Panchayat Poll 2023 Live : ভোট গণনার আগের রাতে দিনহাটায় স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা

WB Panchayat Polls News Live: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 10 Jul 2023 11:25 PM

প্রেক্ষাপট

পঞ্চায়েত ভোটে (Panchayat Election) বেলাগাম সন্ত্রাস, ছাপ্পা। আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর ৪জন জওয়ান। শনিবার ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ। পঞ্চায়েত ভোটে অশান্তির পর হঠাৎ দিল্লিতে রাজ্যপাল।...More

Panchayat Election LIVE Updates: হুমায়ুন, সৌগতর পর এবার এবার ভোট হিংসা নিয়ে সরব চিরঞ্জিৎ

হুমায়ুন, সৌগতর পর এবার এবার ভোট হিংসা নিয়ে সরব চিরঞ্জিৎ। 'বাঙালি হিসেবে কে লজ্জিত নয়! সবাই লজ্জিত, আমিও লজ্জিত!' 'বিদেশে গিয়েও শুনতে হবে, ভাল লাগবে না শুনতে'। 'বাঙালির বদনাম হয়ে যাচ্ছে বহু বছর ধরে', মন্তব্য বারাসাতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর।