মালদা: এবার মালদার (Malda) মানিকচকে ভোটের বলি। ভোটের সকালে মানিকচকে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন। তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে বোমাবাজি। বোমার আঘাতে মৃত্যু তৃণমূল কর্মীর।


মানিকচকে তৃণমূল কর্মী খুন: ভোটের (Panchayat Poll 2023) সকালে মালদার মানিকচকে ভোটের বলি এক। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে তৃণমূল কর্মীকে গুলি করে, বোমা মেরে খুন। নিহত শেখ মালেক তৃণমূলের অঞ্চল সভাপতির আত্মীয়। ভোট শুরুর আগে সকাল থেকে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। উভয়পক্ষের ৮ জন জখম হন। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে বোমা। ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন ভোটাররা। 


আজ পঞ্চায়েত ভোট। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোট ঘোষণা হওয়ার পর্ব থেকেই  দিকে দিকে অশান্তির ছবি সামনে এসেছে। ভোটের দিন সকালেও বদল হল না সেই চিত্রর। উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় অশান্তির ছবি। একের পর এক ভোটের বলি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ জনের। আর এর মধ্যে আজই মৃত্যু হয়েছে ৫ জনের।


পঞ্চায়েত ভোটের সকালেও সন্ত্রাস অব্যাহত। পঞ্চায়েত ভোটের সকালেও সন্ত্রাস অব্যাহত। উত্তর ২৪ পরগনার দত্তপুুকুরের কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থকদের বেধড়ক পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আবদুল্লা আলি নামে এক নির্দল সমর্থককে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেক নির্দল সমর্থককে স্থানান্তরিত করা হয়েছে আরজি কর মেডিক্যালে। 


ভোট শুরুর আগে কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ৩৮ নম্বর বুথে বিজেপি প্রার্থী মায়া ভৌমিক সরকারের পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোট কেন্দ্রের বারান্দায় বেরিয়ে আসতেই গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টের।


খড়গ্রামে খুনের বদলা খুুন। এবার কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের খুনের ঘটনায় মূল অভিযুক্তর বাবা সত্তরউদ্দিন শেখকে খুনের অভিযোগ। ভোররাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গলার নলি কেটে খুন করে গ্রামের মাঠে ফেলে দিয়ে যায় আততায়ীরা, অভিযোগ গ্রামবাসীদের। অন্যদিকে, পঞ্চায়েত ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মাঝরাতে ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী। রেজিনগরের ঝিকরা গ্রামে তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে বোমা মেরে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার কংগ্রেসের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?