আলো: লোকসভা নির্বাচনের প্রচারে অরুণাচল প্রদেশে গিয়ে ফের কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কটাক্ষ, ‘দেশ যখন উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করছে, তখন আপনাদের আনন্দ হয় না? সামাজিক অবস্থান ও আর্থিক অবস্থা নির্বিশেষে সবাই ভারতের সাফল্যে আনন্দিত। কিন্তু কয়েকজন দেশের সাফল্য ও উন্নতি দেখে হতাশ।’


সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অবস্থান নিয়েও বিরোধীদের আক্রমণ করে মোদি বলেছেন, ‘ভারত যখন সন্ত্রাসবাবীদের ঘাঁটিতে ঢুকে তাদের আক্রমণ করছে, তখন বিরোধী দলগুলির অবস্থান কী ছিল আপনারা সবাই দেখেছেন। আমাদের বিজ্ঞানীরা সাফল্য পেলে সেটিকেও খাটো করে দেখানোর চেষ্টা করছে বিরোধীরা। বিরোধীরা সন্ত্রাসবাদীদের ভাষায় কথা বলছে। ভারত যখন নিজের ভূখণ্ড রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তখন একটি প্রতিবেশী দেশকে সমর্থন করেছে বিরোধীরা।’

অরুণাচলের মানুষকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, ‘আপনাদের সমর্থনেই উত্তর-পূর্ব ভারতে অরুণাচলেই প্রথম পদ্ম ফোটে। কেন্দ্রীয় সরকার অরুণাচলের উন্নতি করতে পেরেছে। স্বাধীনতার সাত দশক পর প্রথমবার দেশের রেল মানচিত্রে জায়গা পেয়েছে অরুণাচল।’