Panchayat Poll 2023 Live : মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রার্থীদের বাড়ি হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পঞ্চায়েত ভোটের আগে ৯ দিনে ৭ খুনকেন্দ্রীয় বাহিনীতে অনড়, হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চেরপঞ্চায়েতের খবর এক নজরে ।

ABP Ananda Last Updated: 19 Jun 2023 11:52 PM

প্রেক্ষাপট

'না ভাঙালে, জেলে ঢোকাও' : দলের শ্রীবৃদ্ধি ঘটাতে ইডি-সিবিআই ( ED CBI )ব্যবহার বিজেপির। মুকুল ( Mukul Roy - Suvendu Adhikari ) শুভেন্দুদের ভাঙানোর পর আমাকেও ভাঙানোর চেষ্টা, না হলে...More

WB Panchayat Poll 2023 : পঞ্চায়েত ভোটের জন্য পরীক্ষা পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে

পঞ্চায়েত ভোটের জন্য পরীক্ষা পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পিছোল বিএ, বিএসসি অনার্স ও জেনারেলের পরীক্ষা ।২৭ জুনের পরিবর্তে পরীক্ষা শুরু হবে ১৫ জুলাই। 'ভোটের কাজে ব্যবহৃত হচ্ছে কলেজ, তাই পিছোচ্ছে প্রায় ৭২ হাজার পড়ুয়ার পরীক্ষা', জানাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।