Panchayat Poll 2023 Live : শুধু মুখের কথায় কাজ হবে না...জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, বললেন রাজ্যপাল
Panchayat Election 2023 Live Updates: মনোনয়ন ঘিরে জেলায় জেলায় অশান্তি। জেনে নিন পঞ্চায়েত ভোট সম্পর্কিত অন্যান্য আরও খবর
একজন টিকিট পেয়েছেন, আর একজন পাননি। তবে পঞ্চায়েত ভোটে লড়বেন দু'জনেই। জনতার রায় নিতে ভোটের ময়দানে নির্দল প্রার্থী তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী। আর, স্বামী শিবঠাকুর অনুব্রতর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তুলেও টিকিট পেয়েছেন তাঁর স্ত্রী। এটা উপহার, তৃণমূলকে কটাক্ষ বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
পঞ্চায়েত ভোটে প্রার্থী দিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বিভাস অধিকারীর দল। অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে দলটি, নলহাটি ২ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে ৪০টি আসনে প্রার্থী দিয়েছে। এতে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না, মন্তব্য় শাসক দলের।
এবার অভিষেককে চোর চোর স্লোগান, ভিডিও ট্যুইট সুকান্ত মজুমদারের। 'চোর স্লোগানেই যদি এত রাগ হয়, ভাবুন আক্রান্ত বিজেপি প্রার্থীদের কী হচ্ছে', পঞ্চায়েত মনোনয়নে হিংসার প্রসঙ্গ তুলে ভিডিও ট্যুইট বিজেপির রাজ্য সভাপতির।
মনোনয়নপর্বেই বেনজির পরিস্থিতি। দিকে দিকে অশান্তি, রক্তপাত। এই পরিস্থিতিতে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানালেন, "শুধু মুখের কথায় কাজ হবে না। কাজে করে দেখাতে হবে। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন।"
দিকে দিকে, বোমা...গুলির রমরমার মধ্য়েই মনোনয়ন পর্বের শেষবেলাতেও জেলায় জেলায় দলবদলের হিড়িক। কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর... মালদায় দেখা গেল এক ছবি। দলবদলে প্রভাব পড়বে না, বলছে তৃণমূল।
শুধু স্পর্শকাতর এলাকায় নয়, গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্বাগত জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। জানালেন, হাইকোর্টের নির্দেশ মেনে চলবেন।
মনোনয়ন নিয়ে হিংসার মধ্যেই ভাঙড়ে মিলল আরও একজনের দেহ। ভাঙড়ের ২ নম্বর ব্লকের পানাপুকুর এলাকায় মিলল আরও একজনের দেহ। ব্লক অফিসের কাছ মিলল অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ।
২০১৩-র পুনরাবৃত্তি ২০২৩-এ, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা কমিশন-রাজ্য সরকারের। মনোনয়নেই অশান্তি, বাহিনী নিয়ে কমিশনের গড়িমসিতে ক্ষুব্ধ হাইকোর্ট । আগের নির্দেশের পর থেকে এখনও কোনও প্রশংসনীয় পদক্ষেপ করেনি কমিশন। স্পর্শকাতর এলাকার মূল্যায়ন বা চিহ্নিতকরণও করতে পারেনি কমিশন। আরও অপেক্ষা করলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে, বলল হাইকোর্ট।
গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট। শুধু স্পর্শকাতর এলাকা নয়, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা কমিশন-রাজ্য সরকারের। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির। ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে আবেদন জানাবে কমিশন। তৎক্ষণাৎ বাহিনী দিতে হবে কেন্দ্রকে। বাহিনীর খরচ বহন করবে কেন্দ্র।
মনোনয়নের শেষ দিনে ভাঙড়ে মৃত্যুমিছিল, আরও ১ আইএসএফ কর্মী খুন! ভাঙড়ে ২ আইএসএফ কর্মীর মৃত্যু, প্রাণ গেল এক তৃণমূলকর্মীরও!
পঞ্চায়েত নির্বাচনের আগে, মনোনয়নপর্বেই রাজ্য জুড়ে তুমুল অশান্তি। মনোনয়নের শেষ দিনে রক্তপাত চোপডা, ভাঙড়ে। তফসিলি কমিশনের রোষে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। নোটিস ধরানো হচ্ছে তাঁকে। তলব করা হবে দিল্লিতে।
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নে অবাধ সন্ত্রাস। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে নোটিস ইস্যু করবে এসসি কমিশন।
ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ISF কর্মীর। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন নৌশাদ সিদ্দিকি। নিরাপত্তার আবেদন জানিয়ে দ্বারস্থ কমিশনের।
"চোপড়ার ঘটবায় তৃণমূল যুক্ত নয়। ভাঙড়ে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে। আমাদের তরফেও কাল প্রতিরোধ হয়েছে। বাম আমলে কাউকে মনোনয়ন জমা দিতে দেওয়া হত না। প্রশাসনকে বলেিৃছি কড়া পদক্ষেপ করতে হবে", বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইকোর্টের নির্দেশে মনোনয়নে পুলিশি এসকর্টের মধ্যেই হামলা! আইএসএফের ৮২জনকে মনোনয়নের নির্দেশ বিচারপতি মান্থার।
ভাঙড়-কাশীপুর থানা থেকে পুলিশি এসকর্টে নিয়ে যাওয়ার সময় হামলা। শোনপুর বাজারের কাছে হামলা পুলিশ পালাতেই।
মনোনয়নের শেষ দিনেও রক্তাক্ত বাংলা, চোপড়া-ভাঙড়ে নিহত ২। চোপড়ায় বাম-কংগ্রেসের উপর হামলা, গুলিতে নিহত ১, আহত ৩। চোপড়ায় গুলিতে ২জনের মৃত্যু, আহত অন্তত ২০, দাবি মহম্মদ সেলিমের।
৪দিন পার, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়, পুলিশের সামনেই অবাধে সন্ত্রাস! মাথায় গুলিবিদ্ধি হয়ে একজনের মৃত্যু, দাবি আইএসএফ কর্মীদের। মুড়ি-মুড়কির মতো পড়ছে বোমা, শুধুই দর্শক পুলিশ! চোখের সামনে দুষ্কৃতী তাণ্ডব, মিডিয়াকেই আটকাতে ব্যস্ত পুলিশ!
বিডিও অফিসের মধ্যেই আইএসএফ প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই!
চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু, আহত ২০ জন, দাবি CPM-এর। বিকেলে নির্বাচন কমিশনের দফতরে জমায়েতের ডাক। বাম-কংগ্রেস প্রার্থীরা মিছিল করে মনোনয়ন দিতে গেলে গুলি চলে বলে অভিযোগ।
বীরভূমের সাঁইথিয়ার আমোদপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা, বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ। এলাকায় ব্যাপক বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল আমোদপুরেই বিজেপি নেতাকে মাটিতে ফেলে মারধর, অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে।
গতকাল আমোদপুরেই বিজেপি নেতাকে মাটিতে ফেলে মারধর, অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে।
বীরভূমের সাঁইথিয়ার আমোদপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ। এলাকায় ব্যাপক বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল আমোদপুরেই বিজেপি নেতাকে মাটিতে ফেলে মারধর, অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে।
''আমি সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব'', মন্তব্য প্রধান বিচারপতির। আমাদের নির্দেশকে কার্যকর করতে চান না এমন পরিস্থিতি যদি তৈরি করেন নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না, মন্তব্য প্রধান বিচারপতির।
মুর্শিদাবাদের খড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিংয়ের পর এবার উত্তর দিনাজপুরেও মনোনয়ন-হিংসা। মনোনয়ন কেন্দ্রের ৭ কিলোমিটার দূরে চোপড়ার কাঁঠালবাড়ি এলাকায় কংগ্রেস-সিপিএমের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ২ জন।
মুর্শিদাবাদে প্রার্থী নিয়ে তৃণমূলে দ্বন্দ্ব। ক্ষোভ প্রকাশ বিধায়ক হুমায়ুন কবীর, সাহিনা মমতাজ বেগম, রবিউল আলম চৌধুরী ও আব্দুর রজ্জাকের। আলোচনা না করেই মনোনয়ন, দাবি বিক্ষুব্ধদের। টিকিটে ক্ষুব্ধ শাসক বিধায়করাই।
ভাঙড়ে মনোনয়নের শেষদিনেও বোমাবাজি। ১৪৪ ধারাকে আজও বুড়ো আঙুল।পুলিশকে পাত্তা না দিয়ে মনোনয়ন কেন্দ্রের বাইরে অবৈধ জমায়েত শাসক কর্মীদের।
মনোনয়নের শেষ দিনেও ভাঙড় ১ নম্বর ব্লকে অশান্তির আশঙ্কা। মনোনয়ন কেন্দ্রের কিছুটা দূরে নলমুড়ি হাসপাতাল মোড়ে সকাল থেকে জড়ো হচ্ছেন তৃণমূল কর্মীরা। একের পর এক গাড়িতে চড়ে লাঠি হাতে হাজির হচ্ছেন শাসকদলের কর্মী, সমর্থকরা।
নতুন দল গঠন করে নলহাটি-২ ব্লকে প্রার্থীর মনোনয়ন দিলেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারী।
পঞ্চায়েত নির্বাচনের আগে অস্বস্তিতে শাসক শিবির। দিনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মফিজুল হকের বিজেপিতে যোগদান।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের কর্মাধ্যক্ষ্য।
মনোনয়ন জমা দেওয়ার জন্য আর মাত্র ৪ ঘণ্টার মত বাকি রয়েছে।
অশান্তির আবহেই আজ পঞ্চায়েত ভোটের মনোনয়নের শেষ দিন।
পঞ্চায়েত ভোটের আবহে ফের অস্ত্র উদ্ধার হল মালদার ইন্দাসে।
প্রেক্ষাপট
কলকাতা: অশান্তির আবহেই আজ পঞ্চায়েত ভোটের মনোনয়নের শেষ দিন (Panchayat Election 2023)। নির্দেশের পরেও চাওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনী। রায়ের ব্যাখ্যা চেয়ে ফের হাইকোর্টে কমিশন (WB Election Commission)।
ভাঙড়ে বিডিও অফিসের সামনেই পুলিশের উর্দিতে সিভিক ভলান্টিয়ার। প্রশ্নের মুখে আজব সাফাই (Bhangar News)।
পঞ্চায়েত ভোটের জন্য জেলায় জেলায় সিভিকের জন্য তৈরি হচ্ছে পুলিশের উর্দি! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর।
মনোনয়নে বাধার অভিযোগ। বসিরহাট থেকে প্রার্থীদের এনে কমিশনের সামনে বিজেপির বিক্ষোভ। বাধা পেলে কীভাবে এত মনোনয়ন? পাল্টা প্রশ্ন অভিষেকের।
দিকে দিকে মনোনয়নে বাধা, কমিশনে শুভেনদু। ব্যারিকেড খুলে বিজেপি প্রার্থীদের ভিতরে ঢোকানোর চেষ্টা।
২দিন পার, ভাঙড় আছে ভাঙড়েই! দিনভর বোমা-লাঠির দাপাদাপি। মার খেল পুলিশও।
পুলিশের সামনেই দিনভর অশান্ত ভাঙড়। আক্রান্ত এবিপি আনন্দ।
রণক্ষেত্র ক্যানিং। সংঘর্ষ-বোমাবাজি-চলল গুলিও। শাসকের গোষ্ঠীসংঘর্ষে তৃণমূল কর্মীই গুলিবিদ্ধ।
নন্দীগ্রামে টিকিট নিয়ে তৃণমূলের অন্দরেই অসন্তোষ-বিক্ষোভ। চাপের মুখে সুফিয়ানের প্রার্থী পদ প্রত্যাহার। জেলা পরিষদে প্রার্থী করা হল সামশুল ইসলামকে।
পঞ্চায়েতে মনোনয়ন ঘিরে দিকে দিকে অশান্তি। প্রতিবাদে বামেরা। নিষ্ক্রিয়তার অভিযোগে আজ রাজ্য নির্বাচন কমিশনে বাম প্রতিনিধি দল।
শেখ সুফিয়ানের জেলা পরিষদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিল তৃণমূল। তাঁর জায়গায় দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, শামসুল ইসলামকে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -