Panchayat Poll 2023 :বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন
পঞ্চায়েত ভোটের সর্বশেষ খবর এক ক্লিকে ।
বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন। বাসন্তীর ফুলমালঞ্চয় গুলি, তৃণমূলকর্মী খুন। তৃণমূলকর্মী জিয়ারুল মোল্লার মাথায় গুলি।
এদিকে এরইমধ্য়ে রাজ্য়পালের সঙ্গে রাজ্য় সরকারের সংঘাতও তীব্র হচ্ছে। রাজ্য়পাল ইতিমধ্য়েই ভোট সন্ত্রাসে বিধ্বস্ত ভাঙড়ে গেছেন। রাজভবনে পিস রুম খুলেছেন। রাজ্য় নির্বাচন কমিশনারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। এসবের তীব্র সমালোচনা করেছে রাজ্য়ের শাসক দল। কিন্তু, তারপরও নিজের অবস্থানে অনড় রাজ্য়পাল।
পঞ্চায়েত নির্বাচনে ভোটাভুটির দিন এগিয়ে আসছে (Panchayat Elections 2023)। তার আগে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই আবহে বীরভূমে গিয়ে জনগণকে তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর (mamata Banerjee) আস্থা রাখার কথা বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad hakim)। তাঁর সাফ বার্তা, এই নির্বাচনে ভোট ভাগ হতে দেওয়া যাবে না। বিশ্বাস রাখতে হবে মমতার উপর।
পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণের দিন এগিয়ে আসছে (Panchayat Elections 2023)। তার আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। তৃণমূল (TMC), বিজেপি (BJP), কংগ্রেস (Congress), সিপিএম (CPM), নিজের মতো করে প্রচার চালাচ্ছে সব দলই। সেই আবহেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বেনজির সমীকরণ চোখে পড়ল। সেখানে বিজেপি-কে রুখতে অলিখিত ভাবে হাত মেলাল তৃণমূল এবং সিপিএম। নির্দল প্রার্থীর সমর্থনে দুই দলের কেউই প্রার্থী দাঁড় করাল না (Kolaghat News)।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। ওসি-র হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
সম্প্রতি ভোটপ্রচারে গিয়ে কোচবিহার থেকে প্রচারের শুরুর দিতেই কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যেই কর্মসংস্থান (Employment) হবে, বাইরে যাওয়ার দরকার নেই।' আর এদিন উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থেকে শুভেন্দু বললেন, 'বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে চাকরি।'
তৃণমূল বিধায়ককে কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা। ভোটের প্রচারে গিয়ে ভাতারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিধায়ক। ভোগান্তি বোঝাতে বিধায়ককেই কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা।
তৃণমূল বিধায়ককে কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা। ভোটের প্রচারে গিয়ে ভাতারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিধায়ক। ভোগান্তি বোঝাতে বিধায়ককেই কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা।
পাণ্ডবেশ্বর বিধানসভার ফরিদপুর ব্লকে বিজেপি প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া ও মারধর ও পতাকা খুলে নেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
বাম কর্মী-সমর্থকদের (CPM )এবার বিজেপিকে ( BJP ) ভোট দেওয়ার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । পটনা বৈঠক নিয়ে তৃণমূল সিপিমকে একযোগে আগেও আক্রমণ শাণিয়েছিলেন বিরোধী দলনেতা। এবার পটনা-বৈঠককে ব্যঙ্গ করে তিনি সিপিএম সমর্থকদের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন।
'চোখে দেখে ভোট দিন, কানে শুনে নয়। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। আলিপুদুয়ারে ৬ লক্ষ ৬১ হাজার পরিবার ১০০ দিনের কাজে নির্ভরশীল। কিন্তু ১০০ দিনের সাড়ে ৭ হাজার কোটি টাকা মোদি সরকার আটকে রেখেছে। বিজেপি জিতলে আপনি অধিকার থেকে বঞ্চিত হবেন। স্থানীয় সাংসদ জন বার্লা দিল্লির পা চেটে নম্বর বাড়াচ্ছেন', ফালাকাটার সভা থেকে মন্তব্য অভিষেকের।
ভোটের আগেই লাগামহীন হিংসা, তারপরেও বুথে থাকবে না কেন্দ্রীয় বাহিনী! বুথে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিরোধীদের দাবি নস্যাৎ। 'নাকা চেকিং, রুটমার্চ, মানুষের আস্থা অর্জনের দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। আন্তর্জাতিক সীমান্ত ও রাজ্যের সীমানা পাহারা দেবে কেন্দ্রীয় বাহিনী'। বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার উল্লেখ নেই নির্বাচন কমিশনের নোটিসে।
পঞ্চায়েত নির্বাচনে কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের মূল দাবি নস্যাৎ। নির্বাচন কমিশনের নোটিসে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কোনও উল্লেখ নেই
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষের ঘটনায় সিপিএম সমর্থকের গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ বাম কর্মী, সমর্থকদের। গতকাল কোটরা গ্রাম পঞ্চায়েতের কালিয়া নই গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষে বেশ কয়েকজন জখম হন। দত্তপুকুর থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করলেও, এক সিপিএম সমর্থককে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদেই দত্তপুকুর থানার সামনে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা।
পঞ্চায়েত নির্বাচনে কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের মূল দাবি নস্যাৎ। নির্বাচন কমিশনের নোটিসে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কোনও উল্লেখ নেই। 'কেন্দ্রীয় বাহিনীকে এলাকায় টহলদারি, নাকা চেকিং এবং মানুষের আস্থা অর্জনের কাজে ব্যবহার করা হবে। আন্তর্জাতিক সীমান্ত এবং দুই রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনীকে। যেসব জায়গা থেকে হিংসা কিংবা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে কমিশনের কাছে খবর এসেছে, সেখানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনীকে'।
রাজ্যপালের সফরের মধ্যেই ফের কোচবিহারের দিনহাটায় অশান্তি। ওকরাবাড়িতে কংগ্রেস প্রার্থী জহিরুল মিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোমা ছোড়ায় একটি ঘরে আগুন ধরে যায় বলে অভিযোগ কংগ্রেস প্রার্থীর পরিবারের। স্থানীয় বাসিন্দা ও দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। কংগ্রেস প্রার্থীর পরিবারের দাবি, বাড়িতে বসে বৈঠক করছিলেন দলীয় কর্মীরা। তখনই বাড়ি লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষকৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
' শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা-মন্ত্রী ছিলেন। এখন দল বদলে বিজেপি-তে গেছেন। সাপ খোলস বদলালেও বিষ তো বদলায় না।' বিরোধী দলনেতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। তাঁর দাবি, তাঁদের ঘোষিত নীতিই হল সারা দেশে বিজেপির বিরোধিতা আর এরাজ্যে তৃণমূলের দুর্নীতির বিরোধিতা।
বাম কর্মী-সমর্থকদের এবার বিজেপিকে ভোট দিতে আহ্বান শুভেন্দু অধিকারীর। 'পাটনায় সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিসফ্রাই খেয়েছেন। আপনাদের ভোট দেওয়া মানে চোর তৃণমূলকে ভোট দেওয়া'
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষের ঘটনায় সিপিএম সমর্থকের গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ বাম কর্মী, সমর্থকদের। গতকাল কোটরা গ্রাম পঞ্চায়েতের কালিয়া নই গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষে বেশ কয়েকজন জখম হন। দত্তপুকুর থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করলেও, এক সিপিএম সমর্থককে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদেই দত্তপুকুর থানার সামনে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা।
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের মোহনপুরে বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙচুর। ভাঙা হল জানলার কাচ। বিজেপি প্রার্থী পঞ্চানন বন্দ্যোপাধ্যায় লড়ছেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নির্মল করের বিরুদ্ধে।
পঞ্চায়েত ভোট ঘোষণার ১৯ দিনের মধ্যেই রাজ্যে ১১ জনের মৃত্যু। শুধুমাত্র কোচবিহারেই মৃত্যু হয়েছে ২ জনের। সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিং ও ভাঙড়ের পর আজ কোচবিহারে রাজ্যপাল। সাত সকালে রাজপালের কাছে নালিশ জানাতে হাজির বাম-বিজেপি-কংগ্রেস প্রার্থীরা।
কোচবিহারে পৌঁছেই প্রশাসনকে নিশানা রাজ্যপালের। 'কোচবিহার থেকেও হিংসার উদ্বেগজনক খবর আসছে। আমি আক্রান্তদের সঙ্গে দেখা করতে চাই। রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি। রাজভবনের শান্তিকক্ষকেও ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি' বললেন তিনি।
দেওয়াল লিখনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজি। অভিযোগের তির তৃণমূলের দিকে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা।
বাঁকুড়ায় কুড়মি সম্প্রদায়ের ২৮ জন প্রার্থীকে আইনি রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। খাতড়া এবং সিমলিপাল থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে, আপাতত ওই ২৮ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।
বাঁকুড়ায় কুড়মি সম্প্রদায়ের ২৮ জন প্রার্থীকে আইনি রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। খাতড়া এবং সিমলিপাল থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে, আপাতত ওই ২৮ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।
পঞ্চায়েত ভোটকে ঘিরে হিংসার আবহেই কোচবিহারের দিনহাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য। আজ সকালে সাহেবগঞ্জের খট্টিমারি এলাকায় পুকুর পাড়ে অচেনা ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে উত্তেজনা ছড়ায়।
পঞ্চায়েত ভোটের এক সপ্তাহ আগে আজ হিংসাদীর্ণ কোচবিহারে রাজ্যপাল। রাজনৈতিক সংঘর্ষে আহত একজনকে দেখতে যাবেন বেসরকারি হাসপাতালে।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
প্রেক্ষাপট
পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ খবর একনজরে
রাজ্য়পালকে ফের আক্রমণ মদনের : ওদিকে থাকবে কেন্দ্রীয় বাহিনী, এদিকে থাকব আমরা। কেন্দ্রীয় বাহিনীকে দেখিয়েই তৃণমূলের ভোটাররা ভোট দেবে। পঞ্চায়েত ভোটের আগে, ফের কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলেন মদন মিত্র। সেইসঙ্গে রাজ্য়পালকেও বেনজির ভাষায় আক্রমণ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সমালোচনায় সরব বিরোধীরা।
তৃণমূল-বাম সংঘর্ষ : তৃণমূল ও ফরওয়ার্ড ব্লকের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। একে অপরকে মারধর। বাড়িতে হামলা। দোকান ভাঙচুরের অভিযোগ উঠল উভয়পক্ষের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
কাজলের হুঁশিয়ারি : অনুব্রতহীন বীরভূমে বিজেপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিলেন, তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী কাজল শেখ। নানুরের কর্মিসভা থেকে বললেন, খেলা হবে। দিলেন দেখে নেওয়ার হুঁশিয়ারি। পাল্টা, জবাব দিয়েছে বিজেপিও।
অব্যাহত বাহিনী ধোঁয়াশা : কেন্দ্রীয় বাহিনী নিয়ে অব্যাহত ধোঁয়াশা। ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি। উত্তরের অপেক্ষায় রয়েছে কমিশন, জানালেন রাজীব সিন্হা।
ময়নার OC বদল : পঞ্চায়েত ভোটের মুখে ময়না থানার ওসি বদল। ভোটের ৮দিন আগে কৃষ্ণেন্দু প্রধানকে পাঠানো হল ছুটিতে। ময়না থানার দায়িত্বে কোলাঘাট থানার ওসি মহম্মদ মাহিউল ইসলাম।
পুলিশের ছত্র 'ছায়ায়' নেতা? : পশ্চিম বর্ধমানে তৃণমূল নেতার মাথায় ছাতা ধরে পুলিশকর্মী। ভিডিও ট্য়ুইট করে দাবি শুভেনদু অধিকারীর। ভিডিওয় যে পুলিশকর্মীকে দেখা যাচ্ছে তিনি পুলিশের দ্বারা নিযুক্ত নন, তৃণমূল শাসক নেতার ব্য়ক্তিগত নিরাপত্তারক্ষী, জানাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
সন্ত্রাসে সরব রাজ্যপাল : দুর্নীতি ও সন্ত্রাস নিয়ে আবার সরব রাজ্যপাল। কালিম্পং কলেজে অনুষ্ঠানে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হতে বার্তা। কালিম্পং থেকে ফেরার পথে আচমকা সন্ত্রাস কবলিত কোচবিহারে গেলেন সিভি আনন্দ বোস।
আরাবুলের হুমকি : আট তারিখের পরে কী হাল হবে তৈরি থাকুন। ছেলে হাকিমুল ইসলাম ক্ষমা চাওয়ার পর দিনই হুমকি তৃণমূল নেতা আরাবুল ইসলামের। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরাও।
অভিষেকের নিশানায় কেন্দ্র : বারাবনির সভায় অভিষেকের নিশানায় কেন্দ্র। একশো দিনের কাজের বকেয়া সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রাখার অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের এক থেকে দেড়মাসের মধ্যে দিল্লিতে গিয়ে আন্দোলনের হুমকি।
মেয়াদ বাড়ল মুখ্যসচিবের : রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়াল কেন্দ্র। আজ সকালে মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা নবান্নে এসে পৌঁছয়। মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে ২ বার কেন্দ্রকে চিঠি পাঠায় রাজ্য়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -