বিটন চক্রবর্তী, ময়না: বোমার শব্দ পুরোপুরি থামল না ভোটগণনার (Panchayat Elections Result 2023) দিনও। এদিন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ময়নার (Moyna) বাকচায় ভোটগণনার (Vote Counting) সময় বোমা ফেটে গুরুতর জখম হন ১ জন। বিস্ফোরণে হাত ওড়ে এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। 


যা জানা গেল...
ভোট ও পুনর্নির্বাচন, দুই দিনই ওই এলাকা থেকে বোমার শব্দ শোনা যায়। আজ গণনার দিনও সেই ধারায় ছেদ পড়েনি। এদিন বোমা ফেটে এক ব্যক্তির কব্জির কাছ থেকে হাতটাই উড়ে যায়। জখমের স্ত্রী জানিয়েছেন, বাড়ি থেকে অদূরেই তিন বালতি বোমা রেখে যাওয়া হয়েছিল। তবে তাঁরা জানতেন না, কী রয়েছে বালতিতে। ওই ব্যক্তি বিষয়টি দেখতে গিয়েই জখম হন।  এবারের পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই টানা বোমা, গুলির ঘটনা উঠে গিয়েছে সংবাদমাধ্যমের শিরোনামে। 

পর পর প্রাণহানি...
হিসেব বলছে, স্রেফ ভোটের দিনেই বিভিন্ন জেলায় খুন হন ১৬ জন! সাধারণ ভোটার থেকে রাজনৈতিক দলের কর্মী - কাউকে ছাড়েনি ভোট সন্ত্রাস! এই ১৬ জনের মধ্যে ৫ জন মুর্শিদাবাদের বাসিন্দা। ভোটের আগের দিন, রাত থেকে নির্বাচনের দিন পর্যন্ত ৫ জনের প্রাণ গিয়েছে। আর ভোটের দিন সকালের দিকে কদম্বগাছির ঘটনার পর পরই খবর আসে, মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন হয়।  কংগ্রেস কর্মী খুনে অভিযুক্তর দেহ উদ্ধার হয় এদিন। ধাতস্থ হয়ে ওঠার আগেই রাজ্যবাসী জানতে পারেন মালদার মানিকচকে বোমার আঘাতে প্রাণ গিয়েছে এক তৃণমূল কর্মীর। কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে বোমাবাজি শুরু হয় ভোটের দিন সকালে, তাতেই প্রাণ হারান তিনি। রক্তাক্ত হয় কোচবিহারও। সেখানে মারা যান বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাস। শাসকদলের বিরুদ্ধে গুলি করে খুনের অভিযোগ ওঠে। দুপুরের দিকে মুর্শিদাবাদের নওদা থেকে ফের রক্তপাতের খবর আসে। নিহত কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করা হয়েছিল বলে অভিযোগ। আবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় মারা যান এক তৃণমূলকর্মী। বস্তুত, শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত যে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে ১০ জনই তৃণমূল কর্মী। বাকিদের মধ্যে ২ জন সিপিএমের, ২ জন কংগ্রেসের, ২ জন বিজেপির এবং ১ জন সাধারণ ভোটার বলে জানা যায়। মুর্শিদাবাদ ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার, নদিয়া, পূর্ব বর্ধমান, রক্তের ছিটে লেগেছে জেলায় জেলায়। অশান্তির সেই জের জারি রইল গণনার দিনও। 



  আরও পড়ুন:গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিপত্তি