Panchayat Poll 2023 Live : ভোট গণনার আগের রাতে দিনহাটায় স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা

WB Panchayat Polls News Live: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 10 Jul 2023 11:25 PM
Panchayat Election LIVE Updates: হুমায়ুন, সৌগতর পর এবার এবার ভোট হিংসা নিয়ে সরব চিরঞ্জিৎ

হুমায়ুন, সৌগতর পর এবার এবার ভোট হিংসা নিয়ে সরব চিরঞ্জিৎ। 'বাঙালি হিসেবে কে লজ্জিত নয়! সবাই লজ্জিত, আমিও লজ্জিত!' 'বিদেশে গিয়েও শুনতে হবে, ভাল লাগবে না শুনতে'। 'বাঙালির বদনাম হয়ে যাচ্ছে বহু বছর ধরে', মন্তব্য বারাসাতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর। 

Panchayat Vote Updates LIVE: ভোট-হিংসা নিয়ে এবার সরব শিল্পী শুভাপ্রসন্ন

ভোট-হিংসা নিয়ে এবার সরব শিল্পী শুভাপ্রসন্ন। 'ভোটে এমন হিংসা দেশে কোথাও হয় না'। 'গণতন্ত্রের উৎসবে এত মৃত্যু! এই সংস্কৃতির বদল দরকার'। 'এত প্রাণ কেন কেন যাবে! এটা মনীষীদের পীঠস্থান'। 'এই বাংলায় পরিবর্তন দরকার'। 'আবার আমরা মিছিল করব, যেমন আগে নেমেছিলাম'। 

Panchayat Election LIVE Updates: নির্বাচনের সময় আইনশৃঙ্খলার দায়িত্ব কমিশনের: সৌগত রায়

'নির্বাচনে হিংসা না হলে ভালো হত, কেউ মারা না গেলে ভালো হত', 'পরিস্থিতি তো সবসময় নিয়ন্ত্রণে থাকে না', নির্বাচনে পরপর মৃত্যুর জেরে প্রতিক্রিয়া সৌগত রায়ের। যদিও নির্বাচনের সময় আইনশৃঙ্খলার দায়িত্ব কমিশনের বলে স্মরণ করিয়েছেন তৃণমূল সাংসদ। 

Panchayat Vote Updates LIVE: ভোট গণনার আগের রাতে দিনহাটায় স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা

ভোট গণনার আগের রাতে দিনহাটায় স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা। স্ট্রংরুমে মুখোমুখি তৃণমূল-বিজেপি, বচসা-হাতাহাতি। জোর করে স্ট্রংরুমে ঢোকার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। স্ট্রংরুমে আগে ঢুকেছে তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপির। 

Panchayat Election LIVE Updates: বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিমের পাল্টা তৃণমূলের 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম!

বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিমের পাল্টা তৃণমূলের 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম! বাংলার ভোটে বেলাগাম সন্ত্রাস, আসছে কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দল। পাল্টা মণিপুরে 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' কমিটি। প্রতিনিধি দলে রবিশঙ্কর প্রসাদ, সত্যপাল সিংহ, রেখা বর্মা, রাজদীপ রায়। বাংলার সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখে কমিটি রিপোর্ট দেবে জেপি নাড্ডাকে। ১৪ জুলাই মণিপুরে ৪ সদস্যের 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম পাঠাচ্ছে তৃণমূল। মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে ডেরেক, কল্যাণ, কাকলি, দোলা সেন। 

Panchayat Vote Updates LIVE: পঞ্চায়েত ভোট সন্ত্রাসে আরও প্রাণহানি, নদিয়ার কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু

পঞ্চায়েত ভোট সন্ত্রাসে আরও প্রাণহানি। এবার নদিয়ার কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু। অভিযোগ, ভোটের দিন তাঁকে ব্য়াপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে মৃত্য়ু হয় আক্রান্তের। মৃতের নাম শুকুর আলি শেখ। বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আনন্দ বাসে। তাঁর পুত্রবধূ সুনীতা বিবি ভালুকা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোটের দিন তাঁর শ্বশুরকে ভোটের বাইরে ব্য়াপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। আজ সকালে অবস্থা গুরুতর হলে, নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Panchayat Election LIVE Updates: 'সূর্যোদয়ের আগে ঘন অন্ধকার থাকে', কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের

পঞ্চায়েত ভোটে লাগামহীন সন্ত্রাস, দিল্লিতে রাজ্যপাল। দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। দেখা করার কথা রাষ্ট্রপতির সঙ্গে। 'সূর্যোদয়ের আগে ঘন অন্ধকার থাকে', 'শীত থাকলে বসন্ত আসবেই, সুড়ঙ্গের শেষে মিলবে আলোর দিশা', কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের। 

Panchayat Vote Updates LIVE: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তিনি। 'রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের এজেন্টের মতো কাজ করেছে', 'কেন্দ্রীয় বাহিনীকে বিপথে চালনা করেছে রাজ্য নির্বাচন কমিশন', 'পঞ্চায়েত ভোটে যত মানুষের মৃত্যু হয়েছে, তার দায় রাজ্য নির্বাচন কমিশনের' মন্তব্য নিশীথ প্রামাণিকের। 

Panchayat Election LIVE Updates: হুমায়ুন, সৌগতর পর এবার এবার ভোট হিংসা নিয়ে সরব চিরঞ্জিৎ

হুমায়ুন, সৌগতর পর এবার এবার ভোট হিংসা নিয়ে সরব চিরঞ্জিৎ। 'বাঙালি হিসেবে কে লজ্জিত নয়! সবাই লজ্জিত, আমিও লজ্জিত!' 'বিদেশে গিয়েও শুনতে হবে, ভাল লাগবে না শুনতে'। 'বাঙালির বদনাম হয়ে যাচ্ছে বহু বছর ধরে', মন্তব্য বারাসাতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর। 

Panchayat Vote Updates LIVE: ভোট দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সিপিএম প্রার্থী

বীরভূমের ময়ূরেশ্বরে, ভোট দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোট শেষের পরই তাঁকে প্রাণে মেরে ফেলা হবে হুমকি দিচ্ছে তৃণমূল। শুধু তাই নয়, তাঁর স্বামীকেও মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে কেঁদে ফেললেন, ময়ূরেশ্বরের ১৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী সাহিনা বিবি। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

Panchayat Election LIVE Updates: ব্যারাকপুরে সিপিএম প্রার্থীর আত্মীয়কে মার, প্রতিবাদে তৃণমূলের পার্টি অফিস ভাঙলেন আক্রান্তর স্ত্রী

ব্যারাকপুরের বাসুদেবপুরে সিপিএম প্রার্থীর আত্মীয়কে মার। প্রতিবাদে তৃণমূলের পার্টি অফিস ভাঙলেন আক্রান্তর স্ত্রী। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সিপিএমের। 

Panchayat Vote Updates LIVE: ভোটের ডিউটিতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশের ২ কনস্টেবল

ভোটের ডিউটিতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশের ২ কনস্টেবল। নদিয়ার গাংনাপুরের বুথের বাইরে গণপিটুনির শিকার কনস্টেবল! পুলিশকে গণপিটুনি, ভাঙল হাত, থেঁতলে গেল শরীরের বিভিন্ন অংশ। বুথের সামনেই পুলিশকে বেধড়ক মার, প্রাণ বাঁচাতে বাড়িতে আশ্রয়। একজন খাটের নীচে লুকিয়ে বাঁচলেও, রেহাই পেলেন না আরেক কনস্টেবল। মাটিতে ফেলে বাঁশ, লাঠি দিয়ে কলকাতা পুলিশকর্মী রাজু দাসকে বেধড়ক মার। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি কনস্টেবল। পালিয়ে একটি বাড়িতে ঢুকে খাটের তলায় লুকিয়ে প্রাণ বাঁচালেন আরও ১ কনস্টেবল। বুথে ঢুকে তৃণমূলের ছাপ্পা, জনরোষের শিকার পুলিশ, দাবি সিপিএমের। একজন পালিয়ে যাচ্ছিল, ছেড়ে দেওয়ায় জনরোষের গণপিটুনি, দাবি সিপিএমের। পুলিশের হামলায় জড়িত বাম-বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের। কনস্টেবলের উপর হামলায় অস্ত্র-সহ ৯জন গ্রেফতার, ধৃতদের জেল হেফাজত। 

Panchayat Election LIVE Updates: বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিমের পাল্টা তৃণমূলের 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম!

বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিমের পাল্টা তৃণমূলের 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম! বাংলার ভোটে বেলাগাম সন্ত্রাস, আসছে কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দল। পাল্টা মণিপুরে 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' কমিটি। প্রতিনিধি দলে রবিশঙ্কর প্রসাদ, সত্যপাল সিংহ, রেখা বর্মা, রাজদীপ রায়। বাংলার সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখে কমিটি রিপোর্ট দেবে জেপি নাড্ডাকে। ১৪ জুলাই মণিপুরে ৪ সদস্যের 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম পাঠাচ্ছে তৃণমূল। মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে ডেরেক, কল্যাণ, কাকলি, দোলা সেন। 

Panchayat Vote Updates LIVE: প্রত্যেক বুথে ১ জন কেন্দ্রীয় বাহিনী, ১ জন রাজ্য পুলিশ থাকলে হিংসা কম হত, মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের

'প্রত্যেক বুথে ১ জন কেন্দ্রীয় বাহিনী, ১ জন রাজ্য পুলিশ থাকলে হিংসা কম হত' মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 'কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ, মানুষ ভয়ও পায়'। 'বিধানসভা, লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকে, তখন হিংসা কম হয়'। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 

Panchayat Election LIVE Updates: পঞ্চায়েতের পুনর্নির্বাচনের দিন নদিয়ার ধুবুলিয়ায় উদ্ধার বিজেপি প্রার্থীর দেওরের পচাগলা মৃতদেহ

পঞ্চায়েতের পুনর্নির্বাচনের দিন নদিয়ার ধুবুলিয়ায় উদ্ধার বিজেপি প্রার্থীর দেওরের পচাগলা মৃতদেহ। ভোটের কয়েকদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন বিজেপি প্রার্থীর দেওর অষ্ট মণ্ডল, দাবি পরিবারের। সকালে পাটখেতের মধ্যে থেকে উদ্ধার দেহ। পরিবার সূত্রে দাবি, ভোটের বেশ কয়েকদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন, বাহাদুরপুর পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সঙ্গীতা মণ্ডলের দেওর অষ্ট মণ্ডল। আজ সকালে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে, পাট ক্ষেতের মধ্য়ে, তাঁর পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খুনের অভিযোগ তুলেছে পরিবার। ধুবুলিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় রাজ্য় সড়ক অবরোধ করে স্থানীয় বিজেপি কর্মীরা। 

Panchayat Vote Updates LIVE: ভোট হিংসা নিয়ে মুখ খুলে দলেরই সাংসদের রোষে ডেবরার তৃণমূল বিধায়ক

ভোট হিংসা নিয়ে মুখ খুলে দলেরই সাংসদের রোষে ডেবরার তৃণমূল বিধায়ক। হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ অপরূপা পোদ্দারের। ঘরের শত্রু বিভীষণ বলে তীব্র আক্রমণ করলেন অপরূপা পোদ্দার। 'বাম আমলে ভোট হিংসায় মৃত্যু নিয়ে চুপ ছিলেন কেন?'। 'তখন বাঙালি হিসেবে লজ্জিত মনে হয়নি?'। 'পুলওয়ামা হামলায় জওয়ানদের মৃত্যু নিয়ে চুপ ছিলেন কেন?'। 'তখন ভারতবাসী হিসেবে গর্বিত, না কি লজ্জিত ছিলেন বলেননি কেন?'। 'চন্দননগরের পুলিশ কমিশনার থাকাকালীন কতজনকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন?'। দলেরই বিধায়ককে ঝাঁঝাল আক্রমণ তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। 

Panchayat Election LIVE Updates: ভোট-হিংসা নিয়ে এবার সরব শিল্পী শুভাপ্রসন্ন

ভোট-হিংসা নিয়ে এবার সরব শিল্পী শুভাপ্রসন্ন। 'ভোটে এমন হিংসা দেশে কোথাও হয় না'। 'গণতন্ত্রের উৎসবে এত মৃত্যু! এই সংস্কৃতির বদল দরকার'। 'এত প্রাণ কেন কেন যাবে! এটা মনীষীদের পীঠস্থান'। 'এই বাংলায় পরিবর্তন দরকার'। 'আবার আমরা মিছিল করব, যেমন আগে নেমেছিলাম'। 

Panchayat Vote Updates LIVE: ব্যালট বাক্স ছিনিয়ে পোড়ানোর অভিযোগে বিজেপি প্রার্থী আটক

ব্যালট বাক্স ছিনিয়ে পোড়ানোর অভিযোগে বিজেপি প্রার্থী আটক। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী ভাবনা সোনার আটক। ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ বিজেপি প্রার্থী ভাবনা সোনারের। 

Panchayat Election LIVE Updates: কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ছাপ্পা ভোট!

কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ছাপ্পা ভোট! পুনর্নির্বাচনেও অশোকনগরে দেদার ছাপ্পা। অশোকনগরের সোলেমানপুরে ৭৩ নম্বর বুথে ছাপ্পা ভোটের ছবি ভাইরাল। ভোটকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনী, ভিতরে রাজ্য পুলিশ। 

Panchayat Vote Updates LIVE: জ্য়াংড়ায় ফের ভুয়ো ভোটার

জ্য়াংড়ায় ফের ভুয়ো ভোটার। এবিপি আনন্দর ক্যামেরার সামনে ধরা পড়ার পরেও পুলিশের হাত থেকে তাঁকে ছাড়িয়ে নিয়ে গেলেন জনৈক ব্যক্তি। পরে দলবল নিয়ে ফিরে এসে চড়াও এবিপি আনন্দের প্রতিনিধির ওপর। এভাবেই আজ জ্য়াংড়ায় পুননির্বাচনের ছবি উঠে এল আমাদের ক্যামেরায়। 

Panchayat Election LIVE Updates: পুনর্নির্বাচনের আগের দিন, দক্ষিণ দিনাজপুরের তপনে সন্ত্রাস

পুনর্নির্বাচনের আগের দিন, দক্ষিণ দিনাজপুরের তপনে সন্ত্রাস। তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে ব্য়াপক বোমাবাজির অভিযোগ। আতঙ্কিত তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুরের বাসিন্দারা । ভোটারদের বাড়িতে গিয়ে হুমকি দেওযার অভিযোগ । এলাকায় গেলে, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

Panchayat Vote Updates LIVE: পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় বোমাবাজি

পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় বোমাবাজি

Panchayat Election LIVE Updates: নিয়োগ দুর্নীতি তদন্তে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি তদন্তে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি তদন্তে অভিষেকের ভূমিকা নিয়ে তদন্ত করবে ইডি-সিবিআই। কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে হস্তক্ষেপ করা মানে তদন্ত বন্ধ করা, জানাল সর্বোচ্চ আদালত। যদিও আর্থিক জরিমানা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট

Panchayat Vote Updates LIVE: আজ সন্ধেয় অমিত শাহের সঙ্গে বৈঠক রাজ্যপালের

রক্তস্নাত পঞ্চায়েত ভোট, ভোটের দিন পরপর মৃত্যু। গতকাল দিল্লি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সন্ধেয় অমিত শাহের সঙ্গে বৈঠক রাজ্যপালের, খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আজ রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন রাজ্যপাল। 

Panchayat Election LIVE Updates: তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের

সংখ্য়ালঘুদের মুখ হিসাবে দলকে চাপে ফেলার চেষ্টা করবেন না। এবার, ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। বাংলায় পঞ্চায়েত ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, বাঙালি হিসাবে আমি খুব মর্মাহত, লজ্জিত। তারই প্রেক্ষিতে টুইটারে অপরূপার এই আক্রমণ।

Panchayat Vote Updates LIVE: ভোট দিতে যেতে দিচ্ছে না তৃণমূল, শ্রীকৃষ্ণপুরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা

ভোট দিতে যেতে দিচ্ছে না তৃণমূল। ভোট দিতে গেলে হুমকি, ভয় দেখানো হচ্ছে। পুনর্নির্বাচনের দিন, এই অভিযোগে, নদিয়ার পলাশাপাড়ার শ্রীকৃষ্ণপুরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। এরইমধ্য়ে, এক তৃণমূল আশ্রিত দুষকৃতীর বাইক পাকড়াও করে ব্য়াপক ভাঙচুর চালায় গ্রামবাসীরা। যদিও সেই দুষ্কৃতী চম্পট দেয় বলে দাবি।

Panchayat Election LIVE Updates: পঞ্চায়েতে ভোট হিংসায় মৃত্যু বেড়ে ৩৮

পঞ্চায়েতে ভোট হিংসায় মৃত্যু বেড়ে ৩৮। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আহত তৃণমূলকর্মীর এনআরএসে মৃত্যু। ভোটের দিন বোমার আঘাতে আহত হয়েছিলেন মইদুল শেখ। কংগ্রেসের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস

Panchayat Vote Updates LIVE: এগরায়  স্ট্রং রুমের বাইরে বিজেপির বিক্ষোভ

এগরায়  স্ট্রং রুমের বাইরে বিজেপির বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য় করে ইটবৃষ্টি। পাল্টা ব্য়াপক লাঠিচার্জ করল পুলিশ। স্ট্রং রুমের ভিতর ব্য়ালট বক্স বদলে দিচ্ছে তৃণমূল, এই অভিযোগ তুলে, রবিবার গভীর রাতে এগরা দু'নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ হঠানো শুরু করলে, পুলিশকে লক্ষ্য় করে ইট ছুড়চে থাকে গেরুয়া বাহিনী। পাল্টা লাঠিচার্জ করে বিক্ষোভ হঠিয়ে দেয় পুলিশ। 

Panchayat Election LIVE Updates: তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য়ার বাড়িতে হামলা

তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য়ার বাড়িতে হামলা। তাঁর বাড়ি সহ আশপাশের বেশ কয়েকটা বাড়িতে ভাঙচুর। অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর স্বামী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ঘটনায় প্রকাশ্য়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। দত্তপুকুরের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য় রিনা দাস। এবার ভোটে টিকিট পাননি তিনি। তবুও দল ছাড়েননি। পঞ্চায়েত ভোটে দলের হয়ে প্রচারেও অংশ নিয়েছেন। অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়িতে এসে হামলা চালায়, গ্রাম পঞ্চায়েতের এক প্রার্থীর স্বামী, স্থানীয় তৃণমূল নেতা রবি দাস ও তার অনুগামীরা। দলের ব্য়ানার ছিড়ে দেওয়া হয়। চলে সিসিটিভি ভাঙচুর। শুধু তৃণমূলের প্রাক্তন সদস্য়ার বাড়িতেই নয়, আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা রবি দাস।  

Panchayat Vote Updates LIVE: হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। গোটা রাজ্য জুড়ে যে সন্ত্রাস চলেছে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিক আদালত, আবেদন মামলায়। বেলা ১২টায় শুনানির সম্ভাবনা

Panchayat Election LIVE Updates: রাজ্যসভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করল তৃণমূল কংগ্রেস

রাজ্যসভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করল তৃণমূল কংগ্রেস। ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়ের নাম তালিকায় । তালিকায় নতুন সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে । আগামী ২৪ জুলাই রাজ্যসভা ভোট

Panchayat Vote Updates LIVE: তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে ব্য়াপক বোমাবাজির অভিযোগ

পুনর্নির্বাচনের আগের দিন, দক্ষিণ দিনাজপুরের তপনে সন্ত্রাস। তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে ব্য়াপক বোমাবাজির অভিযোগ। আতঙ্কিত তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুরের বাসিন্দারা। ভোটারদের বাড়িতে গিয়ে হুমকি দেওযার অভিযোগ। এলাকায় গেলে, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

Panchayat Election LIVE Updates: ব্যালট বাক্স পাল্টানোর অভিযোগে লালগোলা এম এন একাডেমীর স্ট্রং রুমের সামনে বিক্ষোভ

ব্যালট বাক্স পাল্টানোর অভিযোগে লালগোলা এম এন একাডেমীর স্ট্রং রুমের সামনে বিক্ষোভ। বিক্ষোভ কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের। তাদের অভিযোগ কিছু অব্যবহৃত ব্যালট বাক্স রাতের অন্ধকারে কারোর সাথে কিছু আলোচনা না করে লালগোলার বিডিও তার অফিসে নিয়ে আসছিল, তখন রাস্তায় এই গাড়ি দেখার সাথে সাথে কংগ্রেস সিপিআইএম কর্মীরা মিলে গাড়িটিকে আটকায় এবং বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখায়। বেশ কিছু ব্যালট বাক্সতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর করা ছিল। বিক্ষোভকারীদের দাবি ব্যালট পাল্টানোর জন্যই এই ব্যাবস্থা। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

Panchayat Vote Updates LIVE: ভোট দিতে এসে কান্নায় ভেঙে পড়লেন ময়ূরেশ্বরের সিপিএম প্রার্থী

ভোট দিতে এসে কান্নায় ভেঙে পড়লেন ময়ূরেশ্বরের সিপিএম প্রার্থী। ভোট শেষ হলেই মারা হবে, অভিযোগ প্রার্থী সাহিনা বিবির । প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল, অভিযোগ সিপিএম প্রার্থীর

Panchayat Election LIVE Updates: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চে আজ পুনর্নির্বাচন

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চে আজ পুনর্নির্বাচন। ভোটের দিন বাসন্তীর ফুলমালঞ্চের ৯২ নম্বর বুথে ভোট দিতে গিয়ে বোমাবাজিতে মৃত্যু হয় তৃণমূল প্রার্থী রফিয়া ওস্তাগরের দেওর আনিসুর ওস্তাগরের। আজ আবার ভোট গ্রহণ হলেও ভোট দিতে যাবেন না আনিসুরের মা। তাঁর আপশোষ কেন্দ্রীয় বাহিনী থাকলে হয়তো সেদিন অকালে তাঁর ছেলেকে চলে যেতে হত না। 

Panchayat Vote Updates LIVE: পুনর্নির্বাচনে নদিয়ার কল্য়াণীতে সক্রিয় পুলিশ

পুনর্নির্বাচনে নদিয়ার কল্য়াণীতে সক্রিয় পুলিশ। কল্য়াণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের বসন্তপুরের ৬৭ বাই ১ নম্বর বুথে আজ ভোট হচ্ছে। সকাল থেকে দেখা নেই এজেন্টদের। পুলিশকে দেখা গেল মাইকে করে এজেন্টদের ডাকতে। 

Panchayat Vote Updates LIVE: যেসব জায়গায় এখনও ভোটগ্রহণ শুরু হয়নি, সেখানে যত দ্রুত সম্ভব ভোটগ্রহণ শুরু করতে নির্দেশ নির্বাচন কমিশনের

যেসব জায়গায় এখনও ভোটগ্রহণ শুরু হয়নি, সেখানে যত দ্রুত সম্ভব ভোটগ্রহণ শুরু করতে নির্দেশ নির্বাচন কমিশনের

Panchayat Vote Updates LIVE: সন্ত্রাসের পঞ্চায়েত ভোট কেড়ে নিয়েছে তাঁর ছেলেকে

সন্ত্রাসের পঞ্চায়েত ভোট কেড়ে নিয়েছে তাঁর ছেলেকে। পুনর্নির্বাচনে ভোট দিতে গেলেন না, নিহত চিরঞ্জিৎ কারজির মা। শনিবার, কালীরপাট মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের বুথে ভোট শুরুর কিছুক্ষণ পরই, বাইরে গুলির লড়াই শুরু হয়। ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হন চিরঞ্জিৎ কারজি নামে ২৩ বছরের এক ভোটার।প্রায় ১ ঘণ্টা ওই অবস্থাতেই পড়ে থাকেন তিনি। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েও প্রাণ ছিল শরীরে। কিন্তু বেশিক্ষণ জীবনের সঙ্গে লড়াই চালিয়ে রাখতে পারেননি তিনি। ছেলেই নেই। কার হাত ধরে ভোট দিতে যাবেন? তাই আর পুনর্নির্বাচনে গেলেন না মা। 

Panchayat Vote Updates LIVE: পুনর্নির্বাচন ঘিরেও উত্তপ্ত দিনহাটা

পুনর্নির্বাচন ঘিরেও উত্তপ্ত দিনহাটা । দিনহাটার শিবেশ্বরে বোমাবাজি । ভোচ ঘিরে সন্ত্রাসের অভিযোগ

