Panchayat Elections 2023 Live Updates: এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের
WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।
এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের। 'চোখের বদলা চোখ নয়, গ্রেফতার হোক দুষ্কৃতীরা। ভোট হোক শান্তিতে', আবেদন পটাশপুরে আক্রান্ত বিজেপি সমর্থকের। ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বিজেপি সমর্থক অলোক ভুঁইয়া। ফেটে গিয়েছে অপটিক্যাল গ্লোব, ডান চোখে আর দেখতে পারবেন না তিনি। জানালেন রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথঅয়ালমোলজির চিকিৎসকেরা।
দিনহাটায় বিজেপির জেলা পরিষদ প্রার্থী গ্রেফতার। সালমারা থেকে গ্রেফতার বিজেপি প্রার্থী তরণীকান্ত বর্মন। 'পুরনো একটি মামলায় কোর্টের পরোয়ানা থাকায় গ্রেফতার', বিজেপি প্রার্থীর গ্রেফতারি নিয়ে এমনই দাবি পুলিশে সূত্রে। তৃণমূল থেকে দলবদলের পরেই বিজেপি প্রার্থী হন তরণী।
হারের ভয়ে চক্রান্ত করে গ্রেফতার, অভিযোগ বিজেপির ।
পঞ্চায়েত ভোটের মুখে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। পুলিশ সূত্রে দাবি, শুধুমাত্র এক সিপিএম প্রার্থীর বাড়িতে হানা দিয়েই ৩০টি তাজা বোমা, ৩টি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র এবং ৩৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অশান্তির সূত্রপাত, গতকাল দুপুরে। বটতলি থানা সূত্রে খবর, গতকাল দুপুরে তাঁদের কাছে ইনফরমেশন পৌঁছয়, জনৈক সইফুল মোল্লা আলা মোল্লা নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।
পঞ্চায়েত নির্বাচনে শ্বশুর-জামাইয়ের লড়াই। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ নম্বর ব্লকের নন্দকুমারপুর পঞ্চায়েতের ২৭৩ নম্বর বুথ। এই বুথে লড়াই শ্বশুর বনাম জামাইয়ের। তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাই শুষেনজিৎ মন্ডল। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন তাঁরই শ্বশুর পালান পাইক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি নস্যাৎ করে দিলেন তাঁরই দলের নেতা! যে সব বুথে তৃণমূল হারবে, সেই সব বুথে উন্নয়নের কোনও কাজ হবে না। এমনকি ওই সব বুথে উন্নয়নের জন্য পঞ্চায়েতে দরবার করেও কোনও লাভ হবে না। দলীয় সভা থেকে এভাবেই ভোটারদের হুমকি দিলেন বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান ও তৃণমূল নেতা নারায়ণ ভাণ্ডারী। গতকাল গোয়ালপাড়ার কসবা গ্রামে জেলা পরিষদের প্রার্থী রাখি সিংহর সমর্থনে তৃণমূলের পথসভা ছিল। সেখানে তৃণমূলের বিদায়ী উপপ্রধান বলেন, ১৫টির মধ্যে ৯টি আসনে ইতিমধ্যেই দল জিতে গিয়েছে। বাকি ৬টি আসনে ভোট হবে। সেই ৬টি বুথে তৃণমূল হারলে, ওই সব এলাকায় উন্নয়নের কোনও কাজ হবে না।
পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দোরগড়ায় বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। 'নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার স্ট্রং রুমে যাওয়ার পথে বদলে দেওয়া হবে। বাংলায় এক সাংঘাতিক কারচুপির খেলা খেলতে চাইছে তৃণমূল।' বিস্ফোরক দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অধীর চৌধুরী জানেন, জেলাভিত্তিক কংগ্রেসের প্রার্থীর সংখ্যাটা দেখেছেন ? লোক নেই প্রার্থী দিতে পারেনি। গোহারা হারবে অর্ধেক জায়গায়। তো আজকে অধীরবাবু যে অভিযোগ করছেন, বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের নির্বাচন কমিশন, সিপিএম এর সঙ্গে জোট, আইএসএফের সঙ্গে জোট, আট দফায় নির্বাচন , এত সব করেও তো শূন্য পেয়েছিলেন। তারপর এই সব কথা বলতে লজ্জা করছে না।'
পঞ্চায়েত ভোটের মুখে ফের 'বিদ্রোহী' ভরতপুরের তৃণমূল বিধায়ক। অভিষেকের হুঁশিয়ারির পরেও নির্দলদের সমর্থনে অনড় হুমায়ুন কবীর।
'নির্দলদের সমর্থন করছি, তার প্রমাণ দেখাতে হবে। প্রমাণ ছাড়া কী করে ব্যবস্থা নেবে?', কার্যত দলকে চ্যালেঞ্জ ছুড়ে ভরতপুরের তৃণমূল বিধায়কের হুঙ্কার।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও টানাপোড়েন, সন্ত্রাস-বিধ্বস্ত কোচবিহার! দিনহাটার নাজিরহাটে আক্রান্ত বিজেপি প্রার্থীর স্বামী, বাড়িতে ঢুকে মার!
বাড়িতে ঢুকে বিজেপি প্রার্থীর স্বামীকে মার, দিনহাটা হাসপাতালে ভর্তি।
ক্যানিংয়ে অশান্তির মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ চ্যালেঞ্জ। নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য।
দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ চ্যালেঞ্জ। ২০ জুন ক্যানিংয়ের এসডিপিও, আইসির বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেন বিচারপতি মান্থা। সেই নির্দেশ চ্যালেঞ্জ রাজ্য সরকারের।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে এবার বাংলাদেশ-যোগের অভিযোগ! গীতালদহে নিহত তৃণমূলকর্মী আন্তর্জাতিক অপরাধী, বিস্ফোরক দাবি নিশীথের।
'সীমান্ত এলাকায় অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন নিহত বাবু হক। ভারত-বাংলাদেশ, ২ দেশেরই পরিচয়পত্র ছিল বাবুর', নিহত তৃণমূকর্মীর পরিচয় নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
'লোকসভায় ৩৬ আসন বিজেপি পেলে, ৩ মাসে তৃণমূল সরকার পড়বে', পটাশপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে নতুন হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
'লোকসভায় বিজেপির ৩৬ আসন, ৩ মাসের মধ্যে চোরেদের সরকারের বিদায়। লোকসভা ভোটে রাজ্যে বিজেপির আসন ১৮ থেকে ৩৬ করব। মমতার পাশে মানুষ নেই, পঞ্চায়েতকে চোরমুক্ত করাই অঙ্গীকার', পটাশপুরের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঙ্কার।
নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার বুথ থেকে স্ট্রং রুমে যাওয়ার পথে বদলে দেওয়া হবে। বাংলায় এক সাংঘাতিক কারচুপির খেলা খেলতে চলেছে তৃণমূল। বিস্ফোরক দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
বিরাম নেই সন্ত্রাসে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের কোচবিহারে 'গুলি'! দিনহাটার পর এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি। তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বাইকে আগুন, গুলিও চলার অভিযোগ।
'পঞ্চায়েত ভোটের নামে গুন্ডামি হচ্ছে। পুলিশ-প্রশাসনকে একাংশকে ব্যবহার করে মনোনয়ন প্রত্যাহার, বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। হামলার শিকার হচ্ছে বাম নেতা-কর্মীরা', অভিযোগ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।
ভোটের বাকি ১০দিন, এখনও বকেয়া কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুধুই টানাপোড়েন। 'শুধু কোর্ট আশ্বস্ত হলে হবে না, মানুষ যাতে ভরসা পাবে এমন কিছু করুন। কিছু করুন, যাতে মানুষ ভরসা পায়', জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। বারবার হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু এমন পরিস্থিতি, হস্তক্ষেপ করতেই হচ্ছে। আমরা বিরক্ত, ছোটখাটো সব হিসেব করার জন্য আমরা বসে নেই', কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশন-কেন্দ্র সংঘাতের আবহে মন্তব্য ক্ষুব্ধ হাইকোর্টের।
কোথায় কোন বাহিনীর কত জওয়ান, কমিশনকে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। ১১ জেলায় পাঠানো হচ্ছে সিআরপিএফ, ৬ জেলায় আসছে সিআইএসএফ, ৯ জেলায় আসছে বিএসএফ। দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও নদিয়ায় সিআরপিএফ পাঠাচ্ছে কেন্দ্র। কমিশনকে চিঠি দিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। ৩১৫ কোম্পানির ফোর্স মোতায়েনের পরিকল্পনা জানাল কেন্দ্র।
মক্কা থেকে মনোনয়ন মিনাখাঁর তৃণমূল প্রার্থীর। 'জালিয়াতি করেই বিদেশ থেকে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজির', আদালতে জানাতে চলেছে নির্বাচন কমিশন, বলছে সূত্র। ৪ জুন হজে গেলে ১০ জুন ডিক্লারেশনে কীভাবে সই করলেন মোহারুদ্দিন? জালিয়াতি করেই মনোনয়ন জমা দিয়েছেন মোহারুদ্দিন, মত কমিশনের।
আদ্রায় শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে খুনে মাস্টারমাইন্ড গ্রেফতার। ধৃতের নাম আরজু মালিক, বিহারের জামুইয়ের বাসিন্দা।
ধৃতের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে খুনে রাজনীতির যোগ মেলেনি, দাবি পুলিশের। রেল সিন্ডিকেটের তোলা আদায় নিয়ে বিবাদের জেরে খুন, অনুমান পুলিশের।
ক্যানিংয়ে অশান্তির মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ। নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য। দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ চ্যালেঞ্জ। ২০ জুন ক্যানিংয়ের এসডিপিও, আইসির বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেন বিচারপতি মান্থা। সেই নির্দেশ চ্যালেঞ্জ রাজ্যের, বুধবার মামলার শুনান।
পটাশপুরের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। 'মানুষ এখন আর তৃণমূলের সঙ্গে নেই'। 'দলদাসে পরিণত হয়েছে পুলিশ।'
সকালে গুলিতে খুন তৃণমূল কর্মী, রাতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর ভাই ! ফের অশান্ত কোচবিহারের গীতালদহ । বিয়েবাড়ি থেকে ফেরার পথে বিজেপি প্রার্থীর ভাইকে লক্ষ্য করে গুলি । আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে, অভিযোগ তৃণমূলের। শাসকদলের অন্তর্দ্বন্দ্বেই হামলা, পাল্টা বিজেপি।
কোথায় কোন বাহিনীর কত জওয়ান, কমিশনকে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক । ১১ জেলায় পাঠানো হচ্ছে সিআরপিএফ, ৬ জেলায় আসছে সিআইএসএফ, ৯ জেলায় আসছে বিএসএফ। দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও নদিয়ায় সিআরপিএফ পাঠাচ্ছে কেন্দ্র। কমিশনকে চিঠি দিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।
তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, আর সেই ঘটনার সূত্র ধরে পুলিশি তল্লাশিতে সিপিএম প্রার্থীর বাড়ি ও তার লাগোয়া এলাকা থেকে উদ্ধার হল কার্তুজ আর বোমা। ঘটনাকে ঘিরে রাজনীতির পারদ চড়ছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। গতকাল দুপুরে পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকায় ৪৪ নম্বর বুথের তৃণমূল সহ সভাপতি আলাউদ্দিন মোল্লাকে লক্ষ্য করে দুষকৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। বিপদ আঁচ করে মাটিতে বসে যান তৃণমূলের বুথ সহ সভাপতি। পুলিশ সূত্রে দাবি, পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের ৪৪ নম্বর বুথের সিপিএম প্রার্থী ইসলাম মোল্লা ঘটনার পর থেকেই পলাতক। পুলিশের দাবি, ওই সিপিএম প্রার্থীর বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক কার্তুজ ও তাঁর বাড়ির পাশ থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, গুলি চালাতে গিয়ে, হাতে সেই গুলি ছিটকে জখম হন সইফুদ্দিন মোল্লা নামের এক দুষ্কৃতী। গোসাবা হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় সইফুদ্দিন মোল্লা-সহ ৬ জন দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। পঞ্চায়েত ও এলাকা দখলের জন্য তাঁকে প্রাণে মারতে চাইছে বাম আশ্রিত দুষকৃতীরা। এমনই অভিযোগ করেছেন তৃণমূলের বুথ সহ সভাপতি। এই ঘটনায় সিপিএমের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
'কেন্দ্রীয় বাহিনী আসবে, দু'দিন পর চলে যাবে, তারপর কিন্তু আমরাই থাকব।' এবার হুঁশিয়ারির সুর বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের গলায়। 'জানি কারা ষড়যন্ত্র করছে, কারা আমাদের ভিতরে থেকে দলকে হারানোর চেষ্টা করছে, সেটাও জানি।' 'আমরা সবার উপর নজর রাখছি।' প্রান্তিকে দলীয় কর্মিসভায় হুঁশিয়ারি কাজল শেখের।
মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে ফের প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। 'এটা আসল চোট না রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না'। 'প্রত্যেকবার আমরা দেখেছি নির্বাচন এলেই চোট লেগে যায়'। 'সেনাকে দিনরাত গালিগালাজ করেন, সেই সেনার হেলিপ্যাডেই নামতে হল।' খোঁচা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
যাঁরা দলের জন্য় কাজ করেছেন। যাঁরা দল করতে গিয়ে জেলে গেছেন। তাঁরা পঞ্চায়েতে টিকিট পেলেন না। তৃণমূলে বিদ্রোহের আবহেই এবার পঞ্চায়েতের টিকিট বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করলেন মেমারির তৃণমূল বিধায়ক মধূসুদন ভট্টাচার্য। যা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
পঞ্চায়েত ভোটের মুখে সন্ত্রাস চলছেই, কবে মোতায়েন হবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ? ২২ কোম্পানির পর আরও ৩১৫ কোম্পানির নিশ্চয়তা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কবে আসবে ? কমিশনকে এখনও কিছু জানায়নি কেন্দ্র: সূত্র। প্রয়োজনীয় বাহিনী না পেলে ভোটের দফা কি বাড়াবে কমিশন ? আজ হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ফের মামলার শুনানি।
ঝাড়গ্রামের টুঙ্গাধোয়া গ্রামে বিজেপি প্রার্থীকে সপাটে চড় সাঁকরাইল থানার ওসি-র। ভাইরাল ভিডিও ট্যুইট করে তৃণমূল ও পুলিশ আক্রমণ শানিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও পুলিশের দাবি, গন্ডগোলের খবর পেয়ে গ্রামে গেলে ওই বিজেপি প্রার্থীই ওসি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।
পঞ্চায়েত ভোটের প্রচার পর্বেও সন্ত্রাসের অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জে মেরে ফাটিয়ে দেওয়া হল সিপিএম প্রার্থীর মাথা। অন্যদিকে, মনোনয়ন তুলে না নেওয়ায়, আদিবাসী মহিলা প্রার্থীকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে বীরভূমে! দুটি ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
মঙ্গলবার ফের একগুচ্ছ অভিযোগ এবং দাবিদাওয়া নিয়ে, রাজ্য় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রাজ্য় নির্বাচন কমিশনার রাজীব সিন্হার ভূমিকা নিয়েও শানালেন কড়া আক্রমণ। এনিয়ে তাঁকে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল।
পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম সন্ত্রাস অব্যাহত। নির্বাচনী প্রচার চলাকালীন দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায়
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে সিপিএম কর্মীকে গুলি করার অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, এটা পারিবারিক বিবাদ, রাজনীতির সম্পর্ক নেই।
প্রেক্ষাপট
কলকাতা : ২২ কোম্পানির পর এবার শীঘ্রই রাজ্যে আসছে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মুখে রাজ্য নির্বাচন কমিশনকে (WB Election Commission) চিঠি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। তবে বকেয়া ৪৮৫ কোম্পানি নিয়ে এখনও রাজ্য নির্বাচন কমিশনকে কিছু জানায়নি অমিত শাহর (Amit Shah) মন্ত্রক। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
পঞ্চায়েত ভোটের প্রচার পর্বেও সন্ত্রাসের অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জে মেরে ফাটিয়ে দেওয়া হল সিপিএম প্রার্থীর মাথা। অন্যদিকে, মনোনয়ন তুলে না নেওয়ায়, আদিবাসী মহিলা প্রার্থীকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে বীরভূমে! দুটি ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম সন্ত্রাস অব্যাহত। নির্বাচনী প্রচার চলাকালীন দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে সিপিএম কর্মীকে গুলি করার অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, এটা পারিবারিক বিবাদ, রাজনীতির সম্পর্ক নেই।
তৃণমূলের টিকিট না মেলায় বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিদায়ী প্রধান। কয়েকমাস আগে দক্ষিণ ২৪ পরগনার নেতড়া গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রধানকে সরিয়ে নন্দিতা ঘোষকে প্রধান করে তৃণমূল। সেই তিনিই বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
ডায়মন্ড হারবারে দুই বাম প্রার্থীকে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ। রাজ্য নির্বাচন কমিশনকে স্বাধীন দল গঠন করে তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বোলসিদ্ধি কালীনগর পঞ্চায়েতে ১৩ টি আসনের মধ্যে ১২ টিতে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -