Panchayat Poll 2023 Live : মনোনয়ন দিলেও মেলেনি প্রতীক, 'বিদ্রোহী' পুরুলিয়ার তৃণমূল নেতা
কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ রাজ্যের। সুপ্রিম কোর্টে বলল কমিশন। পঞ্চায়েত ভোটের আগে দিনহাটায় ফের শ্যুটআউট। পঞ্চায়েতের খবর এক নজরে ।
মনোনয়ন দিলেও মেলেনি প্রতীক, 'বিদ্রোহী' পুরুলিয়ার তৃণমূল নেতা। 'দলের যাতে ভরাডুবি হয়, এবার সেজন্য মাঠে নামব', হুঙ্কার পুরুলিয়ার তৃণমূল জেলা সহ সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায়ের। পুরুলিয়া জেলা পরিষদে মনোনয়ন জমা দেন উত্তম বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দিলেও উত্তম বন্দ্যোপাধ্যায়কে প্রতীক দেয়নি দল। উত্তম বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নিবেদিতা মাহাতোকে প্রার্থী করেছে দল।
বেশ কয়েক ঘণ্টা পার, এখনও বিডিও অফিসে ধর্নায় অধীর। পুলিশের সামনে বিডিও অফিসেই আক্রান্ত কংগ্রেস। বিডিও অফিসেই হামলা, ফর্মভর্তি ব্যাগ নিয়ে দুষ্কৃতীদের লোফালুফি। পুলিশের সামনেই হামলা, মাথা ফাটল কংগ্রেস কর্মীর। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের প্রতীক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ।
প্রার্থী প্রত্যাহার নিয়ে তৃণমূলের সঙ্গেই তৃণমূলের লড়াই! খানাকুলে বিডিও অফিসেই সংঘর্ষ, জেলা পরিষদ প্রার্থীকে ধাক্কা । তৃণমূলেরই বিরুদ্ধে দলেরই জেলা পরিষদ প্রার্থীকে হেনস্থার অভিযোগ ।
২০১৩-র পঞ্চায়েত নির্বাচনে প্রতি জেলায় মোতায়েন করা হয়েছিল ৩০ থেকে ৩৫ কোম্পানি বাহিনী। আর ২০২৩-র পঞ্চায়েত নির্বাচনের জন্য গোটা রাজ্যের জন্য ২২ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি কমিশনের।
মনোনয়ন প্রত্যাহারে চাপ, রাজি না হওয়ায় ভাঙড় ২ নম্বর ব্লকের বেওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিএম প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাঁঠালবেড়িয়া গ্রাম সংসদে সিপিএমের প্রার্থী হয়েছেন সন্ন্যাসী মণ্ডল। অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্যাহার না করায় গতকাল সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। পরিবারের দাবি, আতঙ্কে ঘরছাড়া বাম প্রার্থী। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের।
ফের মনোনয়ন প্রত্যাহারে সাদা থান-সন্ত্রাস! জয়নগরের পর এবার কাঁথি, ফের সাদা থান-সন্ত্রাস! কাঁথিতে বিজেপি প্রার্থীর বাড়িতে পাঠানো হল সাদা থান
সাদা থানের সঙ্গে মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিয়ে চিরকুট! তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহারে অভিযোগ বিজেপির। দলের কোনও যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের।
মনোনয়ন দিলেও মেলেনি প্রতীক, 'বিদ্রোহী' পুরুলিয়ার তৃণমূল নেতা। 'দলের যাতে ভরাডুবি হয়, এবার সেজন্য মাঠে নামব', হুঙ্কার পুরুলিয়ার তৃণমূল জেলা সহ সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায়ের। পুরুলিয়া জেলা পরিষদে মনোনয়ন জমা দেন উত্তম বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দিলেও উত্তম মাহাতোকে প্রতীক দেয়নি দল। উত্তম বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নিবেদিতা মাহাতোকে প্রার্থী করেছে দল।
চোপড়ায় ৮টি গ্রাম পঞ্চায়েতের ২১৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ২১৭টি আসনের মধ্যে মাত্র ২টিতে প্রার্থী দিয়েছিল নির্দল, তাও প্রত্যাহার । ভোটের আগেই চোপড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েতের ২১৭টি আসনে জয় তৃণমূলের। চোপড়ায় পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে একটিতেও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। চোপড়ায় পঞ্চায়েত সমিতির ২৪টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। চোপড়া পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদের ৩টি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল।
মনোনয়ন তুলতে বাইক বাহিনীর দাপাদাপি! তাড়া করলেন সুকান্ত। গঙ্গারামপুরে বিজেপি প্রার্থীর মনোনয়ন তুলতে হুমকি। তাড়া করলেন সুকান্ত, বাইক-গাড়ি ফেলেই দুষ্কৃতীরা চম্পট! তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ।
ভোটের আগেই বীরভূমে ৫ পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের। নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের।৫টি পঞ্চায়েত সমিতিতেই বিরোধীরা প্রার্থী দিলেও পরে প্রত্যাহার। নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের।
সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরে অবশেষে বাহিনী নিয়ে ঘুম ভাঙল কমিশনের । প্রতি জেলায় সম্ভবত ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইতে চলেছে কমিশন: সূত্র । উত্তেজনাপ্রবণ-অতি সংবেদনশীল এলাকার জন্যও আরও বাহিনী চাইতে পারে কমিশন: সূত্র । কেন্দ্রীয় বাহিনী চেয়ে অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিচ্ছে কমিশন।
মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসেই আক্রান্ত কংগ্রেস! প্রতীক জমা দিতে গিয়ে পুলিশের সামনেই হামলা! বড়ঞায় আক্রান্ত কংগ্রেসের নেতৃত্ব, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নৌশাদ সিদ্দিকিকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের
এর আগেও হাইকোর্টেও ধাক্কা খায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। আসন্ন পঞ্চায়েত ভোটে সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় আদালত।
ভোটের আগেই সন্ত্রাস, হাইকোর্টেও ধাক্কা রাজ্যের। হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ। 'ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাট নিয়ে কোর্টের নির্দেশের পরও মনোনয়নের ব্যবস্থা করতে ব্যর্থ পুলিশ', পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার।
প্রাথমিক মূল্যায়নে ৬১,৬৩৬ বুথের মধ্যে ১৮৯টি স্পর্শকাতর, সওয়াল কমিশনের। এই বুথের জন্য কিছু অতিরিক্ত বাহিনীর প্রয়োজন রয়েছে, রাজ্যের কাছে সেই সাহায্য চাওয়া হবে, সওয়াল কমিশনের
'কমিশন কীভাবে হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করতে পারে? আপনারা রাজ্যের কাছে বাহিনী চেয়েছেন, সেই বাহিনী কোথা থেকে এল তাতে আপনাদের কী? বাহিনী রাজ্য থেকে এল , নাকি পাশের রাজ্য থেকে এল , নাকি কেন্দ্রীয় বাহিনী এল, তাতে আপনারা কীভাবে প্রভাবিত হচ্ছেন? আপনাদের এসএলপি-র গ্রহণযোগ্যতা কী?' রাজ্য নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন করেন বিচারপতি।
সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। রাজ্যের এসএলপি খারিজ করল সুপ্রিম কোর্ট
কোচবিহারের দিনহাটায় গতকাল গুলিবিদ্ধ হন তৃণমূল প্রার্থীর স্বামী। আজও এলাকা থমথমে। অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন তৃণমূল কর্মীরা। স্থানীয়দের দাবি, গতকাল সন্ধেয়
বেশ কয়েক রাউন্ড গুলি চলে। সাধারণ মানুষ আতঙ্কিত।
'প্রার্থী দিয়ে তুলে নেওয়া গণতন্ত্রের পরিপন্থী', ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীর প্রস্তাবে প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের।
এতদিন দেখা যেত, ভোটের পর ঘরছাড়া হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্থকরা। এবারের পঞ্চায়েত ভোটে দেখা যাচ্ছে অন্য ছবি। ভোটের আগে, মনোনয়নের পরেই বিভিন্ন এলাকা থেকে ঘরছাড়া হওয়া, কর্মী-সমর্থকদের জন্য় 'সেফ হাউস' তৈরি করল বিজেপি।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার কমিশন বলে, কেন্দ্রীয় বাহিনীকে ডাকা তাদের এক্তিয়ারে পড়ে না, এটা রাজ্য় সরকারের দায়িত্ব। এরপরই সুপ্রিমকোর্ট বলে, যদি বেশি সময় লাগে, তাহলে আবার কলকাতা হাইকোর্টে জানাতে পারতেন। আজ ফের এই মামলার শুনানি হবে সুপ্রিমকোর্টে
পঞ্চায়েত ভোটে কেমন ফল করবে তৃণমূল? ভবিষ্যদ্বাণী করলেন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি কুন্তল ঘোষ। দেখালেন ভিক্ট্রি সাইন। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্য়ায়ের আংটিকাণ্ডে আইজি প্রিজনের রিপোর্টে ক্ষুব্ধ আদালত।
আজ পঞ্চায়েতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নে তৃণমূলকে কড়া টক্কর দিয়েছে আইএসএফ।আর ভোটের আগে 'গুগলি' দিলেন নৌশাদ সিদ্দিকি।
রানিগঞ্জে সিপিএমের পঞ্চায়েত প্রার্থীকে বাইকে চাপিয়ে নিয়ে গিয়ে জোর করে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে, নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম। অন্যদিকে বিজেপির মতো সিপিএমও নানা জায়গায় সেফ হাউস তৈরি করেছে।
এতদিন দেখা যেত, ভোটের পর ঘরছাড়া হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্থকরা। এবারের পঞ্চায়েত ভোটে দেখা যাচ্ছে অন্য ছবি। ভোটের আগে, মনোনয়নের পরেই বিভিন্ন এলাকা থেকে ঘরছাড়া হওয়া, কর্মী-সমর্থকদের জন্য় 'সেফ হাউস' তৈরি করল বিজেপি।
পঞ্চায়েত নির্বাচনে দিলীপ ঘোষের ওয়ার্ডে প্রার্থীই দিতে পারল না বিজেপি ! একই অবস্থা ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমের বুথেও! যা নিয়ে সংগঠন নিয়ে উষ্মাপ্রকাশ করলেন বিজেপি সাংসদ। তৃণমূল অবশ্য কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার কমিশন বলে, কেন্দ্রীয় বাহিনীকে ডাকা তাদের এক্তিয়ারে পড়ে না, এটা রাজ্য় সরকারের দায়িত্ব। এরপরই সুপ্রিমকোর্ট বলে, যদি বেশি সময় লাগে, তাহলে আবার কলকাতা হাইকোর্টে জানাতে পারতেন। আজ ফের এই মামলার শুনানি হবে সুপ্রিমকোর্টে।
মনোনয়ন প্রত্যাহারের জন্যও জেলায় জেলায় বিরোধীদের হুমকি, মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় বাড়িতে চড়াও হয়ে মনোনয়ন তুলতে চাপ, সিপিএম প্রার্থীকে না পেয়ে, তাঁর দাদাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল । হুগলির গোঘাটে সিপিএম নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা।
মনোনয়নপর্বে হাওড়ায় আক্রান্ত হওয়া দলীয় নেতা ও প্রার্থীদের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার। দিলেন পাশে থাকার বার্তা। বিকেলে দক্ষিণ ২৪ পরগনার আক্রান্ত প্রার্থীদের নিয়ে রাজভবনে আসেন তিনি। এনিয়ে, কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
প্রেক্ষাপট
আজ সুপ্রিম-শুনানি: কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাওয়ার কাজ রাজ্যের (West Bengal)। সুপ্রিম কোর্টে (Supreme Court) বলল কমিশন (West Bengal State Election Commission)। বেশি সময় লাগলে হাইকোর্টে জানাতে পারতেন, বলল সর্বোচ্চ আদালত। আজ শুনানি।
পাল্টা মামলা শুভেন্দুর: ৪৮ ঘণ্টা পেরোলেও বাহিনী চায়নি কমিশন। আদালত অবমাননার অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি।
তৃণমূল প্রার্থীর স্বামীকে গুলি: পঞ্চায়েত ভোটের আগে দিনহাটায় ফের শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামী। হামলার অভিযোগ বহিষ্কৃত তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে।
এবার প্রত্যাহার সন্ত্রাস! এবার প্রার্থীপদ প্রত্যাহারেও সন্ত্রাস। রানিগঞ্জে সিপিএম প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে ফাঁড়িতে আটকে রেখে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ। অস্বীকার তৃণমূলের।
ওয়াররুমের পাল্টা পিস রুম! ভোটের আগে সন্ত্রাস, কড়া বার্তা রাজ্যপালের। প্রার্থীদের নিয়ে অভিযোগ জানিয়ে এলেন সুকান্ত।
কন্ট্রোল রুম-তরজা! এক্তিয়ার বহির্ভূত কাজ রাজ্যপালের, আক্রমণে কুণাল। সংবিধান মেনেই ব্যবস্থা, পাল্টা বোস। মুখ্যমন্ত্রীকে ডাকছেন না কেন? পাল্টা প্রশ্ন সেলিমের।
অশান্তির বাংলায় 'শান্তিকক্ষ'! রাজ্যে ৯ দিনে ৭ খুন। অশান্তি রুখতে রাজভবনের কন্ট্রোল রুমে নালিশের পাহাড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -