সমীরণ পাল, বসিরহাট: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে মনোনয়ন জমা দেওয়ার পর ঘরছাড়া উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থীরা। বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন তাঁরা। তৃণমূলের বিরুদ্ধে হুমকি ও সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন ঘরছাড়া বিজেপি প্রার্থীরা। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
মনোনয়ন দিয়ে ঘরছাড়া: মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই হুমকি আসছে বলে অভিযোগ। বাধ্য হয়ে সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থীদের বাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে বসিরহাট সাংগঠনিক জেলা পার্টি অফিসে। তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।বসিরহাটের ৪টি ব্লকের বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের সময়সীমা বাড়ায় হাইকোর্ট ।
বসিরহাটের পুলিশ সুপারকে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের জন্য সবরকম সাহায্যের নির্দেশ দেয় আদালত।হাইকোর্টের নির্দেশে শুক্রবার বসিরহাট মহকুমা অফিসে মনোনয়ন জমা দেন তাঁরা। অভিযোগ, তারপর থেকেই আসতে শুরু করেছে হুমকি। এমনকী অভিযোগ, শাসক দলের সন্ত্রাসের মুখেও পড়তে হচ্ছে। ফলে এলাকায় ঢুকতে পারছেন না। সন্দেশখালি এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি শেখ শাহজাহানের দিকে আঙুল তুলেছেন ঘর ছাড়া বিজেপি প্রার্থীরা।
ঘর ছাড়া বিজেপি প্রার্থী ঝুমা মাইতি বলেন, “শেখ শাহজাহানের অত্য়াচারের জন্য় আমরা পার্টি অফিসে আশ্রয় নিয়েছি। কেন্দ্রীয় বাহিনী ছাড়া আমরা এলাকায় ফিরতে পারব না। বিধানসভা ভোট ও পঞ্চায়েতের সময় ঘর বাড়ি ভাঙচুর। কাল মনোনয়ন দিতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছে।’’ আরেক ঘরছাড়া বিজেপি প্রার্থী রবিন দাস বলেন, “কখনও রাজ্য় অফিসে, কখনও জেলা অফিসে গিয়ে থাকতে হচ্ছে আমাদের। আমাদের একটাই অপরাধ বিজেপি করি। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে আমরা লড়তে পারিনি এই সন্ত্রাসের জন্য়ই। প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করে ওই অপরাধীদের।’’
বিজেপি প্রার্থীদের অভিযোগ অস্বীকার করে পাল্টা সরব হয়েছেন শেখ শাহজাহান। সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান বলেন, “৩৪৭টা পঞ্চায়েতের মাত্র ২৭টিতে প্রার্থী দিয়েছে। আমার সন্দেশখালি বিধানসভার ১৬টা জেলা পরিষদ, ২টো পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। ক্ষমতা আছে। গরিব অসহায় ব্য়ক্তিদেরকে পয়সার বিনিময়ে দাঁড় করিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। কোনও ভয় না। সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ।’’
আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস