কলকাতা: মাত্র কদিন আগে একে অপরের বিরুদ্ধে তিক্ততম লড়াই করেছেন তাঁরা। একজন তুলেছেন সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তো অন্যজন সারদা- নারদা ইস্যু। কিন্তু ভোটের পর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ট্যুইটারে প্রধানমন্ত্রী জানান,

 


একইভাবে মোদী ফোনে অভিনন্দন জানান এআইএডিএমকে নেত্রী জয়ললিতাকেও। ভোটপ্রচারে অবশ্য তৃণমূলের বিরুদ্ধে প্রচারে মোদীর যে তিক্ততা ছিল, ততটা জয়ার বিরুদ্ধে ছিল না। আগে তাঁরা জোটসঙ্গী ছিলেন, এবারও জিএসটি ছাড়া অন্যান্য বিলে এডিএমকের সমর্থন পেয়েছে বিজেপি। তাই তামিলনাড়ুতে ডিএমকে- কংগ্রেস জোটের থেকে এডিএমকের জয় তাদের কাছে অনেক বেশি কাম্য ছিল। ট্যুইটারে প্রধানমন্ত্রী জানিয়েছেন,



একইভাবে তিনি অভিনন্দন জানিয়েছেন অসমে এই প্রথম পদ্ম ফোটানো সর্বানন্দ সোনোয়ালকে, কেরলে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে আসা সমর্থকদেরও প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাতে ভোলেননি।