কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। রবিবার বাদ দিয়ে, কাল থেকে ১৫ই জুন পর্যন্ত রোজ মনোনয়ন জমা করা যাবে। সকাল ১১ থেকে দুপুর ৩টে পর্যন্ত জমা করা যাবে মনোনয়নপত্র। এত অল্প সময়ে কী করে মনোনয়ন জমা সম্ভব? এই প্রশ্ন তুলছে বিরোধীরা।


সময়সীমা নিয়ে প্রশ্ন: কবে হবে পঞ্চায়েত ভোট? এতদিন, এই প্রশ্নে টানাপোড়েন চলছিল। আর, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর, শুরু হল নতুন টানাপোড়েন। এবার, উদ্বেগ মনোনয়ন দাখিলের জন্য় নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা নিয়ে। কারণ, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে, ৯২৮টি জেলা পরিষদের আসন, পঞ্চায়েত সমিতির মোট আসন ৯ হাজার ৭৩০টি এবং গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজারেরও বেশি আসন রয়েছে।

আর, এই বিপুল সংখ্য়ক আসনে, মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় মাত্র ২৪ ঘণ্টা। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ই জুন, অর্থাৎ শুক্রবার থেকে শুরু করে, ১৫ই জুন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন জমার সময়সীমা দেওয়া হয়েছে। রবিবার, বাদ দিলে মনোনয়ন জমা দেওয়ার জন্য পাওয়া যাচ্ছে ৬ দিন। আর, এই ৬ দিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ ৪ ঘণ্টা করে মনোনয়ন জমা দেওয়া যাবে। অর্থাই, টানা ঘণ্টার হিসাব ধরলে, মনোনয়ন জমা দেওয়ার জন্য মোট ২৪ ঘণ্টা সময়সীমা বরাদ্দ করা হয়েছে। আর, এখানেই বিরোেধীরা প্রশ্ন তুলছেন, এত হাজার হাজার আসন, এত প্রার্থী, তার মনোনয়ের জন্য পর্যাপ্ত সময় কোথায় দেওয়া হল?


বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় ট্য়ুইট করে বলেছেন, “মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশে বিকেল সাড়ে ৫টার সময় রাজ্য় নির্বাচন কমিশন ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ৯ জুন অর্থাৎ শুক্রবার থেকে। আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। অর্থাৎ প্রায় ৭৪ হাজার মনোনয়ন দাখিলের জন্য় সময় মাত্র ৫ দিন। রিগিং শুরু হয়ে গেল। অন্য়ান্য় রাজনৈতিক দলগুলো যাতে বাদ থেকে যায়, সেজন্য়ই মনোনয়ন জমা দেওয়ার জন্য় এই অল্প সময়। মমতা বন্দ্য়োপাধ্য়ায় কেন নির্বাচন করানোর ছল করছেন? সরাসরি ফল ঘোষণা করে দিলেই পারেন।’’ পঞ্চায়েত ভোটের ঘণ্টা বাজলেও, মনোনয়ন জমার জন্য দেওয়ার ঘণ্টা নিয়েই এখন তরজা সপ্তমে উঠেছে।


 





আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান