শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : গণনার দিনেও যেন অশান্তির শেষ নেই কোচবিহারে। এবার গণনাকেন্দ্রে ব্যালটে কালি ও জল ঢালার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে কোচবিহারের ১ নম্বর ব্লকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। '১০০ ভোটের মধ্যে ৯৮টি পায় বিজেপি, ২টি ভোট পায় তৃণমূল।' বিজেপির অভিযোগ, তারপরই ব্যালটে কালি ও জল ঢেলে দেয় শাসক দল। ঘটনায় আটক তৃণমূলের অভিযুক্ত মহিলা প্রার্থী।


কোচবিহারের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথ। এখানকার তৃণমূল প্রার্থী রিঙ্কু রাজভট। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আজ গণনার শুরুতেই ব্যালট পেপারে কালি ছড়িয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, ব্যালট পেপার নষ্ট করার উদ্দেশে তাতে জল ঢেলে দেন। 


এই কেন্দ্রে গণনার প্রথম দিকে দেখা যায়, বিজেপি প্রার্থী বেশি কিছুটা এগিয়ে গেছেন। তাতে তৃণমূল প্রার্থী কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। অভিযোগ, এর পর সেখানে ঢুকে ব্যালট পেপারে জল ও কালি ঢেলে দেন তৃণমূল প্রার্থী। যদিও তাঁর দাবি, ভোটগ্রহণের দিন ওই কেন্দ্রে বিজেপির ছাপ্পা ভোট পড়েছিল। এনিয়ে বারবার অভিযোগ জানানো হয়েছিল। সেখানে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল। যদিও প্রশাসন তা শোনেনি। সেই কারণেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন। 


এর পরই গণনাকেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় পুলিশ আসে । কোতোয়ালি থানার আইসি নিজে এলাকায় আসেন। তাঁকে নিয়ে যাওয়া হয়। আটক করা হয়েছে তৃণমূল প্রার্থীকে। এদিকে বিজেপির অভিযোগ, যেহেতু বিজেপি জিতছিল, তাই পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। 


ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই অশান্তির কার্যত হটস্পট হয়ে থেকেছে কোচবিহার। ভোটের পর থেকে শতাধিক কর্মী ও সমর্থক ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ বিজেপির। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের গোপালের কুঠি এলাকার এক বিজেপি প্রার্থী-সহ অনেকে সীমানা পেরিয়ে চলে গিয়েছেন অসমে। যাবতীয় অভিযোগের কেন্দ্রে তৃণমূল। যদিও শাসকদল এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।


শনিবার পঞ্চায়েত ভোটের দিন কোচবিহারের দিনহাটা-সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসের অভিযোগ উঠেছে। খুনের ঘটনা ঘটেছে ৩টি।
প্রাণ হারিয়েছেন সাধারণ ভোটার ! গুলি-বোমার দাপটে তটস্থ সাধারণ মানুষ ! উঠেছে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ। ভোট মিটে যাওয়ার পরও অশান্তি থামেনি। এই প্রেক্ষাপটে দলীয় কর্মী ও সমর্থক-রা তৃণমূলের দাপটে ঘরছাড়া হচ্ছেন বলে অভিযোগ করেছে বিজেপি। কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের গোপালের কুঠি থেকেও দলের বহু কর্মী ও সমর্থক পাশের রাজ্য অসমে, আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে বিজেপির দাবি। তৃণমূলের সন্ত্রাসে তাঁরা ঘরছাড়া বলে অভিযোগ করে গেরুয়া শিবির।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial