শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: এবার রাজনৈতিক অশান্তি (Political Violence) ঠেকাতে গিয়ে পুলিশকর্মীর (Police Personnel) আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল বাসন্তীতে (Basanti)। অভিযোগ, বাসন্তীর কলতলায় তৃণমূল প্রার্থীর মিছিলে (TMC Rally) হামলা চালান নির্দল প্রার্থীর অনুগামীরা। সেই হামলা ঠেকাতে গিয়েই আক্রান্ত হন বাসন্তী থানার এক পুলিশকর্মী। জখম এএসআই-র নাম রঞ্জন দে। আহত হয়েছেন এক তৃণমূলকর্মীও।


কী ঘটেছিল?
বুধবার সন্ধ্যার ঘটনা। বাসন্তীর যুব তৃণমূল নেতা আমান লস্করের নেতৃত্বে একটি দলীয় মিটিং ও মিছিলের আয়োজন করা হয় বাসন্তী থানার অন্তর্গত কাঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের কলতলায়। গত কাল সন্ধেয় যখন তাঁরা মিছিল করে আসছিলেন তখন হঠাৎ নির্দল প্রার্থী নাজিমা খাতুনের বেশ কয়েকজন সমর্থক ওই মিছিলে হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ সেই হামলা ঠেকাতে গেলে তাঁদেরও মারধরের অভিযোগ ওঠে। তাতেই আহন হন বাসন্তী থানার asi রঞ্জন দে। ওই ঘটনায় এক তৃণমূল কর্মীও জখম হন। এই ঘটনায় বাসন্তীর ব্লক যুব তৃণমূল নেতা আমান লস্করের অভিযোগ, তাঁদের কর্মী সমর্থকরা যখন মিছিল করে আসছিলন, তখন নির্দল প্রার্থীর লোকজন তাঁদের উপর অতর্কিত হামলা চালান। এক পুলিশ কর্মীকে মারধরও করেন নির্দল প্রার্থীর লোক জন। তাঁর আরও অভিযোগ, এই নির্দল প্রার্থী নাজিমা খাতুন সর্দার, তৃণমূল নেতা রাজা গাজী ও মন্টু  গাজীর অনুগামী। তাঁদের মদতে আজ এই ঘটনা ঘটেছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাসন্তীর ব্লক তৃণমূল নেতা রাজা গাজী। তিনি বলেন, 'পুলিশের গায়ে যে বা যাঁরা হাত দিয়েছেন, দল তাঁদের সমর্থন করে না। যে বা যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, তাঁরা দলের ফোকাসে থাকার জন্য এই সব বলছেন। এটা মিথ্যা ও ভিত্তিহীন কথা।'

অশান্তি পঞ্চায়েত নির্বাচনে...
এবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই তুমুল অশান্তির সাক্ষী থেকেছে রাজ্য। বিশেষত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় অশান্ত হয়ে ওঠে। বাংলাজুড়ে বিরোধীদের নিধন করা হচ্ছে বলে অভিযোগ করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। পুলিশমন্ত্রী তথা  মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও চান। গত বুধবার নবান্নে পৌঁছে গিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য়ই গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু বুধবার মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা হয়নি নৌশাদের। তারপরে বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। এমনকি মনোনয়নের শেষ দিনেও রক্তাক্ত বাংলা, উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়- হিংসার ঘটনায় নিহত ৩। চোপড়ায় বাম-কংগ্রেসের উপর হামলা, গুলিতে নিহত ১, আহত ৩। ভাঙড়ে সংঘর্ষ, তৃণমূলকর্মী রশিদ মোল্লার মৃত্যু। ভাঙড়ের ২ নম্বর ব্লকে তৃণমূলকর্মীর মৃত্যুর দাবি সওকত মোল্লার । গুলিবিদ্ধ হয়ে মারা যান এক আইএসএফ কর্মীও। এবার বাসন্তীতে আক্রান্ত পুলিশ।


আরও পড়ুন:কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি