Panchayat Poll 2023 Live : ভোটে বেলাগাম সন্ত্রাস, কমিশনারকে ফোন করে 'হুমকি' শুভেন্দুর 

WB Panchayat Polls News Live: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 09 Jul 2023 12:00 AM

প্রেক্ষাপট

ভোটের (Panchayat Election 2023) আগের রাতেও খুন! বেলডাঙায় তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ। মৃত্যু শাসক দলের কর্মীর। তুফানগঞ্জে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। ৩০দিনে রাজ্যে সন্ত্রাসের বলি ২০। ফের উত্তপ্ত দিনহাটা (Dinhata)। কংগ্রেস কর্মীকে...More

কোথাও ছাপ্পা রুখতে দল বেঁধে তাড়া, কোথাও দুষ্কৃতীদের বেঁধে মারধর আবার কোথাও দুষ্কৃতীদের ধাওয়া করে বাইকে আগুন ধরাল গ্রামবাসীরা

কোথাও ছাপ্পা রুখতে দল বেঁধে তাড়া, কোথাও দুষ্কৃতীদের বেঁধে মারধর আবার কোথাও দুষ্কৃতীদের ধাওয়া করে বাইকে আগুন ধরাল গ্রামবাসীরা। হুগলি থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পঞ্চায়েত ভোটের দিন জেলায় জেলায় দেখা গেল প্রতিরোধের ছবি। রুখে দাঁড়াতে গিয়ে কোথাও কোথাও ঝরল রক্ত!