Panchayat Elections 2023 Live Updates: রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই সন্ত্রাসের বলি আরও ১,চোপড়ায় গুলিবদ্ধ সিপিএম কর্মীর মৃত্যু

WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।

ABP Ananda Last Updated: 21 Jun 2023 08:41 PM

প্রেক্ষাপট

১। সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেয়ে নতুন কৌশল রাজ্য নির্বাচন কমিশনের (WB Election Commission) ! সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের নির্দেশ আদালতের (Central Forces)। তাও জেলাপিছু মাত্র ১ কোম্পানি...More

Malda Panchayat Election: মালদায় রক্তক্ষরণ অব্যাহত

মনোনয়ন পর্ব শেষে হলেও মালদায় তৃণমূলে রক্তক্ষরণ অব্যাহত। কংগ্রেসে যোগ দিলেন জেলা পরিষদের সদস্যা মমতাজ বেগম, তাঁর স্বামী তৃণমূল নেতা আমিনুল হক, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র-সহ প্রায় ২০০ জন নেতা, কর্মী। টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে তৃণমূল। দুর্নীতিতে ভরে গিয়েছে দল, তাই কংগ্রেসে যোগদান, দাবি তৃণমূলত্যাগী নেতা, কর্মীদের। দল থেকে সমস্ত সুযোগ-সুবিধা নিয়েও টিকিট না পেয়ে অন্য দলে গিয়েছেন, এতে আমাদের কোনও ক্ষতি হবে না, প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সীর।