Panchayat Elections 2023 Live Updates: এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের

WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।

ABP Ananda Last Updated: 28 Jun 2023 10:09 PM

প্রেক্ষাপট

কলকাতা : ২২ কোম্পানির পর এবার শীঘ্রই রাজ্যে আসছে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মুখে রাজ্য নির্বাচন কমিশনকে (WB Election Commission) চিঠি দিয়ে জানাল...More

Patashpur News: এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের

এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের। 'চোখের বদলা চোখ নয়, গ্রেফতার হোক দুষ্কৃতীরা। ভোট হোক শান্তিতে', আবেদন পটাশপুরে আক্রান্ত বিজেপি সমর্থকের। ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বিজেপি সমর্থক অলোক ভুঁইয়া। ফেটে গিয়েছে অপটিক্যাল গ্লোব, ডান চোখে আর দেখতে পারবেন না তিনি। জানালেন রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথঅয়ালমোলজির চিকিৎসকেরা।