উজ্জ্বল মুখোপাধ্যায়, কোচবিহার : বাড়ির প্রধান রোজগেরে ছিল ছোট ছেলে। কিন্তু ব্যালটে ভোট দিতে গিয়ে, তাঁকে কেড়ে নিয়েছে বুলেট। এবার কীভাবে চলবে সংসার? ভেবে উঠতে পারছেন না, দিনহাটার ( Dinhata ) নিহত চিরঞ্জিত কারজির মা। পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল ( TMC ) ও বিজেপির ( BJP ) নেতৃত্ব।
ডুকরে উঠলেন নিহত চিরঞ্জিত কারজির মা
'আমার ছেলে চলে গেছে, সংসারটা কেমন করে চলবে? আমার স্বামী আছে, আমার ছেলে আছে ... রোজগারের ছেলে আমার চলে গেছে। আমার এখন সংসারটা কে দেখবে?', ডুকরে উঠলেন নিহত চিরঞ্জিত কারজির মা দুলালি কারজি।
ছোট ছেলের সঙ্গে গেছিলেন ভোট দিতে। সেই ভোটই যে ছেলেকে কেড়ে নেবে, তা কি আর কোনও মা কল্পনাতেও ভাবতে পারেন! কিন্তু, সেই মর্মান্তিক বাস্তবটাই ঘটেছে দিনহাটার দুলালি কারজির ক্ষেত্রে!
'আমার সংসার কী করে চলবে?'
৮ জুলাই, মা-কে নিয়ে দিনহাটার কালীরপাট মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে, ভোট দিতে গিয়েছিলেন চিরঞ্জিত। দাঁড়িয়ে ছিলেন ভোটের লাইনে। সেই সময়, আচমকা ভোট কেন্দ্রের বাইরে হামলা চালায় দুষ্কৃতীরা। তাদের ছোড়া গুলিতেই মৃত্যু হয় বছর তেইশের যুবকের।
দাদা ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করেন। আর চিরঞ্জিত দিন মজুরের মূলত তাঁর আয়েই চলত চারজনের সংসার কিন্তু এখন সে চলে যাওয়ায়, গোটা পরিবারের উপর থেকেই যেন ছাদটা সরে গেছে।
নিহত চিরঞ্জিত কারজির মা বললেন, 'আমার দেখার মতো কেউ নেই, খাব কী? কাজ করার আমার সংসারের মাথাটা চলে গেছে। আমার এখন কেমন করে চলবে? ...কাজ তো করছে, আমার স্বামী করছে, ছেলে করছে। আমার ছেলে হচ্ছে উপযুক্ত, মাকে কি কাজ করতে দেয়? উপযুক্ত ছেলে থাকতে? আমার সংসার কী করে চলবে?'
প্রসেনজিৎ কারজির বাবা বলছেন, 'ওর আয়েই মূলত চলত, আমি তো সামান্য টাকা পেতাম। এখন তো আর ফিরে যেতেও পারব না। এই পরিবারকে রেখে যাব কী করে?'
চিরঞ্জিতের রাজনৈতিক পরিচয়
নিপাট এক সাধারণ এক ভোটার হলেও, চিরঞ্জিতের রাজনৈতিক পরিচয় নিয়ে তরজার জল গড়িয়েছে অনেক দূর। তবে এখন তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছে তৃণমূল-বিজেপি সবাই। বৃহস্পতিবার নিহতের বাড়িতে এসেছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজেপি প্রার্থী। মা কেঁদে বললেন, তোমরা পাশে থেকো, না হলে তো আমরা না খেয়ে মরব।...
জয়ী বিজেপি প্রার্থীর আশ্বাস, আমরা আছি, সবসময় আপনার পাশে আছি। অন্যদিকে উদয়ন গুহও বলছেন, ওর দাদা এসেছিল, আমরা কিছু একটা করে দেওয়ার ব্যবস্থা করছি।
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আশ্বাস তো সবাই দিচ্ছেন, কিন্তু আদতে সারাজীবন পরিবারটাকে দেখবে কে ?