PM Modi Kanthi Rally Speech LIVE ‘এই দেশে কেউ বহিরাগত নয়, আমরা সবাই এই ভারতভূমির সন্তান’, কাঁথিতে মোদি

PM Modi Kanthi Rally LIVE এই নিয়ে পঞ্চমবার রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন নরেন্দ্র মোদি। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Mar 2021 11:19 AM
PM Modi Kanthi Speech LIVE: ‘আপনি খেলুন, আমরা সেবা করব’, কাঁথিতে মোদি

আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি।  পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি।  তিনি বলেন, ‘ও দিদি, বারবার আমাকে বলতে হচ্ছে, কারণ আপনি শোনেন না। আপনি খেলুন, আমরা সেবা করব। বিজেপির একটাই মন্ত্র, গরিবের বাড়ি, গরিবের সম্মান। দিদি একের পর এক মিথ্যে অভিযোগ করে বেড়াচ্ছেন। নন্দীগ্রামের মানুষকে অপমান করছেন দিদি। নন্দীগ্রামের মানুষ এই অপমানের জবাব দেবেন। আমাদের স্বপ্ন, আমাদের সঙ্কল্প সোনার বাংলা।’

PM Modi Kanthi Rally LIVE: ‘দিদির শাসনে বোমা, বন্দুক, বিস্ফোরণের শুব্দই শুনতে পাওয়া যায়’,  কাঁথিতে মোদি

আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি।  পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি। তিনি বলেন,‘বাংলায় দিদি আপনাদের কোনও হিসেব দিচ্ছেন না। কেউ হিসেব চাইলেই গালি দিচ্ছেন দিদি। দিদির শাসনে বোমা, বন্দুক, বিস্ফোরণের শুব্দই শুনতে পাওয়া যায়। এই ছবি বদলাতে পারে শুধু বিজেপিই।’

PM Modi Kanthi Speech LIVE: ‘এই ভারতে কেউ বহিরাগত নয়, এই দেশে কেউ বহিরাগত নয়’, কাঁথিতে মোদি

আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি।  পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি।  তিনি বলেন, ‘রবি ঠাকুর, বঙ্গিমের বাংলায় বহিরাগতদের কথা বলছেন মমতা। আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়। এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়।’

PM Modi Kanthi Rally LIVE: ‘বিজেপি সরকার গড়লেই, ৩ বছরের বকেয়া টাকা পাবেন কৃষকরা’,  কাঁথিতে মোদি

আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি।  পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি। তিনি বলেন,‘পিএম কিষাণ প্রকল্পের টাকা আসতে দেননি দিদি। বাংলার কৃষকদের সঙ্গে শত্রুতা করেছেন দিদি। বিজেপি সরকার গড়লেই, ৩ বছরের বকেয়া টাকা পাবেন কৃষকরা। সিন্ডিকেটরাজ মেদিনীপুরকে নষ্ট করে দিয়েছে।’

PM Modi Kanthi Speech LIVE: ‘বাংলার কৃষকরা দিদির নির্মমতা ভুলতে পারবেন না’, কাঁথিতে মোদি

আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি।  পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি।  তিনি বলেন, ‘জনতার আওয়াজ শুনেই বিজেপির ইস্তেহার তৈরি হয়েছে। দেশের আত্মনির্ভরতার অন্যতম ভরকেন্দ্র মেদিনীপুর। দিদির সরকার আধুনিক কোল্ড স্টোরেজ, ফুড প্রসেসিংয়ের সুবিধে দেয়নি। লোকালের জন্য ভোকাল, এটাই আমাদের সঙ্কল্প। বাংলার কৃষকরা দিদির নির্মমতা ভুলতে পারবেন না’, কাঁথিতে মোদি।’

PM Modi Kanthi Rally LIVE: ‘বিজেপি সব স্কিমকে স্ক্যাম থেকে মুক্ত করবে’,  কাঁথিতে মোদি

আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি।  পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি। তিনি বলেন,‘বিজেপি সব স্কিমকে স্ক্যাম থেকে মুক্ত করবে। কাটমানি নয়, বিজেপি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেবে। করোনাকালে মহিলাদের জন্য কোটি কোটি টাকা দিয়েছে। মহিলাদের জন্য ঘরে ঘরে জল পৌঁছে দিয়েছে। তৃণমূল সরকার এখানে কিছুই করতে দেয়নি।’

PM Modi Kanthi Speech LIVE: ‘তৃণমূলের খেলা শেষ, বিকাশ শুরু’, কাঁথিতে মোদি

আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি।  পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি।  তিনি বলেন, ‘যেদিকেই তাকাচ্ছি ভিড় আর ভিড়, এই ছবি দেখুন দিদি। এই ছবিই বলছে তৃণমূলের খেলা শেষ, বিকাশ শুরু। বাংলার বিকাশ বিজেপির সঙ্কল্প। বাংলা চায় শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, নারী সুরক্ষা, কৃষক সম্মান। বাংলায় দরকার বিজেপি সরকার।

PM Modi Kanthi Rally LIVE: ‘আপনার খেলা ধরা পড়ে গেছে, মমতাকে দরজা দেখাবে বাংলার মানুষ’,  কাঁথিতে মোদি

আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি।  পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি। তিনি বলেন,‘আপনার খেলা ধরা পড়ে গেছে। ২ মে মমতাকে দরজা দেখাবে বাংলার মানুষ। বাংলার মানুষ আপনার কুশাসনের জবাব দিতে তৈরি। মা-বোনেরা তৃণমূলকে সাজা দিতে তৈরি।’

PM Modi Kanthi Speech LIVE: ‘আগে দেখা পাওয়া যেত না, এখন সরকার দুয়ারে দুয়ারে’, কাঁথিতে মোদি

আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি।  পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি।  তিনি বলেন, ‘দিদি এখন মেদিনীপুরে এসে অজুহাত দিচ্ছেন। আমফানে ক্ষতিগ্রস্তদের জবাব দিতে পারেননি দিদি। ভাইপো উইন্ডোয় কাটমানির টাকা ঢুকে গেছে। বাংলা জানতে চায়, গরিবদের চাল কে লুঠ করেছে। আগে দেখা পাওয়া যেত না, এখন সরকার দুয়ারে দুয়ারে। আপনার খেলা ধরা পড়ে গেছে।’

PM Modi Kanthi Rally LIVE: ‘২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে’,  কাঁথিতে মোদি

আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি।  পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি। তিনি বলেন,‘‘স্বাধীনতার লড়াইয়ে বাংলার অবদান অনেক। সেই অবদানের স্বীকৃতি দেওয়া বিজেপির দায়িত্ব। ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে।’

প্রেক্ষাপট

২৭ মার্চ রাজ্যে প্রথম দফা নির্বাচন। তার আগে আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি।  পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি। এর আগে রবিবার বাঁকুড়ায় প্রচার করেন প্রধানমন্ত্রী। এই নিয়ে পঞ্চমবার রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন নরেন্দ্র মোদি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.