Panchayat Elections 2023 Live Updates: রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই সন্ত্রাসের বলি আরও ১,চোপড়ায় গুলিবদ্ধ সিপিএম কর্মীর মৃত্যু
WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।
মনোনয়ন পর্ব শেষে হলেও মালদায় তৃণমূলে রক্তক্ষরণ অব্যাহত। কংগ্রেসে যোগ দিলেন জেলা পরিষদের সদস্যা মমতাজ বেগম, তাঁর স্বামী তৃণমূল নেতা আমিনুল হক, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র-সহ প্রায় ২০০ জন নেতা, কর্মী। টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে তৃণমূল। দুর্নীতিতে ভরে গিয়েছে দল, তাই কংগ্রেসে যোগদান, দাবি তৃণমূলত্যাগী নেতা, কর্মীদের। দল থেকে সমস্ত সুযোগ-সুবিধা নিয়েও টিকিট না পেয়ে অন্য দলে গিয়েছেন, এতে আমাদের কোনও ক্ষতি হবে না, প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সীর।
ভোটের আগে অব্যাহত অশান্তি, ময়ূরেশ্বরে আক্রান্ত কংগ্রেস। দুই কংগ্রেস প্রার্থীর আত্মীয়কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত ২ কংগ্রেস কর্মী ভর্তি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি।
দলের নির্দল প্রার্থীদের সমর্থনে মিছিল করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যে কোনও মূল্য নির্দলদের জিতিয়ে আনার চ্যালেঞ্জ নিলেন প্রকাশ্যে।
তৃণমূলে 'মনোকষ্টে' মনোরঞ্জন, বিস্ফোরক বলাগড়ের বিধায়ক। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মনোরঞ্জন ব্যাপারী।
উলুবেড়িয়ার ২ সিপিএম প্রার্থীর মনোনয়ন বিকৃত করার অভিযোগ।
২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের নির্দেশ আদালতের।
সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েও মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! হাইকোর্টে খাটল না কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের কৌশল!
''কোর্টের নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছেড়ে দিন কমিশনার। না পারলে পদ ছাড়ুন, নতুন কমিশনার নিয়োগ করবেন রাজ্যপাল।'' রাজ্য নির্বাচন কমিশনারকে চূড়ান্ত ভর্ৎসনা করে মন্তব্য প্রধান বিচারপতির।
পঞ্চায়েত ভোটেও এবার সিবিআই তদন্ত। নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ। পঞ্চায়েত ভোটেও সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের
সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার।
মনোনয়ন জমা ও প্রতীক দেওয়ার পরেও নাম নেই প্রার্থীদের, হাইকোর্টের দ্বারস্থ সিপিএম।
'যদি একটা পঞ্চায়েত নির্বাচনে এত রক্তপাত, হিংসা, সংঘর্ষ হয় তাহলে এই নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত। এটা রাজ্যের পক্ষে লজ্জার', ভোটে লাগাতার হিংসার আবহে কড়া পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিন্হার।
২৩ ঘণ্টা পার, বড়ঞায় বিডিও অফিসে ধর্নায় অধীর। দলীয় নেতা-কর্মীদের উপর হামলা, গতকাল দুপুর থেকে ধর্নায়।
হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কংগ্রেসের। মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসেই আক্রান্ত কংগ্রেস! প্রতীক জমা দিতে গিয়ে পুলিশের সামনেই হামলা! পুলিশের সামনেই হামলা, মাথা ফাটল কংগ্রেস কর্মীর। বড়ঞায় আক্রান্ত কংগ্রেস, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
কোচবিহারের ভেটাগুড়িতে উলটপুরাণ। সন্ত্রাসের অভিযোগে পথে শাসক দল! বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার বিজেপির।
মনোনয়ন পর্ব শেষে হলেও মালদায় তৃণমূলে রক্তক্ষরণ অব্যাহত। কংগ্রেসে যোগ দিলেন জেলা পরিষদের সদস্যা মমতাজ বেগম, তাঁর স্বামী তৃণমূল নেতা আমিনুল হক, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র-সহ প্রায় ২০০ জন নেতা, কর্মী। টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে তৃণমূল। দুর্নীতিতে ভরে গিয়েছে দল, তাই কংগ্রেসে যোগদান, দাবি তৃণমূলত্যাগী নেতা, কর্মীদের। দল থেকে সমস্ত সুযোগ-সুবিধা নিয়েও টিকিট না পেয়ে অন্য দলে গিয়েছেন, এতে আমাদের কোনও ক্ষতি হবে না, প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সীর।
বিরোধী শূন্য পঞ্চায়েতের ডাক উদয়ন গুহর। বিরোধী শূন্য ব্লক চাই, ফেসবুকে লিখলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। দিনহাটা ২ নম্বর ব্লকে ১২টি পঞ্চায়েতকেই বিরোধী শূন্য করার ডাক। ১২টির মধ্যে ৪টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। বাকি ৮টি পঞ্চায়েতও বিরোধী শূন্য চান উদয়ন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। 'নাতি পরীক্ষা দিলে আমি তো ভাল রেজাল্টই চাইব'
বিতর্কের মুখে সাফাই উদয়ন গুহর।
প্রকাশ্যে ক্ষমা চাইয়ে, অন্যায় স্বীকার করিয়ে, বাম ও আইএসএফ থেকে বেশ কিছু কর্মী, সমর্থককে তৃণমূলে যোগদান করানো হল। রীতিমতো সালিশি সভা বসিয়ে দলবদল করালেন তৃণমূলের অঞ্চল সভাপতি। গতকাল এই ঘটনাটি ঘটে বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
দলীয় নেতা-কর্মীদের উপর হামলা, রাতভর বিডিও অফিসে ধর্নায় অধীর চৌধুরী। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কংগ্রেসের।
আজ দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা। মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসেই আক্রান্ত কংগ্রেস! প্রতীক জমা দিতে গিয়ে পুলিশের সামনেই হামলা!পুলিশের সামনেই হামলা, মাথা ফাটল কংগ্রেস কর্মীর। বড়ঞায় আক্রান্ত কংগ্রেস, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
এবার দলের নির্দল প্রার্থীদের সমর্থনে মিছিল করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যে কোনও মূল্য নির্দলদের জিতিয়ে আনার চ্যালেঞ্জ নিলেন প্রকাশ্যে।
দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে তৃণমূলের টিকিট-বিবাদ প্রকাশ্যে। বিধায়ক রেখা রায়ের স্বামী ও তৃণমূল নেতা নকুল রায়কে কলার ধরে শাসালেন মহিলা তৃণমূল কর্মী। তৃণমূল নেতার জামাও ছিঁড়ে দেওয়া হয়। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। টিকিট না পেয়েও এবার মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল কর্মী নার্গিস বেগম। তাঁর অভিযোগ, টাকা নিয়ে অযোগ্যদের টিকিট দিয়েছেন কুশমণ্ডির বিধায়ক। গতকাল কয়েকজনকে নিয়ে বিধায়কের স্বামীর ওপর চড়াও হন মহিলা তৃণমূল কর্মী। যদিও তাঁর দাবি, বিধায়কের স্বামীই প্রথমে ধাক্কা দেন ও কটূক্তি করেন। পরে কুশমণ্ডি থানার পুলিশের সাহায্যে কোনওক্রমে রক্ষা পান তৃণমূল বিধায়কের স্বামী।বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
সাতসকালে দেগঙ্গায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। মুুড়ি-মুড়কির মতো পড়ল বোমা। তৃণমূলের দুষ্কৃতীরা বোমা ছুড়েছে, অভিযোগ আইএসএফের। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
রাতে দল ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপি প্রার্থীর। সকাল থেকে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে নিজেই সাঁটলেন পোস্টার। পঞ্চায়েত ভোটের মুখে দলবদলের এই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের আটের এক গ্রাম পঞ্চায়েতে। বিজেপি প্রার্থী দেবাশিস ভুঁইয়ার দাবি, ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে বিজেপি। তাই তৃণমূলে যোগদান। ভয় দেখিয়ে তৃণমূল যোগদান করাচ্ছে, দাবি বিজেপি শিবিরের।
পঞ্চায়েত-হিংসার বলি আরও এক। উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন-সন্ত্রাসে গুলিবিদ্ধ সিপিএম কর্মীর মৃত্যু হল শিলিগুড়ির একটি নার্সিংহোমে। ২৩ বছরের মনসুর আলম বাম-কংগ্রেসের মনোনয়ন-মিছিলে গুলিবিদ্ধ হন। তাঁর মাথায় গুলি লাগে। ১৫ জুন থেকেই ভর্তি ছিলেন নার্সিংহোমে। আজ ভোররাতে মৃত্যু হয় সিপিএম কর্মীর। এই নিয়ে পঞ্চায়েত ভোটের আগে ১৫ দিনে প্রাণ গেল ৮ জনের।
রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই সন্ত্রাসের বলি আরও ১। ১৫ দিনে প্রাণ গেল ৮ জনের। উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন-সন্ত্রাসে গুলিবিদ্ধ সিপিএম কর্মীর মৃত্যু। ১৫ জুন ২৩ বছরের মনসুর আলম বাম-কংগ্রেসের মনোনয়ন-মিছিলে গুলিবিদ্ধ হন। ১৫ জুন থেকেই ভর্তি ছিলেন নার্সিংহোমে, আজ ভোররাতে মৃত্যু।
ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির ১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ৩০ আসনের মধ্যে ১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী।
কমিশনের নির্দেশে বাম, আইএসএফ প্রার্থীদের একাধিক মনোনয়ন বাতিল। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে বাতিল।
আদালতের দ্বারস্থ হচ্ছেন নৌশাদ সিদ্দিকি।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টিতেই বিনা যুদ্ধে জয়ী হয়েছে তৃণমূল। এর মধ্যে সন্দেশখালি ১ নম্বর ব্লকের ৫টি ও ২ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে শাসকদল। মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েতও ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের উপর বীতশ্রদ্ধ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী? ভোটের আগে দলীয় পদ ছাড়ার ঘোষণা বিধায়কের। বললেন, 'বিধায়ক পদ ছাড়ারও ইচ্ছে ছিল। কিন্তু আগের চাকরির পেনশন ও গ্র্যাচুইটি পাই না, তাই ছাড়তে পারছি না। বিধায়ক পদ ছাড়লে খাব কী? পেনশন পেতে শুরু করলে বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াব। এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়'। ফেসবুক পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে ব্লক সভাপতির সঙ্গে সংঘাত বিধায়কের।
মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসের সামনে রাতভর অবস্থানে অধীর চৌধুরী। পুলিশের সামনেই নেতা, কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে গতকাল দুপুর সাড়ে ৩টে নাগাদ বিডিও অফিসে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। আহত নেতা, কর্মীদের সঙ্গে নিয়েই মাটিতে বসেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তিনি। এই প্রবল গরমে প্রশাসনের তরফে পাখা, এমনকি পানীয় জলটুকুরও ব্য়বস্থা করা হয়নি বলে অধীর চৌধুরীর অভিযোগ। গতকাল বড়ঞা বিডিও অফিসে প্রতীক জমা দিতে যায় কংগ্রেসের মহকুমা ও ব্লক নেতৃত্ব। অভিযোগ, গাড়ি থেকে নামতেই তাঁদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। পুলিশের সামনেই চলে মারধর।
মনোনয়ন প্রত্যাহারের জন্য জেলায় জেলায় বিরোধীদের হুমকি, মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটায় সিপিএম প্রার্থীকে বেধড়ক মারধর। মুর্শিদাবাদের কাপাসডাঙায় কংগ্রেস প্রার্থীর বাড়িতে দেওয়া হল হুমকি পোস্টার। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় সিপিএম প্রার্থীর বাড়িতে ভাঙচুর। সবকটি ক্ষেত্রে কাঠগড়ায় তৃণমূল। যদিও হামলা যোগ অস্বীকার করেছে শাসকদল।
সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে নতুন কৌশল রাজ্য নির্বাচন কমিশনের! সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের নির্দেশ আদালতের। তাও জেলাপিছু মাত্র ১ কোম্পানি বাহিনী চাইল কমিশন!
প্রেক্ষাপট
১। সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেয়ে নতুন কৌশল রাজ্য নির্বাচন কমিশনের (WB Election Commission) ! সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের নির্দেশ আদালতের (Central Forces)। তাও জেলাপিছু মাত্র ১ কোম্পানি বাহিনী চাইল কমিশন!
২। বাইশ জেলায় মাত্র মাত্র বাইশশো জওয়ানে কীভাবে বুথ রক্ষা? শাসকের অংগুলিহেলনে প্রহসন কমিশনের, আক্রমণে বিরোধীরা। রাষ্ট্রসঙ্ঘের বাহিনী এলেও জিতব, পাল্টা তৃণমূল (TMC)।
৩। ২০১৩-য় এক জেলায় যা বাহিনী, ২০২৩-এ গোটা রাজ্যে তার চেয়েও কম বাহিনী চায় কমিশন (Panchayat Elections 2023 Live Updates)।
৪। মনোনয়নের শুরু থেকে প্রত্যাহারের শেষ দিনেও অশান্তি। ভোট মানেই হিংসার লাইসেন্স নয়, অবাধ ও সুষঠু নির্বাচন হচ্ছে কোথায়? রাজ্য় ও কমিশনের উদ্দেশে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের।
৫। জয়নগরের পর কাঁথি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও সাদা থান-সন্ত্রাস! দিনহাটা, ভাঙড়, রহড়ায় আক্রান্ত সিপিএম। মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীর বাড়িতে হুমকি পোস্টার।
৬। দিকে দিকে সন্ত্রাস। হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ। ভাঙড়-কাশীপুর-বসিরহাটে মনোনয়নের ব্যবস্থা করতে ব্যর্থ পুলিশ, পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। ১০ দিনে রাজ্যের জবাব তলব।
৭। কেষ্টহীন বীরভূমে ভোটের আগেই ৫ পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের। প্রার্থী দিয়েও প্রত্যাহার বিরোধীদের। নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি জয় জোড়াফুলের।
৮। দুটি আসনে নির্দল প্রার্থী দিয়েও প্রত্যাহার। ভোটের আগেই চোপড়ায় ৮টি গ্রাম পঞ্চায়েতের ২১৭ আসনে জয় তৃণমূলের। পঞ্চায়েত সমিতির ২৪ আসনেও বিনাপ্রতিদ্বিতায় জয়ী শাসক শিবির।
প্রার্থী নিয়ে সংঘাত। জেলা সভানেত্রীকে না সরালে দলেরই পার্টি অফিস ঘেরাওয়ের হুমকি হুমায়ুনের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -