নয়াদিল্লি: 'বাংলার গণতন্ত্র রক্তস্নাত, মুখ্যমন্ত্রী এখন নির্মম বন্দ্যোপাধ্যায়'। পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে রাজ্যের কড়া সমালোচনায় বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। এ দিন সাংবাদিক বৈঠকের শুরুতেই কাগজ দেখে বাংলায় বলতে শুরু করেন তিনি। ভোটপর্বে রাজ্যের পরিস্থিতির তীব্র নিন্দা করে সম্বিত পাত্র। বলেন, 'বাংলার গণতন্ত্র রক্তস্নাত। এখানে ভোট হলে মানুষের প্রাণ চলে যায়, এখানে নিয়মকানুনের কোনও বালাই নেই। মুখ্যমন্ত্রী নির্মম বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পারিষদরা সরকারি আইনকে ক্ষমতায় টিকে থাকার মেশিন বানিয়েছে। আমি এই ব্যবস্থার তীব্র নিন্দা করি'। 


পঞ্চায়েত ভোটের পরিস্থিতি নিয়ে দফায় দফায় সরব হয়েছেন বিরোধীরা। রাজ্য নিয়ে কথা বলতে সুকান্ত মজুমদারকে ফোনও করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দিলীপ ঘোষ তো প্রায় প্রতিদিনই আক্রমণ শানিয়েছেন শাসকদলের বিরুদ্ধে। গতকাল জানানো হয়েছে, বিধানসভার পর, পঞ্চায়েত ভোট-পর্বের হিংসার খতিয়ান নিতে, ফের রাজ্য়ে আসছে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। সোমবারই চার সদস্য়ের এই দল তৈরির কথা ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কার্যত পাল্টা হিসেবে মণিপুরে চার সাংসদের দল পাঠাচ্ছে তৃণমূলও। 


পঞ্চায়েত ভোটে হিংসার ছবি দেখে রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরই রাজ্য়ে আসছে জে পি নাড্ডার তৈরি, বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম।


সোমবারই এই দল তৈরির কথা জানিয়েছেন তিনি। চার সদস্য়ের এই ফ্য়াক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্য়পাল সিং, বিজেপি সাংসদ রাজদীপ রায় এবং রেখা বর্মা। সূত্রের খবর,চলতি সপ্তাহেই রাজ্য়ে আসতে পারে এই ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। বাংলার বিভিন্ন জায়গা ঘুরে, দিল্লিতে ফিরে তাঁরা জে পি নাড্ডাকে রিপোর্ট দেবেন। এর আগে বিধানসভা ভোট পরবর্তী হিংসা বগটুই হত্য়াকাণ্ড হাঁসখালির গণধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে এ রাজ্য়ে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল বিজেপি। এবার পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই হিংসার তথ্য়তালাশে ফের ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তারা। কার্যত পাল্টা হিসাবে মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে ৪ সাংসদের টিম তৈরি করেছে তৃণমূলও। 


এই দলে থাকবেন ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষদস্তিদার। একদিকে বিজেপি যখন পঞ্চায়েত ভোটপর্বের হিংসার খতিয়ান নিতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে, তখন এই ইস্য়ুতে সরব বয়েছে বিজেপি পন্থী ওয়েস্ট বেঙ্গল ইন্টেলেকচুয়াল ফোরাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে ভোট-হিংসা এবং রাজ্য় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে তারা। এই চিঠিতে সই করেছেন ৪৩ জন। 


যার মধ্য়ে রয়েছেন প্রাক্তন IAS, প্রাক্তন উপাচার্য, অধ্য়াপক, গবেষকরা। বিজেপিপন্থী ওয়েস্ট বেঙ্গল ইন্টেলেকচুয়াল ফোরামের এই চিঠির কপি পাঠানো হয়েছে রাজ্য়পালকেও।