ভোট কেড়ে নিয়েছে তাঁর ছেলেকে, পুনর্নির্বাচনে ভোট দিতে গেলেন না মা

সন্ত্রাসের পঞ্চায়েত ভোট কেড়ে নিয়েছে তাঁর ছেলেকে। পুনর্নির্বাচনে ভোট দিতে গেলেন না, নিহত চিরঞ্জিৎ কারজির মা। শনিবার, কালীরপাট মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের বুথে ভোট শুরুর কিছুক্ষণ পরই, বাইরে গুলির লড়াই শুরু হয়। ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হন চিরঞ্জিৎ কারজি নামে ২৩ বছরের এক ভোটার।প্রায় ১ ঘণ্টা ওই অবস্থাতেই পড়ে থাকেন তিনি। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েও প্রাণ ছিল শরীরে। কিন্তু বেশিক্ষণ জীবনের সঙ্গে লড়াই চালিয়ে রাখতে পারেননি তিনি। ছেলেই নেই। কার হাত ধরে ভোট দিতে যাবেন? তাই আর পুনর্নির্বাচনে গেলেন না মা। 

Panchayat Vote Updates LIVE: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চে আজ পুনর্নির্বাচন

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চে আজ পুনর্নির্বাচন। ভোটের দিন বাসন্তীর ফুলমালঞ্চের ৯২ নম্বর বুথে ভোট দিতে গিয়ে বোমাবাজিতে মৃত্যু হয় তৃণমূল প্রার্থী রফিয়া ওস্তাগরের দেওর আনিসুর ওস্তাগরের। আজ আবার ভোট গ্রহণ হলেও ভোট দিতে যাবেন না আনিসুরের মা। তাঁর আপশোষ কেন্দ্রীয় বাহিনী থাকলে হয়তো সেদিন অকালে তাঁর ছেলেকে চলে যেতে হত না। 

Panchayat Election LIVE Updates: নদিয়ার কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু

পঞ্চায়েত ভোট সন্ত্রাসে আরও প্রাণহানি। এবার নদিয়ার কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু। অভিযোগ, ভোটের দিন তাঁকে ব্য়াপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে মৃত্য়ু হয় আক্রান্তের। মৃতের নাম শুকুর আলি শেখ। বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আনন্দ বাসে। তাঁর পুত্রবধূ সুনীতা বিবি ভালুকা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোটের দিন তাঁর শ্বশুরকে ভোটের বাইরে ব্য়াপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। আজ সকালে অবস্থা গুরুতর হলে, নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

Panchayat Vote Updates LIVE: পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য় করে গুলি চালানোর অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য় করে গুলি চালানোর অভিযোগ। তবে, গুলি লক্ষ্য়ভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে দাবি। কামরুল মল্লিক নামে ওই তৃণমূল কর্মীর পরিবারের দাবি, গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই রাস্তায় তাঁকে ব্য়াপক মারধর করে বেশ কয়েকজন দুষকৃতী। তাঁকে লক্ষ্য় করে গুলি চালানো হয় বলেও অভিযোগ। তবে গুলি মাথার খুব কাছ ঘেঁষে গুলি বেরিয়ে যায় বলে দাবি। যদিও বেলদার এসডিপিও-র দাবি, গুলি চলেনি। পুরনো বিবাদের জেরেই এই ঘটনা।  

Panchayat Election LIVE Updates: পুনর্নির্বাচনের আগে রাতে নাকাশিপাড়ায় গুলি

পুনর্নির্বাচনের আগে রাতে নাকাশিপাড়ায় গুলি। তৃণমূল-সিপিএম সংঘর্ষ, চলল গুলি। নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মী। গুরুতর জখম অবস্থায় ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে। 

Panchayat Vote Updates LIVE: মাকে নিয়ে ভোট দিতে গিয়ে, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে ছেলের

মাকে নিয়ে ভোট দিতে গিয়ে, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে ছেলের। CBI তদন্তের দাবি তুললেন দিনহাটার সেই নিহত ভোটারের বাবা-মা। অন্যদিকে নওদায় নিহত দলীয় কর্মীর বাড়িতে গেলেন অধীর চৌধুরী। চাকুলিয়ায়, যে বুথে খুন হয়েছেন তৃণমূল প্রার্থী, সেখানে রবিবারও দেখা গেল না কোনও পুলিশকে।

Panchayat Election LIVE Updates: পুনর্নির্বাচনের আগে রাতে নাকাশিপাড়ায় গুলি

পুনর্নির্বাচনের আগে রাতে নাকাশিপাড়ায় গুলি। তৃণমূল-সিপিএম সংঘর্ষ, চলল গুলি । নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মী। গুরুতর জখম অবস্থায় ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে

Panchayat Vote Updates LIVE: দিনহাটায় কংগ্রেস প্রার্থী নূর নাহার বিবির বাড়ি লক্ষ্য করে 'গুলি-বোমা'

দিনহাটায় কংগ্রেস প্রার্থী নূর নাহার বিবির বাড়ি লক্ষ্য করে 'গুলি-বোমা'। কেঁদে ফেললেন আতঙ্কিত প্রার্থী। দিনহাটার ১ নম্বর ব্লকের এই বুথে আজ পুনর্নির্বাচন আছে

Panchayat Election LIVE Updates: বাংলায় পঞ্চায়েত ভোট-সন্ত্রাস নিয়ে সরব কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

বাংলায় পঞ্চায়েত ভোট-সন্ত্রাস নিয়ে সরব কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 'আমি সন্ত্রাসের নিন্দা করছি। অবাধ ও স্বচ্ছ নির্বাচন হওয়া উচিত। অবাধ নির্বাচন না হলে গণতন্ত্র থাকবে না'
বাংলায় পঞ্চায়েত ভোট সন্ত্রাসের নিন্দা মল্লিকার্জুন খাড়গের। পঞ্চায়েত ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি অধীর চৌধুরীর। পুনর্নির্বাচনে যেন আইনশৃঙ্খলার অবনতি না হয়, অনুরোধ জানিয়ে চিঠি অধীরের। 

Panchayat Vote Updates LIVE: ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজে 'স্ট্রং রুম ভাঙার চেষ্টা'

ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজে 'স্ট্রং রুম ভাঙার চেষ্টা'! কলেজের বাউন্ডারি ওয়ালে ৬ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া অংশ ভাঙা। বিরোধীদের নজরে এলে এলাকায় উত্তেজনা। শাসকের বিরুদ্ধে ব্যালট লুঠের পরিকল্পনার অভিযোগ। রাতে কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি-সিপিএম-নির্দল প্রার্থীদের সমর্থকদের। কর্মীদের যাতায়াতের জন্য দেওয়াল কেটে রাস্তা তৈরি করা হয়েছে, দাবি বিডিও গার্গী দাসের

প্রেক্ষাপট

পঞ্চায়েত ভোটে (Panchayat Election) বেলাগাম সন্ত্রাস, ছাপ্পা। আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর ৪জন জওয়ান। শনিবার ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ। 


পঞ্চায়েত ভোটে অশান্তির পর হঠাৎ দিল্লিতে রাজ্যপাল। সন্ত্রাস নিয়ে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে, খবর সূত্রের। 


পঞ্চায়েত ভোটে সন্ত্রাস বিস্ফোরক ডেবরার তৃণমূল বিধায়ক।


পঞ্চায়েতে ভোট সন্ত্রাস নিয়ে সরব কংগ্রেসের সভাপতি খাড়গে। 


যেখানে বাহিনী সেখানে মৃত্যু হয়নি। দু-এক জায়গায় শূন্যে গুলি, স্টান গ্রেনেড ব্যবহার। স্পর্শকাতর বুথের তালিকাই দেয়নি কমিশন। বিস্ফোরক অভিযোগ বিএসএফের ডিআইজির।


দিল্লির সঙ্গে মমতার সমঝোতা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বিজেপির প্রতিবাদ করা উচিত। বিস্ফোরক অধীর। বাহিনীকে বসিয়ে রেখে চা খাওয়ানো হয়েছে। দাবি দিলীপের।


দিনহাটায় মায়ের হাত ধরে ভোটকেন্দ্রে গিয়ে খুন ছেলে। তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করেছে, সিবিআই চায় পরিবার। 


পঞ্চায়েতে নির্বাচনে লুঠ, ভোট দিতে না পারার অভিযোগে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় পরপর গাড়ি ভাঙচুর-আগুন বিরোধীদের।


ভোটে কারচুপি, স্ট্রং রুমে ব্যালট বাক্স না থাকার অভিযোগ। মালদার গাজোলে প্রার্থীদের নিয়ে স্ট্রং রুমের ধর্নায় বিজেপি সাংসদ খগেন মুর্মু। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা তৃণমূল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.