প্রকাশ সিন্হা, ঝিলম করঞ্জাই ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : রাজ্য় নির্বাচন কমিশনার হিসেবে তাঁর ভূমিকা নিয়ে, গোড়া থেকেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাঁর নেতৃত্বাধীন কমিশনের একাধিক সিদ্ধান্ত নিয়ে, কড়া ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court ) । এই প্রেক্ষাপটে বুধবার, রাজ্য় নির্বাচন কমিশনার রাজীব সিন্হার ( Rajiva Sinha ) জয়েনিং রিপোর্ট রাজ্য়পাল ( C V Ananda Bose ) ফেরত পাঠিয়েছেন বলে সূত্রের খবর। যার জেরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে এবার এই পদে রাজীব সিন্হার ভবিষ্য়ৎ কী? নিয়োগকর্তা জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দেওয়ার ফলে কি তাঁর নিয়োগ প্রশ্নের মুখে পড়ল? পঞ্চায়েত ভোট নিয়ে তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলিরই বা কী হবে?
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্য়ায় বলেন, 'সংবিধানের ২৪৩ কে ধারায় বলছে, রাজ্য় নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন রাজ্য়পাল। এখানে নিয়োগের পর কমিশনার জয়েন করে রিপোর্ট পাঠিয়েছিলেন। রাজ্য়পাল সেটা গ্রহণ করছেন না। ফলে নিয়োগ প্রক্রিয়া প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়াল।'
কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত বলেন, 'এরকম আগে ঘটেনি। কী করা উচিত, সেটা গ্রে এরিয়া। স্পষ্ট বলা নেই, নিয়োগ ও সরানোর বিষয়ে গ্রে এরিয়া। যদি ফেরত পাঠানোর পর মেনে নেন, তাহলে সমস্য়া নেই। যদি চ্য়ালেঞ্জড হয়, তাহলে কমিশনারের প্রত্য়েক সিদ্ধান্তের বৈধতা প্রশ্নের মুখে পড়বে।'
৭ জুন রাজ্য় নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিন্হার নামে সিলমোহর দেয় রাজভবন। দায়িত্ব নিয়ে, পরদিনই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেন তিনি। সেই মনোনয়ন পেশ এবং প্রত্য়াহারের প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন বাকি শুধু ভোট। কিন্তু, রাজ্য়পাল জয়েনিং রিপোর্ট ফেরানোর পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, রাজীব সিন্হার ঘোষণা করা ভোটের নির্ঘণ্ট নিয়ে কি জটিলতা তৈরি হতে পারে?
কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'জয়েনিংটা ফেরত পাঠানো মানে, প্রসেসটা কমপ্লিট হল না। কনসিকোয়েন্সেস ভয়ঙ্কর হবে। অর্থাৎ উনি যেসব অর্ডার পাস করেছেন, তাহলে কমিশনার তখন ছিলেন না। এগুলো আইনত ভয়েড হবে।'
প্রাক্তন রাজ্য় নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে বলেন, ' ভোট প্রক্রিয়া চালু হয়ে গেছে। মাঝে এমনটা হলে অনিশ্চয়তা আসছে। এটা ক্লিয়ার নয়। দেখা যাক কী হয়। কমিশনার না থাকলে ভোট প্রক্রিয়া চলবে কী করে!'
পঞ্চায়েত ভোট নিয়ে আইনি লড়াই চলছিলই। কিন্তু, এবার রাজ্য় নির্বাচন কমিশনারকে নিয়ে রাজ্য়পালের পদক্ষেপে নতুন মোড় নিয়েছে গোটা ঘটনা!