বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ভোটপর্ব (Panchayat Elections) মিটতেই ফিরিয়ে আনা হল নন্দীগ্রাম (Nanfigram) থানার আইসি (IC) সুমন রায়চৌধুরীকে। ভোটের কয়েকদিন আগে নন্দীগ্রাম থানার (Nandigram Police Station) এই আইসিকে ছুটিতে পাঠানো হয়েছিল। জেলা পুলিশের নির্দেশে, গতকাল গভীর রাতে ফের নন্দীগ্রাম থানার দায়িত্ব নিলেন সুমন রায়চৌধুরী। অন্যদিকে, সুমন রায়চৌধুরীর জায়গায় যাঁকে আনা হয়েছিল, সেই কাশীনাথ চৌধুরীকে ফেরানো হল তাঁর পুরনো জায়গা ডিআইবি-তে।
পঞ্চায়েত ভোটের আগেই নন্দীগ্রাম থানার (Nandigram Police Station) আইসি বদল করা হয়েছিল। ছুটিতে পাঠানো হয় বর্তমান আইসি সুমন রায়চৌধুরীকে (Suman Roy Chowdhury)। পরিবর্তে নিয়ে আসা হয় কাশীনাথ চৌধুরীকে। জেলা পুলিশ সূত্রে জানানো হয়, শারীরিক অসুস্থতার জন্য় ছুটি চেয়েছিলেন নন্দীগ্রাম থানার আইসি। সেইজন্য তাঁকে ১৫ দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তবে ভোটের আগে এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়।
পঞ্চায়েত ভোটের অন্যতম হটস্পট নন্দীগ্রাম (Nandigram)। তৃণমূলের (TMC) উত্থানের নেপথ্যে বড় ভূমিকা ছিল নন্দীগ্রামের (Nandigram)। পঞ্চায়েত ভোটে সেখানেই শাসকদলকে টেক্কা দিয়েছি বিজেপি। নন্দীগ্রামে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি ৯টিতে জিতেছে। ৭টি গেছে তৃণমূলের দখলে। ১টি পঞ্চায়েত ত্রিশঙ্কু। জমি আন্দোলনের আরেক কেন্দ্র সিঙ্গুরে ১৬টি গ্রাম পঞ্চায়েতের সবকটিই তৃণমূলের দখলে। সিঙ্গুর পঞ্চায়েত সমিতিতে খাতা খুলেছে সিপিএম (cpm)।
উল্লেখ্য, এগরা বিস্ফোরণকাণ্ডের পরও আইসি বদল করা হয়েছিল। আইসি মৌসম চক্রবর্তীকে বদলি করা হয় হুগলি (Hooghly) গ্রামীণ পুলিশ জেলায়। মৌসমের জায়গায় আইসি এগরা হলেন স্বপন গোস্বামী। এর আগে হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার থানার ইন্সপেক্টর ছিলেন স্বপন গোস্বামী।
আরও পড়ুন: Panchayat Elections Result 2023: গ্রামে গ্রামে ফুটল ঘাসফুল! পঞ্চায়েতে তৃণমূলের একচেটিয়া দাপট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন