রার্থী। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২৩টি আসনের মধ্যে একটিতেও নেই তৃণমূল প্রার্থী। তৃণমূলের প্রতীক না পেয়ে পরস্পরের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে কানাইয়ালাল-হামিদুলের অনুগামীরা। তৃণমূলের প্রতীক না পেয়ে নির্দল হয়ে ভোটের লড়াইয়ে গ্রাম পঞ্চায়েতের ৪৬জন প্রার্থী। ৪৬ জনের মধ্যে ২৩ জন কানাইয়ালালের অনুগামী, বাকি ২৩জন হামিদুলের ঘনিষ্ঠ। গোবিন্দপুর থেকে পঞ্চায়েত সমিতির ৩টি আসনেও নেই শাসক দলের কোনও প্রার্থী। দলীয় কোন্দলের জেরে মেলেনি প্রতীক, তাই নির্দল, দাবি ৫২ জন প্রার্থীর।

Panchayat Elections 2023: ভোটের মুখে বেলাগাম সন্ত্রাস, ফের ‘পাহারায় পাবলিক’ কর্মসূচি চালু সিপিএমের

ভোটের মুখে বেলাগাম সন্ত্রাস, ফের ‘পাহারায় পাবলিক’ কর্মসূচি চালু সিপিএমের। সাধারণ মানুষের অভিযোগ শুনতে সিপিএমের ‘পাহারায় পাবলিক’ কর্মসূচি। 'অভিযোগকারীদের পরিচয় গোপন রাখা হবে'। অনলাইনে জানানো যাবে অভিযোগ, জানালেন মহম্মদ সেলিম ।

Panchayat Election Live Updates : "এমন কোনও সিম্বল তৈরি করে রাখুন, যেটা তৃণমূল বা সরকার জানে না", ভোট-দাওয়াই শুভেন্দুর

"যেখানে ভোট হবে, বাক্স সিল করবেন। এমন কোনও সিম্বল তৈরি করে রাখুন, যেটা তৃণমূল বা সরকার জানে না। সেই সিম্বল লাগিয়ে দিন গালার ওপরে। স্ট্রং রুমে ঢোকানোর আগে স্ট্রং রুম ফাঁকা আছে কিনা দেখে নেবেন। জানলা, দরজা কাটা আছে কিনা দেখবেন, সিসিটিভি আছে কিনা দেখবেন। ভিতরে বক্স থাকবে, বাইরে চৌকিদারি চলবে।" নদিয়ার ফুলিয়ার সভা থেকে ভোট-দাওয়াই শুভেন্দু অধিকারীর।

Panchayat Elections 2023: তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্র কুলপি

তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার কুলপি। হেলিয়াগাছিতে আইএসএফ কর্মী- সমর্থকদের ওপর হামলা।হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজির পাশাপাশি ইট, খালি সোডার বোতলও ছোড়া হয় বলে অভিযোগ।
হটুগঞ্জ বাজারেও আইএসএফ কর্মীদের দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাস্থলে যান মন্দিরবাজারের এসডিপিও ও কুলপি থানার ওসি। হামলার জেরে বেশ কয়েকজন আইএসএফ সমর্থক জখম হয়েছেন।

Panchayat Election Live Updates : এবার বিজেপি সাংসদের মুখে 'দমদম দাওয়াই'

এবার বিজেপি সাংসদের মুখে 'দমদম দাওয়াই'। 'গণনাকেন্দ্রে দুষ্কৃতী ঢুকলে ডান্ডায় ঝান্ডা লাগিয়ে যাবেন'। 'শাড়ির আঁচলে লঙ্কার গুঁড়ো নিয়ে যাবেন'। 'পুলিশ, বিডিও যদি দুষ্কৃতীদের ঢুকতে সাহায্য় করে'। 'কাউকে ছাড়বেন না, শিক্ষা দেওয়ার জন্য যা করার করবেন'। হুমকির সুর বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গলায় ।

Panchayat Elections 2023: দেগঙ্গার চাকলায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, আটক ২

দেগঙ্গার চাকলায় আইএসএফ তৃণমূল সংঘর্ষ। পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ, আটক ২।

Panchayat Election Live Updates : ভোটের আগে রাজ্যে বেলাগাম সন্ত্রাস, তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি ডিজি-র

ভোটের আগে রাজ্যে বেলাগাম সন্ত্রাস। ২৪ দিনে ১৫ জনের মৃত্যু। তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি ডিজি মনোজ মালব্যর। 'কিছু ঘটনা ঘটেছে, ভোট ছাড়াও এসব ঘটনা ঘটে'। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, মন্তব্য ডিজি-র।

Suvendu Adhikari: যোগীরাজ্যে কোনও সংখ্যালঘুকে তাড়ানো হয়নি, নাগরিকত্ব নিয়ে অপপ্রচার তৃণমূলের, ফুলিয়ায় শুভেন্দু

নাগরিকত্ব নিয়ে মিথ্যাপ্রচার তৃণমূলের। ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়েছিল ওরা। যোগীরাজ্যে কোনও সংখ্যালঘুকে তাড়ানো হয়নি, ফুলিয়ায় দাবি শুভেন্দু অধিকারীর।

Abhishek Banerjee: ২০২৪ সালে বোতাম টিপে মোদিকে সরান, নারায়ণগড় থেকে ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

গণতন্ত্রে মানুষই শেষ কথা। ২০২৪ সালে বোতাম টিপে মোদিকে সরান। দুয়ারে সরকারে ঘরে ঘরে পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন, নারায়ণগড় থেকে ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Murshidabad News: বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, রণক্ষেত্র মুর্শিদাবাদের ভগবানগোলা

বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, রণক্ষেত্র মুর্শিদাবাদের ভগবানগোলা। তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ বাম-কংগ্রেসে, পাল্টা মিছিল তৃণমূলের। ঘটনা ঘিরে দু'পক্ষের সংঘর্ষ, পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ। 

Murshidabad News: খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম ২ দুষ্কৃতী

মুর্শিদাবাদে বোমার আবাদ! খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম ২ দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে উদ্ধার বেশ কয়েকটি বোমা। কাদের নির্দেশে বোমা বাঁধা হচ্ছিল? খতিয়ে দেখছে পুলিশ। 

Manoj Malviya: ২৪ দিনে ১৫ জনের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি ডিজি মনোজ মালব্যর

ভোটের আগে রাজ্যে বেলাগাম সন্ত্রাস। ২৪ দিনে ১৫ জনের মৃত্যু। তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি ডিজি মনোজ মালব্যর। কিছু ঘটনা ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, মন্তব্য ডিজি-র। 

Panchayat Elections 2023: রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি তৃণমূলের

রাজ্যপালের বিরুদ্ধে এবার রাজ্য নির্বাচন কমিশনে তৃণমূল। রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি। সরেজমিনে সন্ত্রাস কবলিত এলাকায়, তৃণমূলের নিশানায় বোস। 'ভোট সংক্রান্ত কোনও বিষয়ে তদন্ত করতে পারেন না রাজ্যপাল', রাজ্যপালের ভূমিকাকে আইন বহির্ভূত বলে অভিযোগ তৃণমূলের। রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কমিশনকে চিঠি তৃণমূলের । 

Murshidabad News: ইসলামপুরে কংগ্রেস প্রার্থীর আত্মীয়কে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ


মুর্শিদাবাদের ইসলামপুরে কংগ্রেস প্রার্থীর আত্মীয়কে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাও করে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান ৬ কংগ্রেস প্রার্থী-সহ কর্মী, সমর্থকরা। ইসলামপুরের টেঁকা রায়পুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী রেণুকা বিবির অভিযোগ, গতকাল রাতে তাঁর আত্মীয় অঙ্কন শেখকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তুলে নিয়ে যায় পুলিশ। প্রতিবাদে আজ ঝাঁটা হাতে থানা ঘেরাও করেন কংগ্রেস প্রার্থীরা। যদিও পুলিশের দাবি, কংগ্রেস কর্মী অঙ্কন শেখের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তাই গ্রেফতার।


 

Murshidabad News: ইসলামপুরে কংগ্রেস প্রার্থীর আত্মীয়কে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ


মুর্শিদাবাদের ইসলামপুরে কংগ্রেস প্রার্থীর আত্মীয়কে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাও করে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান ৬ কংগ্রেস প্রার্থী-সহ কর্মী, সমর্থকরা। ইসলামপুরের টেঁকা রায়পুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী রেণুকা বিবির অভিযোগ, গতকাল রাতে তাঁর আত্মীয় অঙ্কন শেখকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তুলে নিয়ে যায় পুলিশ। প্রতিবাদে আজ ঝাঁটা হাতে থানা ঘেরাও করেন কংগ্রেস প্রার্থীরা। যদিও পুলিশের দাবি, কংগ্রেস কর্মী অঙ্কন শেখের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তাই গ্রেফতার।


 

Murshidabad News: ইসলামপুরে কংগ্রেস প্রার্থীর আত্মীয়কে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ


মুর্শিদাবাদের ইসলামপুরে কংগ্রেস প্রার্থীর আত্মীয়কে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাও করে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান ৬ কংগ্রেস প্রার্থী-সহ কর্মী, সমর্থকরা। ইসলামপুরের টেঁকা রায়পুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী রেণুকা বিবির অভিযোগ, গতকাল রাতে তাঁর আত্মীয় অঙ্কন শেখকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তুলে নিয়ে যায় পুলিশ। প্রতিবাদে আজ ঝাঁটা হাতে থানা ঘেরাও করেন কংগ্রেস প্রার্থীরা। যদিও পুলিশের দাবি, কংগ্রেস কর্মী অঙ্কন শেখের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তাই গ্রেফতার।


 

Murshidabad News: ইসলামপুরে কংগ্রেস প্রার্থীর আত্মীয়কে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ


মুর্শিদাবাদের ইসলামপুরে কংগ্রেস প্রার্থীর আত্মীয়কে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাও করে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান ৬ কংগ্রেস প্রার্থী-সহ কর্মী, সমর্থকরা। ইসলামপুরের টেঁকা রায়পুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী রেণুকা বিবির অভিযোগ, গতকাল রাতে তাঁর আত্মীয় অঙ্কন শেখকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তুলে নিয়ে যায় পুলিশ। প্রতিবাদে আজ ঝাঁটা হাতে থানা ঘেরাও করেন কংগ্রেস প্রার্থীরা। যদিও পুলিশের দাবি, কংগ্রেস কর্মী অঙ্কন শেখের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তাই গ্রেফতার।


 

Bhangar News: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়, বোমাবাজি, ভাঙচুর আবারও

আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। গতকাল রাতে মাঝেরআইট এলাকায় চলে বোমাবাজি। দু’পক্ষের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। এই এলাকাতেই ভাড়া থাকেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। পঞ্চায়েত ভোটের আগে এলাকার রাশ হাতে রাখা নিয়েই তৃণমূল-আইএসএফের বিবাদ। আইএসএফ কর্মীদের বাধায় দীর্ঘক্ষণ এলাকায় ঢুকতে পারেনি পুলিশ। বেছে বেছে তাদের কর্মীদেরই আটক করছে বলে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে আইএসএফ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Kultali News: কুলতলিতে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

কুলতলিতে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। তৃণমূল প্রার্থীর দাবি, গুলি ডান হাঁটুর ওপরের অংশ ছুঁয়ে বেরিয়ে যায়। অভিযোগের তির বামেদের দিকে। কুলতলির মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হয়েছেন কুতুবউদ্দিন ঘরামি। তাঁর অভিযোগ, গতকাল রাতে ভোট প্রচার সেরে ফেরার পথে, সিপিএম ও এসইউসি কর্মীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। যদিও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Kultali News: কুলতলিতে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

কুলতলিতে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। তৃণমূল প্রার্থীর দাবি, গুলি ডান হাঁটুর ওপরের অংশ ছুঁয়ে বেরিয়ে যায়। অভিযোগের তির বামেদের দিকে। কুলতলির মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হয়েছেন কুতুবউদ্দিন ঘরামি। তাঁর অভিযোগ, গতকাল রাতে ভোট প্রচার সেরে ফেরার পথে, সিপিএম ও এসইউসি কর্মীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। যদিও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Birbhum News: কেষ্টবিহীন বীরভূমে পঞ্চায়েত ভোটের মুখে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

কেষ্টবিহীন বীরভূমে পঞ্চায়েত ভোটের মুখে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। বাড়ি, পার্টি অফিস ভাঙচুর। মুরারইয়ের ডুমুরগ্রাম অঞ্চলে গতকাল রাতে তৃণমূল প্রার্থী টনিক শেখের সঙ্গে তৃণমূলকর্মী আলি আসগরের বচসা হয়। এর জেরে দু’পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। আহত হন উভয়পক্ষের বেশ কয়েকজন। মারধরের পাশাপাশি, চলে বাড়ি ভাঙচুর। তৃণমূলের পার্টি অফিসও ভাঙচুর করা হয়। আহতরা হাসপাতালে ভর্তি। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। 


 

Murshidabad News: পঞ্চায়েত ভোটের মুখে ফের মুর্শিদাবাদের তিন জায়গায় বোমা উদ্ধার

পঞ্চায়েত ভোটের মুখে ফের মুর্শিদাবাদের তিন জায়গায় বোমা উদ্ধার। বেলডাঙার কাজি শা এলাকায় মাঠের মধ্যে থেকে উদ্ধার হল ৩ ড্রাম ভর্তি তাজা বোমা। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হচ্ছে। ভোটের চার দিন আগে সাতসকালে হরিহরপাড়াতেও বোমা উদ্ধার হয়েছে। কলাবাগান পাড়া এলাকায় পাটের জমির পাশে ঝোপের মধ্যে রাখা ছিল এক ব্যাগ ভর্তি বোতল বোমা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বোমার হদিশ পায়। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। খড়গ্রামেও উদ্ধার হয়েছে বোমা। সাদল অঞ্চলের শঙ্খপুর গ্রামে মাঠের ধারে বালতির মধ্যে বোমাগুলি রাখা ছিল। কে বা কারা বোমা রেখে গেল, খতিয়ে দেখছে খড়গ্রাম থানার পুলিশ।

Murshidabad News: পঞ্চায়েত ভোটের মুখে ফের মুর্শিদাবাদের তিন জায়গায় বোমা উদ্ধার

পঞ্চায়েত ভোটের মুখে ফের মুর্শিদাবাদের তিন জায়গায় বোমা উদ্ধার। বেলডাঙার কাজি শা এলাকায় মাঠের মধ্যে থেকে উদ্ধার হল ৩ ড্রাম ভর্তি তাজা বোমা। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হচ্ছে। ভোটের চার দিন আগে সাতসকালে হরিহরপাড়াতেও বোমা উদ্ধার হয়েছে। কলাবাগান পাড়া এলাকায় পাটের জমির পাশে ঝোপের মধ্যে রাখা ছিল এক ব্যাগ ভর্তি বোতল বোমা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বোমার হদিশ পায়। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। খড়গ্রামেও উদ্ধার হয়েছে বোমা। সাদল অঞ্চলের শঙ্খপুর গ্রামে মাঠের ধারে বালতির মধ্যে বোমাগুলি রাখা ছিল। কে বা কারা বোমা রেখে গেল, খতিয়ে দেখছে খড়গ্রাম থানার পুলিশ।

Basanti News: ভোটের চারদিন আগে বাসন্তীতে দফায় দফায় অশান্তি

পঞ্চায়েত ভোটের চারদিন আগে বাসন্তীতে দফায় দফায় অশান্ত। রাতে বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর গরানবোস গ্রামে বিজেপি প্রার্থী ও কর্মীদের বাড়িতে হামল। হামলার অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাইক ভাঙচুরের পাশাপাশি এলাকায় চলে ইটবৃষ্টি। হামলা-যোগ অস্বীকার করেছে শাসকদল।

Kultali News: কুলতলিতে এবার তৃণমূল প্রার্থীর উপর গুলি চালানোর অভিযোগ

কুলতলিতে এবার তৃণমূল প্রার্থীর উপর গুলি চালানোর অভিযোগ। তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামির পায়ে গুলি লেগেছে বলে অভিযোগ। আহত প্রার্থীকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচারে বেরনোর পর সিপিএম-এসইউসি প্রার্থীরা তাঁর উপর গুলি চালায় বলে অভিযোগ আহত প্রার্থীর।

Suvendu Adhikari: ভোটকর্মীদের ব্যালট নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর

ভোটকর্মীদের ব্যালট নিয়ে, চাঞ্চল্যকর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এর মধ্যেই বীরভূমের মুরারইতে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভোটকর্মীদের ব্যালটের এই ছবিগুলো। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন বিডিও।

West Bengal News Live Updates: ২৪ দিনে রাজ্যে ১৫ জনের মৃত্য়ু, 'স্পর্শকাতর বুথ'-এর সংখ্যা ১০ শতাংশের গণ্ডি পার করল না

২৪ দিনে ১৫ জনের মৃত্য়ু! তা সত্ত্বেও রাজ্য় নির্বাচন কমিশনের হিসেবে রাজ্য়জুড়ে 'স্পর্শকাতর বুথ'-এর সংখ্য়া ১০ শতাংশের গণ্ডি  পার করল না। সোমবার স্পর্শকাতর বুথের তালিকা আদালতে জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে মাত্র ৪ হাজার ৮৩৪ টি বুথ স্পর্শকাতর বলে হাইকোর্টে জানাল তারা, যা মোট বুথের মাত্র ৭.৮৪ শতাংশ। 

West Bengal News Live Updates: ২৪ দিনে রাজ্যে ১৫ জনের মৃত্য়ু, 'স্পর্শকাতর বুথ'-এর সংখ্যা ১০ শতাংশের গণ্ডি পার করল না

২৪ দিনে ১৫ জনের মৃত্য়ু! তা সত্ত্বেও রাজ্য় নির্বাচন কমিশনের হিসেবে রাজ্য়জুড়ে 'স্পর্শকাতর বুথ'-এর সংখ্য়া ১০ শতাংশের গণ্ডি  পার করল না। সোমবার স্পর্শকাতর বুথের তালিকা আদালতে জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে মাত্র ৪ হাজার ৮৩৪ টি বুথ স্পর্শকাতর বলে হাইকোর্টে জানাল তারা, যা মোট বুথের মাত্র ৭.৮৪ শতাংশ। 

TMC-ISF: পতাকা লাগানোকে কেন্দ্র করে মধ্যমগ্রামে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ

পতাকা লাগানোকে কেন্দ্র করে মধ্যমগ্রামের চণ্ডীগড় রোলান্ডা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জোজরা গ্রামে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। উভয়পক্ষের ৫ জন জখম হন। টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ছেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মী। আইএসএফ তাঁকে সমর্থন করায়, কয়েকদিন ধরেই তৃণমূলের সঙ্গে বিবাদ চলছে। গতকাল পতাকা লাগানোকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি বেধে যায়। মধ্য়মগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


 

CV Ananda Bose: তৃণমূল কর্মী খুনের পর,বাসন্তীতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তাকে ঘিরেও বিতর্ক

যুব তৃণমূল কর্মীর খুনের পর, বাসন্তীতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বললেন নিহতের মেয়ের সঙ্গেও। তবে তাঁর বাড়িতে রাজ্যপাল না যাওয়ায়, মাথাচাড়া দিয়েছে বিতর্ক। রাজ্যপালকে বিভ্রান্ত করার জন্য বাবার হত্যাকারী ও পুলিশকে কাঠগড়ায় তুলেছেন নিহতের মেয়ে।  অভিযোগ মানতে চায়নি পুলিশ।

Bankura News: পঞ্চায়েত ভোটের আগে গঙ্গাজলঘাটিতে বিজেপি বিধায়কের গ্রামে অশান্তি

পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে বিজেপি বিধায়কের গ্রামে অশান্তি। পতাকা ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে কেলাই গ্রামে উত্তেজনা।
শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির ৪ আত্মীয়কে পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
তৃণমূলের দাবি, গ্রাম্য বিবাদকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বিজেপি। 

Basanti News: বাসন্তীতে ফের চলল গুলি, গুলিবিদ্ধ তৃণমূলকর্মী, অভিযুক্ত বিজেপি

রাজ্য়পাল ফিরে যেতেই বাসন্তীতে ফের চলল গুলি। নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গি এলাকায় গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী খগেন্দ্রনাথ খুটিয়া। বছর ৫৫-র ওই তৃণমূল কর্মীর বাঁ পায়ে গুলি লেগেছে। তাঁকে কলকাতার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। গাড়ি ও মোটরবাইক নিয়ে হামলার অভিযোগ।
হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জের, পাল্টা অভিযোগ বিজেপির। 

Panchayat Elections Live Updates: অগ্রিম না দিলে জ্বালানি সরবরাহ করা হবে না, ভোটের আগে সুর চড়ালেন বাস ও পেট্রোল পাম্পের মাালিকরা

পঞ্চায়েত ভোট দুশ্চিন্তায় পড়েছেন বাস ও পেট্রোল পাম্পের মালিকরা। বাস মালিকের একাংশের দাবি, গতবার নির্বাচনের কাজে যে বাস দিয়েছিলেন, তারই লক্ষ লক্ষ টাকা বকেয়া রয়েছে। অন্যদিকে, অগ্রিম না দিলে জ্বালানি সরবরাহ করা হবে না, বলে সুর চড়িয়েছেন পেট্রোল পাম্পের মালিকরাও। 

Central Forces: ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ভিন্ রাজ্যের পুলিশ দিয়েই হচ্ছে রাজ্যে পঞ্চায়েত ভোট

৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ভিন্ রাজ্যের পুলিশ দিয়েই হচ্ছে রাজ্যে পঞ্চায়েত ভোট। এবারও কি বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী রাখবে না কমিশন? প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করেছে বিজেপি। কেন ভোটের ৪ দিন আগে পাঠানো হচ্ছে বাহিনী, প্রশ্ন তুলেছে সিপিএম। 

প্রেক্ষাপট

১। একের পর এক সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় (Panchayat Elections 2023 Live Updates) রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। চাপ বাড়িয়ে কমিশনকে (Election Commission) পাল্টা চিঠি তৃণমূলের (TMC)। আইন-এক্তিয়ার বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগে পদক্ষেপ দাবি। (Panchayat Elections 2023)

২। কীভাবে রাজ্যপালের সরকারি পরিকাঠামো ব্যবহার করছে বিজেপি? সমান্তরাল সরকার পরিচালানোর অভিযোগ তৃণমূলের। এত কেন ভয়? পাল্টা প্রশ্ন বিজেপির।

৩। বাসন্তীকাণ্ডে বিচার চায় নিহতের পরিবার। প্রার্থী হয়েও ভোটে না লড়ার হুঁশিয়ারি। নিহতের মেয়ের বক্তব্য, "যে দলের হয়ে আমি লড়ছি, সেই দল যখন আমার বাবার জীবনটা কেড়ে নিল, সেই দলের হয়ে আমি আর লড়তে চাই না।"

৪। এবিপি আনন্দের খবরের জের। বাড়ির কাছ থেকে ফিরেই নিহত জিয়ারুলের মেয়েকে ফোন রাজ্যপালের। দেখা হল ক্যানিংয়ে। সাহায্যের আশ্বাস রাজ্যপালের।

৫। নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গে দেখা করেই কড়া বার্তা রাজ্যপালের। বললেন, "রক্তের হোলি বন্ধ হওয়া দরকার।"

৬। হিংসার গ্যাং লিডার কে, জানি। কী পদক্ষেপ প্রশাসনের, ৪৮ ঘণ্টা সময় বেঁধে কড়া বার্তা রাজ্যপালের। তত ক্ষণ অপেক্ষ করবেন বলে জানালেন।

৭। ভোটের পাঁচ দিন আগে অবশেষে কাটল জট। কমিশনের দাবি মেনেই আসছে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট হবে ৮২২ কোম্পানির নিরাপত্তায়।

৮। কেন্দ্রীয় বাহিনী না রাজ্য পুলিশ? ধোঁয়াশা রেখেই প্রতি বুথে সশস্ত্র বাহিনী মোতায়েনের ঘোষণা কমিশনের। ৯৫% বুথে সিসি ক্যামেরা, ৫% বুথে ভিডিওগ্রাফি।

৯। দঃ ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদ, কোচবিহার। অবাধ সন্ত্রাসের পরেও কমিশনের তালিকায় স্পর্শকাতর মাত্র ৮ শতাংশ বুথ! রিপোর্ট কার্ড তৈরি করছেন রাজ্যপাল।

১০। তিহাড় জেলে থেকেও বীরভূমের ভোটের প্রচারে ফের কেষ্টর পাশেই নেত্রী। শুধু হেনস্থা করা হচ্ছে বলে ফের আক্রমণ। বললেন, “আটকে রাখা হয়েছে যাতে ও (অনুব্রত মণ্ডল)পঞ্চায়েত ভোট করতে না পারে।

১১। ভোটের আগেই ২৪ দিনে ১৫ মৃত্যু। সন্ত্রাস নিয়ে বিরোধীদের পাল্টা নিশানা মমতার। বললেন, "তৃণমূল কর্মীরা মার্ডার হয়েছে, সিপিএম-বিজেপি করেছে।"

১২। নকল ব্যালটের অভিযোগে ফের সরব শুভেন্দু। ভোটের পরেও ১৫ দিন কেন্দ্রীয় বাহিনী দাবি। স্ট্রং রুম পাহারার নির্দেশ। বললেন, "ডু অর ডাই, স্ট্রং রুম রক্ষা করতে হবে।"

১৩। বেলডাঙার পর হাড়োয়া। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে তৃণমূল কর্মীর মৃত্যু। আহত ১। বোমা বাঁধার অভিযোগ অস্বীকার পরিবারের। তাদের দাবি, কুপিয়ে খুনের পর বোমা ফাটানো হয়েছে।

১৪। ভোটের মুখে মানবাজারে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। খেতে উদ্ধার দেহ। খুনের অভিযোগ শুভেন্দুর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, পাল্টা দাবি পুলিশের।

১৫। পঞ্চায়েত ভোটের ৪দিন বাকি থাকতে বাসন্তীতে ফের চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূলকর্মী। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.