Panchayat Poll 2023 Live : ভোটে বেলাগাম সন্ত্রাস, কমিশনারকে ফোন করে 'হুমকি' শুভেন্দুর 

WB Panchayat Polls News Live: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 09 Jul 2023 12:00 AM
কোথাও ছাপ্পা রুখতে দল বেঁধে তাড়া, কোথাও দুষ্কৃতীদের বেঁধে মারধর আবার কোথাও দুষ্কৃতীদের ধাওয়া করে বাইকে আগুন ধরাল গ্রামবাসীরা

কোথাও ছাপ্পা রুখতে দল বেঁধে তাড়া, কোথাও দুষ্কৃতীদের বেঁধে মারধর আবার কোথাও দুষ্কৃতীদের ধাওয়া করে বাইকে আগুন ধরাল গ্রামবাসীরা। হুগলি থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পঞ্চায়েত ভোটের দিন জেলায় জেলায় দেখা গেল প্রতিরোধের ছবি। রুখে দাঁড়াতে গিয়ে কোথাও কোথাও ঝরল রক্ত!

Panchayat Election Live: শুধু ভোটের দিনই ১৩জনের মৃত্যু, কমিশনে তালা ঝোলালেন শুভেন্দু

শুধু ভোটের দিনই ১৩জনের মৃত্যু, কমিশনে তালা ঝোলালেন শুভেন্দু। রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তালা লাগিয়ে প্রতিবাদ শুভেন্দুর । কমিশনের বিরুদ্ধে গণনার দিন হাইকোর্টে যাব, হুঁশিয়ারি শুভেন্দুর 

Panchayat Election Live: শুধু ভোটের দিনই ১৩জনের মৃত্যু, কমিশনে তালা ঝোলালেন শুভেন্দু

শুধু ভোটের দিনই ১৩জনের মৃত্যু, কমিশনে তালা ঝোলালেন শুভেন্দু। রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তালা লাগিয়ে প্রতিবাদ শুভেন্দুর । কমিশনের বিরুদ্ধে গণনার দিন হাইকোর্টে যাব, হুঁশিয়ারি শুভেন্দুর 

প্রতিশ্রুতি আদতেই রক্ষা করা গেল না

নবজোয়ার কর্মসূচিতে বারবার অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু সেই প্রতিশ্রুতি আদতেই রক্ষা করা গেল না। স্বজনহারা মানুষগুলোর কান্নাই বলে দিচ্ছে, কেউ কথা রাখেনি।

Panchayat Election Live: বীরভূমের হাসনে ভোট শেষেও উত্তেজনা

বীরভূমের হাসনে ভোট শেষেও উত্তেজনা। বুথ থেকে ব্যালট বাক্স নিয়ে যেতে বাধা গ্রামবাসীদের। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ব্যালট বাক্স নিয়ে যেতে হবে, দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীদের বাধায় বুথেই পড়ে ব্যালট বাক্স 

মুর্শিদাবাদের হরিহর পাড়ায় পুলিশের গাড়িতে আগুন

মুর্শিদাবাদের হরিহর পাড়ায় পুলিশের গাড়িতে আগুন

Panchayat Poll Live: ২০১৮-র পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের স্মৃতি ফিরে এল ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে

২০১৮-র পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের স্মৃতি ফিরে এল ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে। কার্যত দাঁত-নখ বের করে বুথে বুথে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। মনোনয়ন পর্বে মৃত্য়ু স্ক্রুটিনি পর্বে প্রাণহানি আর ভোটের দিন আরও ডজন খানেক মৃত্য়ু! বিরোধীদের প্রশ্ন এটাই কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন? নবজোয়ার যাত্রায় বেরিয়ে বারবার যে আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কী হল? আর কত মৃত্যুর পর, ভোটে অশান্তি-হানাহানি থামবে? কবে, কথায় নয়, ভোট প্রকৃত অর্থে উৎসবে পরিণত হবে? সে উত্তর আজও অজানা। 

Panchayat Election Live: পঞ্চায়েত ভোটে মৃত্যুমিছিল, ভয়াবহ সন্ত্রাসে ভোটের দিনই খুন ১২

পঞ্চায়েত ভোটে মৃত্যুমিছিল। ভয়াবহ সন্ত্রাসে ভোটের দিনই খুন ১২। কোচবিহারে খুন ১ বিজেপি কর্মী সহ ২। রাজ্যজুড়ে ভোটের বলি এক প্রার্থী সহ ৭ তৃণমূল কর্মী। খড়গ্রাম, রেজিনগর, মানিকচক, চাপড়া, বাসন্তী, কাটোয়া, চাকুলিয়ায় খুন ৭ তৃণমূল নেতা-কর্মী । লালগোলা, আউশগ্রামে নিহত ২ সিপিএম কর্মী । নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু। 

Panchayat Poll Live: ভোটে বেলাগাম সন্ত্রাস, কমিশনারকে ফোন করে 'হুমকি' শুভেন্দুর

ভোটে বেলাগাম সন্ত্রাস, কমিশনারকে ফোন করে 'হুমকি' শুভেন্দুর । সন্ধে ৬টায় কমিশনের দফতরে গিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি । কত রক্ত চাই বলে রাজ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি শুভেন্দুর । 

Panchayat Election Live: ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস, সুকান্ত মজুমদারকে ফোন করে উদ্বেগপ্রকাশ নাড্ডার

ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস, বোমা-গুলি-মৃত্যু। সুকান্ত মজুমদারকে ফোন করে উদ্বেগপ্রকাশ নাড্ডার। বিজেপির রাজ্য সভাপতিকে ফোন সর্বভারতীয় সভাপতির। অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও ফোন সুকান্ত মজুমদারকে। লিখিত আকারে বিস্তারিত রিপোর্ট দেব, জানালেন সুকান্ত মজুমদার

Panchayat Poll Live: ভোটের শুরু থেকেই রণক্ষেত্র মুর্শিদাবাদের রানিনগর

ভোটের শুরু থেকেই রণক্ষেত্র মুর্শিদাবাদের রানিনগর। দফায় দফায় বোমাবাজি। দাঁড়াপাখি এলাকায় ঝড়ুতাড়া প্রাথমিক বিদ্যালয়ে বুথের বাইরে ব্যাগ ভর্তি বোমা নিয়ে ঘুরছেন তৃণমূল নেতা। প্রকাশ্যে তাঁকে বোমা মারতেও দেখা যায়। 

Panchayat Election Live: ভোট-সংঘর্ষে উত্তপ্ত কাঁথির উত্তর বাসুদেব বেড়িয়া

ভোট-সংঘর্ষে উত্তপ্ত কাঁথির উত্তর বাসুদেব বেড়িয়া। তৃণমূল-বিজেপির সংঘর্ষে গুরুতর জখম ৫ তৃণমূল কর্মী । তৃণমূল কর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোট লুঠের চেষ্টা রুখে দেওয়ার পাল্টা দাবি বিজেপির

Panchayat Poll Live: দিনহাটায় ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু যুবকের

দিনহাটায় ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু যুবকের। মৃতের নাম চিরঞ্জিৎ কার্জি। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় চিরঞ্জিৎ। ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, দাবি মৃতের মেয়ের। চিরঞ্জিৎ তাঁদের দলের কর্মী ছিল, পাল্টা দাবি দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের।

Panchayat Election Live: হাওড়ার ডোমজুড়ে বুথে ঢুকে জল ঢেলে দেওয়া হল ব্যালট বাক্সে

হাওড়ার ডোমজুড়ে বুথে ঢুকে জল ঢেলে দেওয়া হল ব্যালট বাক্সে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অস্বীকার শাসকদলের। 

Panchayat Poll Live: পঞ্চায়েত ভোটে মৃত্যুমিছিল, ভয়াবহ সন্ত্রাসে এখনও পর্যন্ত খুন ১২

পঞ্চায়েত ভোটে মৃত্যুমিছিল, ভয়াবহ সন্ত্রাসে এখনও পর্যন্ত খুন ১২

Panchayat Election Live: তৃণমূলের হয়ে ভোটলুঠ করতে আসা দুষ্কৃতীকে ল্যাম্পপোস্টে বেঁধে মার হাসনাবাদে

হাসনাবাদে ভোটলুঠ রুখে দিল গ্রামবাসীরা। তৃণমূলের হয়ে ভোটলুঠ করতে আসা দুষ্কৃতীকে ল্যাম্পপোস্টে বেঁধে মার। 

Panchayat Poll Live: ভোট হিংসার প্রতিবাদে কাল আদালতে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ

ভোট হিংসার প্রতিবাদে কাল আদালতে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সোমবার শহরে প্রতিবাদ মিছিল করা হবে, ঘোষণা মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের।

Panchayat Election Live: রাজ্য নির্বাচন কমিশনের অফিসে ঢুকে বিজেপির বিক্ষোভ

রাজ্য নির্বাচন কমিশনের অফিসে ঢুকে বিজেপির বিক্ষোভ। আচমকা নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে ভিতরে ঢুকে পড়েন কয়েকজন বিজেপি কর্মী। নির্বাচন কমিশনের ঘরের দরজাতেও পৌঁছে যান একজন বিজেপি কর্মী। পরে পুলিশ তাঁকে পাকড়াও করে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে।

Panchayat Poll Live: সামশেরগঞ্জে আলম শাহী জুনিয়ার হাই স্কুলে লন্ডভন্ড বুথ

সামশেরগঞ্জে আলম শাহী জুনিয়ার হাই স্কুলে লন্ডভন্ড বুথ, ব্যালট ছিনতাই, তৃণমূল-সিপিএম হাতাহাতি

Panchayat Election Live: ডোমকলের রাধাকান্তপুর শিশু শিক্ষা কেন্দ্রে আচমকা বোমাবাজি

ডোমকলের রাধাকান্তপুর শিশু শিক্ষা কেন্দ্রে আচমকা বোমাবাজি
পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই বোমাবাজি
বোমাবাজিতে আহত ২
একঘণ্টার ওপর বন্ধ ভোটগ্রহণ
ভোটগ্রহণ চলতে দেব না, হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের
পুলিশের সঙ্গে বচসা শাসক দলের কর্মীদের

Panchayat Poll Live: উত্তর দিনাজপুরে আক্রান্ত প্রিসাইডিং অফিসার, ভর্তি হাসপাতালে

উত্তর দিনাজপুরে আক্রান্ত প্রিসাইডিং অফিসার, ভর্তি হাসপাতালে। বুথের দরজা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা, মারধর করে। অভিযোগ প্রিসাইডিং অফিসারের।

Panchayat Poll Live: দিনহাটায় খুন বিজেপি কর্মী

দিনহাটায় খুন বিজেপি কর্মী

Panchayat Poll Live: দিকে দিকে অশান্তি, হিংসার ছবি, ভোটের দিন খুন ১০

ভোটের দিন ১০ খুন। কোচবিহারে খুন বিজেপি কর্মী। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক-চাপড়া, বাসন্তী, কাটোয়া- খুন ৬ তৃণমূল কর্মী। লালগোলা-আউশগ্রামে সিপিএম, নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু।

Panchayat Poll Live: মুর্শিদাবাদের নওদায় কংগ্রেসকর্মী খুন

মুর্শিদাবাদের নওদায় কংগ্রেসকর্মী খুন। গুলিবিদ্ধ দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

Panchayat Poll Live: কাটোয়ায় তৃণমূল কর্মী গৌতম রায় খুন, সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ

কাটোয়ায় তৃণমূল কর্মী গৌতম রায় খুন। সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ। বুথের বাইরে বার করে এনে পিটিয়ে খুনের অভিযোগ

Panchayat Poll Live: বাসন্তীতে ভোট দিতে এসে তৃণমূল কর্মী খুন

বাসন্তীতে ভোট দিতে এসে তৃণমূল কর্মী খুন। ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোট দিতে এসে খুন। এলাকায় বোমাবাজির অভিযোগ, বোমার আঘাতে মৃত্যু। মৃতের নাম আনিসুর ওস্তাগার। বোমাবাজির সময় ভোটের লাইনে দাঁড়ানোর সময় মৃত্যু। 

Panchayat Poll Live: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার আবেদন

রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার আবেদন। টিটাগড় থানায় ই-মেল করে আবেদন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর।

Panchayat Poll Live: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার আবেদন

রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার আবেদন। টিটাগড় থানায় ই-মেল করে আবেদন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর।

Panchayat Election Live: উত্তর দিনাজপুরে আক্রান্ত প্রিসাইডিং অফিসার, ভর্তি হাসপাতালে

উত্তর দিনাজপুরে আক্রান্ত প্রিসাইডিং অফিসার, ভর্তি হাসপাতালে। বুথের দরজা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা, মারধর করে। অভিযোগ প্রিসাইডিং অফিসারের।

Panchayat Poll Live: মুর্শিদাবাদ জুড়ে তৃণমূলের ভোটলুঠের অভিযোগ, একসঙ্গে পথ অবরোধ বিরোধীদের

মুর্শিদাবাদ জুড়ে তৃণমূলের ভোটলুঠের অভিযোগ। একজোট হয়ে প্রতিবাদে বাং-কংগ্রেস-বিজেপি-আইএসএফ। বহরমপুর-জঙ্গিপুর রাজ্য সড়ক অবরোধ।

Panchayat Election Live : আরামবাগের আরান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামসা হাইস্কুলে বুথ দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

আরামবাগের আরান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামসা হাইস্কুলে বুথ দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।  আচমকাই ২৪১ নম্বর বুথের ভিতরে ঢুকে পড়ে কয়েকজন। দুটি ব্যালট বক্স তুলে নিয়ে পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। তৃণমূল ছাপ্পা ভোট দিচ্ছিল তাই ব্যালট বক্স পুকুরে ফেলে দিয়েছি, দাবি বিজেপি কর্মীর। মাথাভাঙায় ব্যালট বাক্স নিয়ে দৌড়।

Panchayat Poll Live:দিনহাটায় ব্যালট বক্সে জল ঢেলে দেওয়া হল

দিনহাটায় ব্যালট বক্সে জল ঢেলে দেওয়া হল। ব্যালট বক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোট লুঠের প্রতিবাদে জল ঢেলে হয় বলে দাবি বিজেপির

Panchayat Election Live : ভোটের দিনও পরপর খুন, খড়গ্রাম-রেজিনগর-মানিকচক- চাপড়ায় খুন ৪ তৃণমূল কর্মী

ভোটের দিনও পরপর খুন। কোচবিহারে খুন বিজেপির পোলিং এজেন্ট। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক- চাপড়ায় খুন ৪ তৃণমূল কর্মী। আউশগ্রামে মৃত্যু সিপিএম কর্মীর। 

Panchayat Poll Live: ময়ূরেশ্বরে কাঁদছেন প্রিসাইডিং অফিসার, অসহায় ভোট কর্মীরা

ময়ূরেশ্বরে কাঁদছেন প্রিসাইডিং অফিসার, অসহায় ভোট কর্মীরা

Panchayat Election Live : দিনহাটায় বুথের বাইরেই চলল গুলি!

দিনহাটায় বুথের বাইরেই চলল গুলি!

Panchayat Poll Live: বীরভূমের ময়ূরেশ্বরে ব্যালট পেপারে আগুন

বীরভূমের ময়ূরেশ্বরে ব্যালট পেপারে আগুন। ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৫৬ এবং ৫৭ নং বুথে পুড়িয়ে দেওযা হল ব্যালট পেপার। ব্যালট বাক্স ফেলে দেওয়া হয়েছে পুকুরের জলে। গোটা ঘটনা ঘিরে এলাকা চাঞ্চল্য। 

Panchayat Election Live : কোচবিহারের দিনহাটার ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েতে গুলি

কোচবিহারের দিনহাটার ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েতে গুলি। কালীরপাট স্কুলে ২ বিজেপি কর্মীকে গুলি। 

Panchayat Poll Live: নেই কেন্দ্রীয় বাহিনী, নন্দীগ্রামে ভোট বন্ধ করে দিলেন স্থানীয়রা

নেই কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামে ভোট বন্ধ করে দিলেন স্থানীয়রা। বুথের ভিতরে লুকিয়ে পুলিশ। হলদিয়ায় বাহিনী না পৌঁছনোয় বুথ বন্ধ করলেন বিরোধীরা।

Panchayat Election Live : ভোটে বেলাগাম হিংসা, ২৬ জনের মৃত্য়ু!

ভোটে বেলাগাম হিংসা, ২৬ জনের মৃত্য়ু!

Panchayat Poll Live: মোহনপুর পঞ্চায়েতের ১৪ নম্বর ওয়ার্ডে বোমাবাজি

মোহনপুর পঞ্চায়েতের ১৪ নম্বর ওয়ার্ডে বোমাবাজি। বোমাবাজির অভিযোগ নির্দল প্রার্থী অরিজিৎ দাসের এবং শূন্যে গুলি চালানোর অভিযোগ l ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী। নির্দল প্রার্থীর ক্যাম্প ভাঙচুরের অভিযোগ।

Panchayat Election Live : নদিয়ার চাপড়ার কল্যাণদহে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু

নদিয়ার চাপড়ার কল্যাণদহে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু। আহত আরও ৯ জন তৃণমূল কর্মী। তৃণমূলের দাবি, ভোট দিতে যাওয়ার পথে, কংগ্রেসের দুষকৃতীরা ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। তৃণমূল কর্মীদের এলোপাথাড়ি কোপানো হয়। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মী আমজাদ আলি হালসানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

Panchayat Poll Live: দিনহাটায় ব্যালটে আগুন 

দিনহাটায় ব্যালটে আগুন 

Panchayat Election Live : উত্তর ২৪ পরগনার বিলকান্দায় অবাধে ছাপ্পা ভোটের ছবি!

উত্তর ২৪ পরগনার বিলকান্দায় অবাধে ছাপ্পা ভোটের ছবি! ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টালিভাটা স্কুলে বুথের মধ্যে অবাধে ছাপ্পা ভোট চলার অভিযোগ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই বুথের মধ্যে দেদার ছাপ্পা ভোটের অভিযো

Panchayat Poll Live: ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের নেতড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং বুথে রাতভর ছাপ্পা!

ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের নেতড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং বুথে রাতভর ছাপ্পা!

Panchayat Election Live : আমডাঙায় টেবিলে বোমা রেখে ভোট লুঠ !

আমডাঙায় টেবিলে বোমা রেখে ভোট লুঠ ! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Panchayat Poll Live: কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন

কোচবিহারে ফের ভোটের বলি 
কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন
নিহত বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাস
শাসক দল তৃণমূলের বিরুদ্ধে গুলি করে খুনের অভিযোগ

Panchayat Election Live : মুর্শিদাবাদের নিমতিতায় ব্যালট পেপার ঘাটতি

মুর্শিদাবাদের নিমতিতায় ব্যালট পেপার ঘাটতি। তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ। বুথের বাইরে চলছে বিক্ষোভ

Panchayat Poll Live: সিপিএমের মারে মাথা ফাটল তৃণমূল কর্মীর

ভোটের শুরু থেকেই মুর্শিদাবাদের রানিনগরে দফায় দফায় উত্তেজনা
সিপিএমের মারে মাথা ফাটল তৃণমূল কর্মীর
পাল্টা লাঠিসোটা নিয়ে হামলা শাসকদলের

Panchayat Election Live : ভাঙড় ২ নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলে বোমাবাজির অভিযোগ

মনোনয়ন পর্বের আতঙ্ক ফিরল ভোটের দিনেও
ভাঙড় ২ নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলে বোমাবাজির অভিযোগ
রাস্তার পাশে পড়ে রয়েছে মুড়ি-মুড়কির মতো বোমা
আতঙ্কিত ভোটাররা, ঘটনাস্থলে পুলিশ 

Panchayat Poll Live: এবার মালদার মানিকচকে ভোটের বলি

এবার মালদার মানিকচকে ভোটের বলি
ভোটের সকালে মানিকচকে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন
তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে বোমাবাজি
বোমার আঘাতে মৃত্যু তৃণমূল কর্মীর

Panchayat Election Live : দিনহাটা ১ নম্বর ব্লকে বুথে আগুন

দিনহাটা ১ নম্বর ব্লকে বুথে আগুন। ভোটে আগেই বুথ তছনছ, নথিপত্রে আগুন। আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Panchayat Poll Live: কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন

কোচবিহারে ফের ভোটের বলি। কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন। নিহত বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাস। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে গুলি করে খুনের অভিযোগ

Panchayat Election Live : নির্বাচনের আগে পরপর মৃত্যু, ভোটের বলি বেড়ে ২৩

ভোটের আগে পরপর মৃত্যু। রেজিনগরে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন। বারাসাতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন। ফের খুন খড়গ্রামে। ভোটের বলি বেড়ে ২৩।

Panchayat Poll Live: ভোটের দিন ভাঙড়ে ফের চলল গুলি

ভোটের দিন ভাঙড়ে ফের চলল গুলি। চকমারিয়ায় গুলিবিদ্ধ ২ আইএসএফ কর্মী।তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ

Panchayat Election Live : ভোট পর্বে দিকে দিকে অশান্তি, সন্ত্রাস পরিদর্শনে রাজ্যপাল 

ভোট পর্বে দিকে দিকে অশান্তি, সন্ত্রাস পরিদর্শনে রাজ্যপাল 

Panchayat Poll Live: ভোট শুরু হতেই মুর্শিদাবাদের ইসলামপুরে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ

ভোট শুরু হতেই মুর্শিদাবাদের ইসলামপুরে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ
ভোট দিতে যাওয়ার সময় হামলা
জখম কংগ্রেস কর্মী ইশাহার শেখ সহ ২
হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Panchayat Election Live : মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুনে অভিযুক্তর দেহ উদ্ধার

মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন। কংগ্রেস কর্মী খুনে অভিযুক্তর দেহ উদ্ধার। খড়গ্রামের রতনপুরে উদ্ধার তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ। কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ খুনে অভিযুক্ত ছিলেন তৃণমূল কর্মী সাবিরউদ্দিন। গতকাল নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে যান রাজ্যপাল

Panchayat Poll Live: নির্বাচনের আগে একের পর এক মৃত্যু, ভোটের বলি ২২

নির্বাচনের আগে একের পর এক মৃত্যু, ভোটের বলি ২২

Panchayat Election Live :মুর্শিদাবাদের রেজিনগর থানার ঝিকরাতে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন

মুর্শিদাবাদের রেজিনগর থানার ঝিকরাতে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন। তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে বোমা মেরে খুন। তৃণমূল কর্মী খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

Panchayat Poll Live: উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থকদের বেধড়ক পেটানোর অভিযোগ

পঞ্চায়েত ভোটের সকালেও সন্ত্রাস অব্যাহত। উত্তর ২৪ পরগনার দত্তপুুকুরের কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থকদের বেধড়ক পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

প্রেক্ষাপট

ভোটের (Panchayat Election 2023) আগের রাতেও খুন! বেলডাঙায় তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ। মৃত্যু শাসক দলের কর্মীর। তুফানগঞ্জে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। ৩০দিনে রাজ্যে সন্ত্রাসের বলি ২০।


ফের উত্তপ্ত দিনহাটা (Dinhata)। কংগ্রেস কর্মীকে গুলি।তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের (Congress)। অভিযোগ অস্বীকার শাসক দলের।


ভোটের আগের রাতেও দিকে দিকে সন্ত্রাস! কেশপুরে তৃণমূল-বিজেপি (TMC-BJP Clash) সংঘর্ষ। জাঙ্গিপাড়ায় আক্রান্ত আইএসএফ (ISF)। হাসনাবাদে বিজেপি কর্মীদের মার। বাসন্তীতে আক্রান্ত তৃণমূল।



৩০দিনে ২০ মৃত্যু রাজ্যে। এখনও বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী। তারপরেই হাওড়া। এয়ারলিফট করে লেহ্ থেকে এল কেন্দ্রীয় বাহিনী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.