রাজীব চৌধুরী, ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল, কলকাতা :  ২০১৮-র পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) , ২০২১-এর বিধানসভার পর, ২৩-এর সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন। বাংলায় ফের আরেকটা ভোট শেষ হতেই বিভিন্ন জেলা থেকে উঠতে শুরু করেছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। সেই সঙ্গে দিকে দিকে উদ্ধার হচ্ছে বোমা ( Bomb Recovery ) । আবার বঙ্গে বোমার আঘাতে আক্রান্ত শিশুরা। 



মুর্শিদাবাদে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার 

ভোটপর্ব মেটার পর, একদিনে মুর্শিদাবাদের রেজিনগরের ৪টি গ্রাম থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা। গতকাল রাত থেকে একডালা মধুপুর, নাজিরপুর পূর্ব পাড়া, অমরপুর ও ছেতিয়ানি ঘোষপাড়া, এই চারটি গ্রামে অভিযান চালিয়ে প্রচুর বোমা উদ্ধার করে রেজিনগর থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গ্রামে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। 


অন্যদিকে, মুর্শিদাবাদের সালারে সাতসকালে বোমা ফেটে জখম হল দুই শিশু। কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাবলা গ্রামে রাস্তার পাশে ঝোপের মধ্যে সকেট বোমা রাখা ছিল। নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে। বোমা ফেটে গুরুতর জখম হয় ৭ ও ৮ বছরের দুই শিশু। তাদের সালার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের জন্য বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের আশঙ্কা। 


বোমার স্তূপ বীরভূম


ভোটপর্ব মিটলেও বীরভূমে বোমা উদ্ধার চলছেই। এবার মাড়গ্রামে কালভার্টের নিচ থেকে উদ্ধার হল প্লাস্টিকের ড্রাম বোঝাই তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মাড়গ্রামে কালুয়া গ্রাম পঞ্চায়েতের তপন ও মহিল্লাপাড়ার মাঝে ওই এলাকায় কালভার্টের নীচ থেকে ৮০-৮৫টি বোমা উদ্ধার করে পুুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের দাবি। 


দত্তপুকুরে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি


একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা চলাকালীন উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি। অভিযোগের তির আইএসএফের সমর্থনে জয়ী নির্দল প্রার্থীর বিরুদ্ধে। দত্তপুকুরের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের আলগড়িয়ায় তৃণমূলের পার্টি অফিসের ১০০ মিটার দূরে একটি ব্যাগের মেলে ২টি তাজা বোমা। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। তৃণমূলের অভিযোগ, তাদের প্রার্থী শ্রীপদ দাস হেরে যাওয়ার পর, তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেন নির্দল প্রার্থী আহমেদ আলি মণ্ডল। এরপর গতকাল রাতে পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অভিযোগ অস্বীকার নির্দল প্রার্থীর।  

পঞ্চায়েত ভোট ঘোষণার বহু আগে থেকেই বঙ্গ জুড়ে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার শুরু হয়েছিল। গত বছরের শেষাশেষি প্রায়শই বিভিন্ন জেলা থেকে বোমা পাওয়া যাচ্ছিল। বোমা প্রাণও কেড়েছে শিশুর। তারপর ভোট ঘোষণা, মনোনয়ন, ভোটগ্রহণ, ভোটগণনা - সবই হল। কিন্তু বোমা উদ্ধার থামল না। সবথেকে বেদনাদায়ক বিষয়, বোমার আঘাতে ফের আক্রান্ত হল শৈশব।