Panchayat Poll 2023 Live : মনোনয়ন দিলেও মেলেনি প্রতীক, 'বিদ্রোহী' পুরুলিয়ার তৃণমূল নেতা

কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ রাজ্যের। সুপ্রিম কোর্টে বলল কমিশন।পঞ্চায়েত ভোটের আগে দিনহাটায় ফের শ্যুটআউট।পঞ্চায়েতের খবর এক নজরে ।

ABP Ananda Last Updated: 20 Jun 2023 11:41 PM

প্রেক্ষাপট

আজ সুপ্রিম-শুনানি: কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাওয়ার কাজ রাজ্যের (West Bengal)। সুপ্রিম কোর্টে (Supreme Court) বলল কমিশন (West Bengal State Election Commission)। বেশি সময় লাগলে হাইকোর্টে জানাতে পারতেন, বলল সর্বোচ্চ...More

WB Panchayat Poll : মনোনয়ন দিলেও মেলেনি প্রতীক, 'বিদ্রোহী' পুরুলিয়ার তৃণমূল নেতা

মনোনয়ন দিলেও মেলেনি প্রতীক, 'বিদ্রোহী' পুরুলিয়ার তৃণমূল নেতা। 'দলের যাতে ভরাডুবি হয়, এবার সেজন্য মাঠে নামব', হুঙ্কার পুরুলিয়ার তৃণমূল জেলা সহ সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায়ের। পুরুলিয়া জেলা পরিষদে মনোনয়ন জমা দেন উত্তম বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দিলেও উত্তম বন্দ্যোপাধ্যায়কে প্রতীক দেয়নি দল। উত্তম বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নিবেদিতা মাহাতোকে প্রার্থী করেছে দল।