Panchayat Elections 2023 Live Updates: কোচবিহার থেকে কাকদ্বীপ, দিকে দিকে বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।
পঞ্চায়েত ভোটের আগে আরও একটি মৃত্যু দেখল বাংলা! এবার বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর। এ নিয়ে রাজ্যে গত ১৬ দিনে মৃত্যু হল ১০ জনের। মাড়গ্রাম থেকে দিনহাটা, এছাড়াও একাধিক জায়গায় চলল বোমাবাজি, উদ্ধার হল তাজা বোমা। রানিনগরে সংঘর্ষে জড়াল কংগ্রেস ও তৃণমূল।
একবারে একশোয় একশো! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের অন্তর্গত ফলতা বিধানসভা এলাকায় একটাও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রার্থীই দিতে পারল না বিরোধীরা। বজবজ এক নম্বর ব্লকের সব আসনেও একেবারে নিরঙ্কুশ জয় পেল শাসকদল। অন্যদিকে বিনা ভোটে জয়ের পর এবার শাসনে পঞ্চায়েতের বিজয় মিছিল বের করল তৃণমূল! এ নিয়ে শুরু হয়েছে তরজা।
কোচবিহার থেকে কাকদ্বীপ, দিকে দিকে বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোথাও বাড়ি লক্ষ্য করে গুলি-বোমাবাজির অভিযোগ, তো কোথাও মারধরের অভিযোগ। প্রতিটি ক্ষেত্রেই শাসক দল অভিযোগ অস্বীকার করেছে।
কর্মী-সমর্থকদের নিয়ে, তৃণমূল ছাড়লেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুর রহিমের নিজের ভাই।
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে এখনও কাটছে না জট। শনিবার রাতের মধ্যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী না এলে, অ্যাকশন নেওয়ার কথা বললেন রাজ্য নির্বাচন কমিশনার।
জোর কদমে পঞ্চায়েত ভোটের প্রচারে নামল বিজেপি। কল্যাণীতে শুভেন্দু অধিকারী, মায়াপুরে দিলীপ ঘোষ, কুলতলিতে সুকান্ত মজুমদার। শনিবার একইসঙ্গে তিন জেলায় তিন নেতার নির্বাচনী সভা।
কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি। মুর্শিদাবাদের রানিনগরে কংগ্রেস প্রার্থীকে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বেলডাঙ্গায় বোমা বাঁধতে দিয়ে বোমা ফেটে মৃত্যু ১ দুষ্কৃতীর।
দাঁতনে বিজেপির মহিলা প্রার্থীকে প্রকাশ্যে বাঁশপেটা করার অভিযোগ।
দেওয়াল লিখন কে কেন্দ্র করে তৃণমূল বিজেপি বচসা ধাক্কাধাক্কি গতকাল সন্ধ্যে বেলায়,জামুরিয়া দু'নম্বর ব্লক এর শ্যামলা এলাকায় ,দুপক্ষেরই পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের
জমে উঠেছে ভোটের লড়াই। মনোনয়ন পর্ব স্ক্রুটিনি এবং মনোনয়নপত্র প্রত্যাহার সমস্ত কাজ শেষ। শুরু হয়ে গেছে ভোটের প্রচারের কাজ। গ্রামবাংলায় ছোট ছোট মিছিল গ্রাম বৈঠক এবং বাড়ি বাড়ি যাওয়ার মধ্যে দিয়ে প্রচারের কাজ শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। তবে এর মধ্যে সকলের দৃষ্টি কেড়েছে গাজোল -১ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর বুথ। এই বুথে বোমকা গ্রামের দুই জা পঞ্চায়েতে লড়াইয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী। এই ঘটনা নিস্তরঙ্গ গ্রামে যথেষ্ট আলোড়ন তুলে দিয়েছে। এই বুথে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন শীলা মন্ডল। অপরদিকে বহু জন সমাজ পার্টির হয়ে লড়াইয়ে রয়েছেন জয়শ্রী মন্ডল। তবে ভোটের ময়দানে লড়াই হলেও পরিবারে তার লেশমাত্র নেই বলে জানিয়েছেন দুই গৃহবধূ।
পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ দিয়ে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার। সোমবার কোচবিহারের চান্দামারিতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
দলীয় প্রার্থীকে না মেনে নির্দল হয়ে দাঁড়ানোর শাস্তি। পঞ্চায়েত ভোটের মুখে ৫৬ জন নেতা-কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড একঝাঁক তৃণমূল নেতা। নদিয়ার ২১, দক্ষিণ দিনাজপুরের ১৭ ও মুর্শিদাবাদের ১০ জন সাসপেন্ড।
বীরভূমের সিউড়িতে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে সিউড়ি ১ নম্বর ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের কাখুড়িয়া গ্রামে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনী আসায় নিশ্চিন্তে ভোট দিতে পারব, আশা গ্রামবাসীদের।
দুর্গাপুরে পঞ্চায়েত সমিতির সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একযোগে অভিযোগ বাম প্রার্থীর। সিপিএম প্রার্থীর বাড়িতে ঢোকার রাস্তাও বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ।
দাঁতনে বিজেপির মহিলা প্রার্থীকে প্রকাশ্যে বাঁশপেটা করার অভিযোগ
বিজেপি প্রার্থী, তাঁর স্বামীকেও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সকালে বাজারে গেলে প্রথমে বিজেপি প্রার্থীর স্বামীর উপর হামলা
ঘটনাস্থলে গেলে প্রার্থী ও তাঁর ছেলেকেও বেধড়ক মারধরের অভিযোগ
ব্যক্তিগত শত্রুতা, যোগ নেই দলের, দাবি তৃণমূলের
পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ দিয়ে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার।
পঞ্চায়েত ভোটের আগেই ১৬ দিনে ১০ বলি
পঞ্চায়েত ভোটের মুখে মুর্শিদাবাদের রানিনগরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে বোমাবাজি। মুড়িমুড়কির মতো পড়ল বোমা। চলল ইটবৃষ্টি।
পঞ্চায়েত ভোটের আগে ফের বোমার বলি। এবার মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। মৃত্যু দুষ্কৃতীর। শুরু কংগ্রেস তৃণমূল চাপানউতোর।
প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট কর্মীদের বিক্ষোভ। পার্ক সার্কাসে পথে নেমে বিক্ষোভ বিক্ষোভ ভোট কর্মীদের।
কোচবিহারের দিনহাটায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার বোমা। দিনহাটার পুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী আসাদুল মিয়া। বোমা উদ্ধার হওয়াতে আতঙ্কিত কংগ্রেস প্রার্থী ও তাঁর পরিবার। ভয় দেখাতেই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে বোমা রাখা হয় বলে অনুমান
হাইকোর্টের চাপে ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে আপাতত ৩৩৭ কোম্পানি পেল কমিশন। জেলায় জেলায় রুটমার্চ। বাকি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজীবের।
জোর কদমে পঞ্চায়েত ভোটের প্রচারে নামল বিজেপি। কল্যাণীতে শুভেন্দু অধিকারী, মায়াপুরে দিলীপ ঘোষ, কুলতলিতে সুকান্ত মজুমদার। শনিবার একইসঙ্গে তিন জেলায় তিন নেতার নির্বাচনী সভা।
জোর কদমে পঞ্চায়েত ভোটের প্রচারে নামল বিজেপি। কল্যাণীতে শুভেন্দু অধিকারী, মায়াপুরে দিলীপ ঘোষ, কুলতলিতে সুকান্ত মজুমদার। শনিবার একইসঙ্গে তিন জেলায় তিন নেতার নির্বাচনী সভা।
বীরভূমের সিউড়িতে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী
যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ সম্পর্কে ফেসবুকে কুরুচিকর পোস্ট করার অভিযোগ, পূর্ব বর্ধমানের গলসিতে গ্রেফতার বিজেপি প্রার্থী। ধৃত সঞ্জয় হালদার গলসির আদড়াহাটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির টিকিটে লড়ছেন। বৃহস্পতিবার গলসিতে নির্বাচনী সভা করেন সায়নী। অভিযোগ, ওই দিনই ফেসবুকে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি প্রার্থী। গতকাল তাঁকে গ্রেফতার করে গলসি থানার পুলিশ। ধৃত বিজেপি প্রার্থীর ২৭ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূম থেকে বোমা উদ্ধার
মাড়গ্রাম থানার বাহিরগোড়া গ্রামে ২টি প্লাস্টিকের ড্রামভর্তি বোমা উদ্ধার
বোমা বাঁধার সময় ২ জন হাতেনাতে গ্রেফতার
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা
পঞ্চায়েত ভোটের মুখে ফের মুর্শিদাবাদের রানিনগরে বোমাবাজি
চাকরানপাড়ার পর গোধনপাড়ায় মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা
তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে চলল ইট ছোড়াছুড়ি
সংঘর্ষে ২ তৃণমূল কর্মীর মাথা ফেটেছে
পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ও কংগ্রেসের
খড়গপুর পৌঁছল ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতকাল রাতে ঝাড়গ্রাম থেকে বাসে করে খড়গপুর ১ নম্বর ব্লকে কলাইকুণ্ডা ফাঁড়িতে পৌঁছন ৫৫ জন সিআরপিএফ জওয়ান।
উত্তর ২৪ পরগনার ঘোলায় বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মুছে ফেলাকে করে উত্তেজনা। অভিযোগের তির তৃণমূলের দিকে। দেওয়ালের লেখা মুছে দেওয়ার ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী বিশ্বনাথ ধরের অভিযোগ, তাঁর নামে লেখা দেওয়ালে চুন লেপে দেয় তৃণমূলের দুষকৃতীরা। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী প্রবীর রাজবংশী। বিজেপির তরফে ঘোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
সমীরণদা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের নিরিখে, বাকি সব জেলাকে পিছনে ফেলল দক্ষিণ ২৪ পরগনা
মনোনয়নে রণক্ষেত্র ক্যানিং, রাজ্য় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাইকোর্টের
ভোটের আগেই ত্রিস্তর পঞ্চায়েতের ৯ হাজার ৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়! শীর্ষে তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনা। ৬ হাজার ৩৮৩-র মধ্যে বিনা যুদ্ধে জয় ১ হাজার ৭৬৭টিতে।
প্রেক্ষাপট
ভোটের আগেই ত্রিস্তর পঞ্চায়েতের (Panchayat Polls) ৯ হাজার ৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়! শীর্ষে তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনা। ৬ হাজার ৩৮৩-র মধ্যে বিনা যুদ্ধে জয় ১ হাজার ৭৬৭টিতে।
মনোনয়নে রণক্ষেত্র ক্যানিং। রাজ্য় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাইকোর্টের। ২০ হাজার ৫৮৫ জন কেন মনোনয়ন প্রত্যাহার করলেন? সোমবারের মধ্য়ে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ।
পঞ্চায়েত নির্বাচনে দফা বাড়ানোর দাবি শুভেন্দুর। ১০ দফায় ভোট হলেও হারবে, পাল্টা তৃণমূল।
রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। সব বুথে থাকবে সেন্ট্রাল ফোর্স? ৮২২ কোম্পানি চেয়ে রিক্যুইজিশন কমিশনের। এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানিতে সম্মতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।
নজরদারিতে কী পদক্ষেপ? এখনও স্পষ্ট নয় কমিশনের পরিকল্পনা। মন্তব্য প্রধান বিচারপতির। চাইলে আরও বাহিনীর জন্য আবেদনের অনুমতি। ২০১৩-র মডেল মানলে বাহিনী দেওয়া সম্ভব, জানাল কেন্দ্র।
পঞ্চায়েতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ। উলুবেড়িয়া ১-এর বিডিওর বিরুদ্ধে নির্বাচনী নথি বিকৃতির অভিযোগ। সোমবার পর্যন্ত সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -