কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023)আগে বেনজির দৃশ্য বাংলায়। নির্বাচন কমিশনের দফতরে চরম উত্তেজনা। বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সেখানে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, বাসে চেপে বিভিন্ন এলাকা থেকে এসে হাজির হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতায় কমিশনের দফতরে এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি। কমিশনের দফতরে বিজেপি নেতা-কর্মীরা যাতে ঢুকতে পারে, দড়ি খুলে ব্যারিকেড সরিয়ে দিলেন খোন শুভেন্দু (WB Election Commission)।


বুধবার বিকেলে কলকাতায় কমিশনের দফতরে ভিড় করে বিজেপি। প্রথমে সেখানে পৌঁছন শুভেন্দু। দিকে দিকে অশান্তি, মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে ভিতরে কথা বলতে ঢোকেন তিনি। কিছু ক্ষণ পর বেরিয়ে এসে ক্ষোভ উগরে দেন। রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের 'পোষ্য' বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, কমনিশন তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে বলে অভিযোগ করেন। ১৪৪ ধারা সত্ত্বেও রোজ রক্ত ঝরছে বলে অভিযোগ করেন শুভেন্দু।


এর পরই জানা যায়, ন্যাজাট থেকে বিজেপি নেতা-কর্মীদের বাসে তুলে কলকাতা অভিমুখে রওনা দিয়েছেন সুকান্ত। যাঁরা মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের কমিশনের দফতরে অবস্থান বিক্ষোভ হবে বলে জানান। এর পর ক্রমশ ভিড় বাড়তে থাকে কমিশনের দফতরে। শুভেন্দুব অভিযোগ করেন, রাজ্যের শাসকদল, কমিশন এবং পুলিশ মিলে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। ২০ হাজর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলকে জিতিয়ে দেওয়াই এদের লক্ষ্য। 


আরও পড়ুন: Suvendu Adhikari: সিভিক ভলান্টিয়ারদের গায়ে পুলিশের উর্দি, আদালতের নির্দেশ সত্ত্বেও পক্ষপাতিত্ব কমিশনের, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর


যত সময় এগোতে থাকে বাড়তে থাকে উত্তেজনা। কমিশনের দফতর ঘিরে 'জয় শ্রী রাম' ধ্বনি শোনা যায়। রাজ্য পুলিশের উদ্দেশে 'হায় হায়' ধ্বনি দেওয়া হয়। শুভেন্দুর দাবি, আদালত স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছে। কিন্তু স্পর্শকাতর এলাকা বলে কিছু রয়েছে, তা মানতেই চাইছে না কমিশন। হাইকোর্ট অভিযোগ জমা নেওয়ার ব্যবস্থা করতে বললেও, কমিশনে তেমন কিছু নেই বলে দাবি করেন। 


শুভেন্দুর দাবি, যাঁর মনোনয়ন জমা দিতে পারেননি, কমিশনের দফতরেই মনোনয়নপত্র জমা নিতে হবে। বৃহস্পতিবার থেকে হাজার হাজার মানুষের ভিড় জমবে বলে জানান। মমতা সরকারের নির্দেশে রাজ্যে 'জঙ্গলরাজ' চলছে বলেও অভিযোগ তোলেন তিনি। 'নো ভোট টু মমতা' সুর বেঁধে দেন কমিশনের দফতরেই। মমতাকে ভোট লুঠ করতে দেবেন না বলেও জানান শুভেন্দু।