Panchayat Elections 2023 Live Updates: 'ভোটের রেজাল্ট বেরোনোর পর রাজ্যপালের বাড়িকে গঙ্গা জলে ধোয়া উচিত আমাদের', ফের বেনজির আক্রমণে মদন

WB Panchayat Polls News Live: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 04 Jul 2023 11:20 PM

প্রেক্ষাপট

১। একের পর এক সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় (Panchayat Elections 2023 Live Updates) রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। চাপ বাড়িয়ে কমিশনকে (Election Commission) পাল্টা চিঠি তৃণমূলের (TMC)। আইন-এক্তিয়ার বহির্ভূত...More

Panchayat Election Live Updates : 'ভোটের রেজাল্ট বেরোনোর পর রাজ্যপালের বাড়িকে গঙ্গা জলে ধোয়া উচিত আমাদের', ফের বেনজির আক্রমণে মদন

রাজ্যপালকে ফের বেনজির আক্রমণে মদন-কল্যাণ। 'পিস হাউসের নামে রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন, নিজের বাড়িকে অপবিত্র করে তুলছেন'। 'ভোটের রেজাল্ট বেরোনোর পর রাজ্যপালের বাড়িকে গঙ্গা জলে ধোয়া উচিত আমাদের'। 'রাজ্যপাল ও কেন্দ্রীয় বাহিনী শেষ কথা বলবে না'। 'আগেরবারের স্লোগান ছিল খেলা শুরু, এবারের স্লোগান খেলা শেষ'। হুঙ্কার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। 'পঞ্চায়েত ভোটে বিজেপির বড় প্রচারক রাজ্যপাল সিভি আনন্দ বোস'। 'পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতো সংবিধান-ঘাতক একজনকেও পাবেন না'। লাগামহীন আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।