Panchayat Poll 2023 Live : মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রার্থীদের বাড়ি হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পঞ্চায়েত ভোটের আগে ৯ দিনে ৭ খুন কেন্দ্রীয় বাহিনীতে অনড়, হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের পঞ্চায়েতের খবর এক নজরে ।
পঞ্চায়েত ভোটের জন্য পরীক্ষা পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পিছোল বিএ, বিএসসি অনার্স ও জেনারেলের পরীক্ষা ।২৭ জুনের পরিবর্তে পরীক্ষা শুরু হবে ১৫ জুলাই। 'ভোটের কাজে ব্যবহৃত হচ্ছে কলেজ, তাই পিছোচ্ছে প্রায় ৭২ হাজার পড়ুয়ার পরীক্ষা', জানাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
'রাজ্যপাল সংবিধানের রক্ষাকর্তা, আমি সংবিধান মেনেই কাজ করছি। রাজ্যের মানুষের স্বার্থেই আমি কাজ করব। রাজ্যের মানুষ শান্তিতে থাকলেই আর শান্তিকক্ষের প্রয়োজন হবে না।' পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই বেলাগাম হিংসা নিয়ে কড়া বার্তা রাজ্যপালের।
ভোটের আগেই ৯দিনে ৭জন খুন, রাজভবনে নালিশের পাহাড়। সন্ত্রাসের অভিযোগ নিয়ে রাজভবনের 'পিস রুমে' অজস্র নালিশ। ''কিছু জায়গায় দুষ্কৃতীদের ওয়াররুম, সেইজন্যই রাজভবনে 'পিসরুম''।'বেছে বেছে রিপোর্ট চাই না, মানুষের কথা শুনতে চাই'।'আমি পক্ষপাতদুষ্ট হলে আইন এবং সাধারণ মানুষের জন্য'। তৃণমূলের অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণে রাজ্যপাল।
ফের দিনহাটায় গুলি, আক্রান্ত তৃণমূল প্রার্থীর স্বামী। পঞ্চায়েত ভোটকে ঘিরে রাজ্যে হিংসা চলছেই।
প্রার্থী তালিকায় নাম আসার পরেও দলীয় প্রতীক পেল না প্রার্থীরা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে দলীয় প্রতীক দেওয়া হয়েছে দুর্নীতিগ্রস্থদের ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃনমূল কর্মী সমর্থকরা। রবিবার সন্ধ্যায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। যদিও আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বর। ঘটনা কে ঘিরে শুরু তুঙ্গে রাজনৈতীক তরজা।
ভোটের আগে সন্ত্রাসের অভিযোগে রাজভবনের কন্ট্রোল রুম খোলা নিয়ে তীব্র আক্রমণ করছেন কুণাল ঘোষ। টুইটারে তিনি লিখেছেন, রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। ভোটের সময় বিজেপি-সহ বিরোধীদের উৎসাহ দিচ্ছেন। ৩-৪টি বুথে বিরোধীদের পরিকল্পিত অশান্তি। আমাদের কর্মীদের মৃত্যু। বাকি গোটা রাজ্য স্বাভাবিক। বিরোধীরা এ যাবৎকালের সর্বাধিক মনোনয়ন দিয়েছেন। রাজ্যপাল এসব ঢাকা দিয়ে বিরোধীদের চেয়ারম্যান সাজছেন।
হামলার অভিযোগে প্রার্থীদের নিয়ে ডায়মন্ড হারবার এসডিও অফিসে বামেরা । সন্ত্রাসের অভিযোগে সুজন-শমীকের নেতৃত্বে প্রশাসন-পুলিশের কাছে নালিশ
শুধু হুমকি নয়, রানিগঞ্জে জোর করে সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। রানিগঞ্জে জোর করে সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ।
বাইকে জোর করে তুলে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মনোনয়ন প্রত্যাহার করাতে রানিগঞ্জ ফাঁড়িতে আটকে রাখারও অভিযোগ করেছে সিপিএম।
মনোনয়ন জমা করে আর বাড়ি ফিরতে পারেননি। কবে ফিরতে পারবেন সেটাও জানেন না। কারণ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। তাই মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত ‘আক্রান্ত’ বহু প্রার্থীকে দলের কার্যালয়ে থাকতেই নির্দেশ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তার নির্দেশ মতো বীরভূমের সিউড়ির ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বিজেপির জেলা কার্যালয় ঠাঁই নিয়েছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় শ'দেড়েক প্রার্থী ও প্রস্তাবক।
মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রার্থীদের বাড়ি গিয়ে হুমকির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে পশ্চিম বর্ধমানের অণ্ডালে সিপিএমের অবরোধ। ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ। অভিযোগ অস্বীকার শাসক দলের।
মনোনয়নের শেষ পর্বে রক্তাক্ত ভাঙড়, গ্রেফতারেও 'আমরা-ওরা'? ভাঙড়ে ২ তৃণমূলকর্মী খুনে ৭জন গ্রেফতার। ভাঙড়ে আইএসএফ কর্মী খুনে এখনও গ্রেফতার শূন্য! গণ্ডগোলে জড়িত নয়, তাও গ্রেফতার, দাবি ধৃতের পরিবারের।
মালদার ইংরেজবাজারে বিজেপি প্রার্থীর ভাইকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বাঁধাপুকুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির ২৭ নম্বর আসনে বিজেপি প্রার্থী করেছে নিমাই সিংহকে। অভিযোগ, গতকাল বিকেলে মহারাজপুরে প্রার্থীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষকৃতীরা। বিজেপি প্রার্থীকে না পেয়ে, তাঁর ভাইকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিল কংগ্রেসের প্রতিনিধি দল। তাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের প্রার্থীপদ প্রত্যাহার করতে হুমকি দেওয়া হচ্ছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। ভোটকর্মী থেকে ভোটার, সকলের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথ রক্ষা করারও আবেদন জানিয়েছে কংগ্রেসের প্রতিনিধি দল।
এবার পূর্ব বর্ধমানের রায়নায় বেনজির বিক্ষোভ তৃণমূলের অন্দরে। তৃণমূলের ঘোষিত প্রার্থীরা কেন প্রতীক পাচ্ছেন না ? কেন নির্দল প্রার্থীদের প্রতীক বিলি করা হচ্ছে? বিধায়ক শম্পা ধাড়ার বিরুদ্ধে অভিযোগ ব্লক সভাপতির। ঘোষিত দলীয় প্রার্থীদের বঞ্চিত করে 'গোঁজ' প্রার্থীদের তৃণমূলের প্রতীক দেওয়ার অভিযোগ। রাজ্য থেকে ঠিক করা প্রার্থীরা প্রতীক না পেলে ব্লকের সমস্ত তৃণমূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন বলে হুঁশিয়ারি।
৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বাহিনী চায়নি কমিশন। আদালত অবমাননার অভিযোগ শুভেন্দুর। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি।
৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বাহিনী চায়নি কমিশন। আদালত অবমাননার অভিযোগ শুভেন্দুর। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি।
বাড়িতে চড়াও হয়ে মনোনয়ন তুলতে চাপ, সিপিএম প্রার্থীকে না পেয়ে, তাঁর দাদাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের গিধগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সাইফুল শেখের প্রস্তাবক তাঁর দাদা মুন্না শেখ। অভিযোগ, রক্তাক্ত অবস্থায় বাড়ির কাছে পুলিশ ফাঁড়িতে ছুটে গেলেও সাহায্য মেলেনি। এরপর কাটোয়া থানায় গেলে সিপিএম প্রার্থীর পরিবারকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
'আমি আশঙ্কায় আছি, আমার ওপর হামলা হতে পারে, বিগত দিনেও হয়েছে। সেইজন্য আমি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি', জানালেন নৌশাদ সিদ্দিকি।
ভাঙড়ে শান্তির স্বার্থে পঞ্চায়েতের প্রার্থী প্রত্যাহারেও প্রস্তুত, মুখ্যমন্ত্রী বললে প্রার্থী প্রত্যাহার নিয়েও ভাবব। চাই না কোনও রাজনৈতিক দলের কেউ প্রাণ হারাক। ' মন্তব্য ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির। 'আমি চাই ভাঙড়ের প্রত্যেক মানুষ নিরাপদে থাক, ভাঙড়ে সুষ্ঠু নির্বাচনে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন। ভাঙড়ের শান্তির স্বার্থে মুখ্যমন্ত্রী চাইলে পঞ্চায়েত নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রস্তুত, খুন, হানাহানি চাই না, এই রাজনীতি করতে আসিনি' - মন্তব্য ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির
যা করছি সংবিধানের এক্তিয়ারের মধ্যে থেকেই করছি। রাজ্যের মানুষ ও সংবিধানের প্রতি তিনি দায়বদ্ধ, জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ভাঙড়ে আইএসএফ কর্মী খুনে আরাবুলের বিরুদ্ধে খুনের মামলা। আরাবুল ও তাঁর পুত্র হাকিমুল সহ ২০ জনের বিরুদ্ধে খুনের মামলা পুলিশের। খুনের মামলা রুজু করল কাশীপুর থানার পুলিশ
মনোনয়ন-হিংসার পর এবার প্রত্যাহার-সন্ত্রাস। মালদায় বিজেপি প্রার্থীর ভাইকে অপহরণের অভিযোগ। জাতীয় সড়ক অবরোধ। আরামবাগ-কাটোয়ায় আক্রান্ত বাম প্রার্থী।
রাজভবনেই সন্ত্রাসের অভিযোগ জানাতে পাবলিক পিস রুম। এসেছে শতাধিক অভিযোগ। খুনের আশঙ্কা করে অভিযোগ বিজেপি সাংসদেরও। রাজ্যপালের কড়া সমালোচনায় তৃণমূল।
ভোটের আগে সন্ত্রাসের অভিযোগে রাজভবনের কন্ট্রোল রুম খোলা নিয়ে তীব্র আক্রমণ করছেন কুণাল ঘোষ। টুইটারে তিনি লিখেছেন, 'রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। ভোটের সময় বিজেপি-সহ বিরোধীদের উৎসাহ দিচ্ছেন।'
কাল সুপ্রিম কোর্টে পঞ্চায়েত শুনানি। সুপ্রিম কোর্টে মামলা শোনার আর্জি রাজ্য নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ রাজ্য নির্বাচন কমিশনের। বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়, রাজ্যের, সওয়াল রাজ্য কমিশনের। আপনাদের যদি বেশি সময় লাগে তাহলে কলকাতা হাইকোর্টে জানান, মন্তব্য বিচারপতিদের, মামলায় দৃষ্টি আকর্ষণ রাজ্যের।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের দহকন্দা গ্রামে বোমা বাঁধতে জখম দুষ্কৃতী। আহতের পরিচয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের দাবি, আরিফ হোসেন নামে ওই দুষকৃতী তৃণমূলের ঘনিষ্ঠ।
ভোট কর্মীদের ট্রেনিংয়েও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ডেপুটেশন। প্রত্যেক ট্রেনিংয়ের দিন এভাবেই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তাঁরা। ভোটের আগের দিন সরঞ্জাম নিয়ে বুথে যাওয়ার সময় বাহিনী না থাকলে বুথে যাবেন না বলেও জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে
পঞ্চায়েতের ৬৬টি ও পঞ্চায়েত সমিতির ৭টি আসনে প্রার্থীই দিতে পারল না বিজেপি। বিজেপির তৃণমূল স্তরেই কোনও সংগঠন নেই, সবটাই শুভেন্দুর ঢক্কানিনাদ। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। সাফ করব, পাল্টা হুঙ্কার বিরোধী
দলনেতার।
ভোট সন্ত্রাসের অভিযোগ জানাতে রাজভবনে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। প্রাণহানির আশঙ্কা করে পাবলিক পিস রুমে অভিযোগ জানালেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত। রাজভবন সূত্রে খবর, মুখ্যসচিব ও রাজ্য নির্বাচন কমিশনারকে জানানোর পরই, দার্জিলিঙের জেলাশাসককে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
দিনহাটার বুড়িরহাটে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে উদ্ধার তাজা বোমা। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিজেপির। নিজেরাই বোমা রেখে দোষ চাপাচ্ছে, পাল্টা দাবি করেছে তৃণমূল।
পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জেলায় দলবদল। বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে তৃণমূলের ভাঙন অব্যাহত। নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর গ্রামে ঘাসফুল শিবিরের শতাধিক কর্মী গতকাল নাম লেখালেন পদ্ম শিবিরে।
ভোররাতে মথুরাপুরের দহকন্দা গ্রামে বোমার আঘাতে গুরুতর জখম হলেন এক যুবক। আরিফ হোসেন নামে আহত যুবক শাসক দল ঘনিষ্ঠ বলে বিরোধীদের অভিযোগ। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে।
প্রেক্ষাপট
'না ভাঙালে, জেলে ঢোকাও' : দলের শ্রীবৃদ্ধি ঘটাতে ইডি-সিবিআই ( ED CBI )ব্যবহার বিজেপির। মুকুল ( Mukul Roy - Suvendu Adhikari ) শুভেন্দুদের ভাঙানোর পর আমাকেও ভাঙানোর চেষ্টা, না হলে জেলে ঢোকাও। ধমকে চমকে লাভ নেই। হুঙ্কার অভিষেকের ( Abhishek Banerjee ) ।
৯ দিনে ৭ খুন : পঞ্চায়েত ভোটের আগে ফের খুন। বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খুনের নেপথ্যে বিধায়ক উদয়ন গুহর হাত রয়েছে বলে দাবি করেছে বিজেপি। যদিও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দাবি, রাজনীতি নয়, খুনের নেপথ্যে মহিলা সংক্রান্ত গন্ডগোল থাকতে পারে। অস্বীকার করেছে পরিবার।
কেন্দ্রীয় বাহিনীতে অনড় : কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ নয়। হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। রাজ্য ও কমিশনের পাল্টা সুপ্রিম কোর্টে যাচ্ছেন DA-আন্দোলনকারীরা। ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রাজ্য নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের।
বাহিনী চাওয়া নিয়ে তরজা : ডিএ আন্দোলনকারীদের দাবিকে সমর্থন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। আশঙ্কার যৌক্তিকতা আছে, প্রতিক্রিয়া বিকাশরঞ্জনের। ডিএ আন্দোলনকারীদের বাহিনীর দাবিতে একমত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। আগে চাকরি ছেড়ে, পরে দাবি জানাক আন্দোলনকারীরা। পাল্টা বক্তব্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের।
ট্রেনিংয়েও 'বাহিনী' বিক্ষোভ : ভোট কর্মীদের ট্রেনিংয়েও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ডেপুটেশন। প্রত্যেক ট্রেনিংয়ের দিন এভাবেই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তাঁরা। ভোটের আগের দিন সরঞ্জাম নিয়ে বুথে যাওয়ার সময় বাহিনী না থাকলে বুথে যাবেন না বলেও জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
'২১-এর চেয়েও ভাল ফল' : গতবারের বিধানসভা ভোটের চেয়েও এবারে বেশি ভোট পাবে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের পর ২৪ এর লোকসভাতেও তৃণমূলের দুর্দান্ত ফল হবে বলে আত্মবিশ্বাসী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মনোনয়ন অভিযোগে পাল্টা : ডায়মন্ড হারবারে বিরোধীদের মনোনয়ন না দিতে পারার অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন অভিষেক। ১০০ শতাংশ মনোনয়ন জমা দিতে পেরেছে বিরোধীরা, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
সন্ত্রাস-অভিযোগে পিস রুম : এবার সরাসরি রাজভবনেই জানানো যাবে সন্ত্রাসের অভিযোগ। পাবলিক পিস রুম খুললেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, অভিযোগ পাঠানো হচ্ছে মুখ্য় সচিব ও কমিশনের কাছে। রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন, আক্রমণে তৃণমূল। এই সরকার কারোর নির্দেশ মানে না কোর্টকেও মানে না, কটাক্ষ বিজেপির।
রাজ্যকে তোপ : পঞ্চায়েত ভোটের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে তৃণমূলকে তোপ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির। শুধুমাত্র বিজেপিকেই আক্রমণ করা হচ্ছে তা নয়, বাংলার মানুষের কন্ঠও রোধ করা হচ্ছে বলে মন্তব্য মীনাক্ষী লেখির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -