কলকাতা: ভোটের আগে অর্জুন সিং-কে (Arjun Singh) চিঠি দিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। বাংলায় লেখা ওই চিঠিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জয় কামনা করেছেন মোদি। অর্জুন সিং-কে চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, 'ব্যারাকপুর শিল্পোন্নয়নে আপনি ধারাবাহিকভাবে চেষ্টা করেছেন। সংসদে সরব হয়েছেন পাটকল শ্রমিকদের অধিকারের দাবিতে।' লক্ষ্যণীয়ভাবে, ভোট-প্রচারে কংগ্রেস ও INDIA জোটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে চিঠিতে অনুরোধ জানিয়েছেন মোদি। এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অর্জুন সিং।
ব্যারাকপুরে বিতর্কিত পোস্টার:
অর্জুন সিংয়ের লোকসভা কেন্দ্রে এবার বিতর্কিত পোস্টার। পোস্টারে লেখা, খুনিকে ভোট নয়। পোস্টারের ছবিতে দেখা যাচ্ছে, পল্টু সিং নামে এক ব্যক্তি খুলির ওপরে বসে আছেন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নির্দেশেই এ ধরনের পোস্টার লাগানো হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আগামী ২০ মে ভোট রয়েছে ব্য়ারাকপুর লোকসভা কেন্দ্রে, তার আগে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে বিভিন্ন এলাকায় হয়েছে দেওয়াল লিখন।
এর মাঝে ঘোষপাড়া রোডের ইছাপুর এলাকায় দেখা গেল এক বিতর্কিত পোস্টার। পোস্টারের ছবিতে দেখা যাচ্ছে, পল্টু সিং নামে এক ব্যক্তি খুলির ওপরে বসে আছেন। আর সেই পোস্টারের নীচে লেখা খুনিকে ভোট নয়। এমনকী লেখা রয়েছে ব্য়ারাকপুরের একাধিক নিহতের নাম।
অর্জুন সিংয়ের অভিযোগ, 'তাহলে ভাবুন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আইন - শৃঙ্খলা কত খারাপ। যে খুলির উপর আমাকে বসিয়ে রেখে দিয়েছে। আর আমাকে গ্রেফতার করল না। ওঁর দলে থাকলে আমি ভাল লোক, গুড বয়। আর ওঁর দল যেই ছেড়ে দেব তো আমি ব্য়াড বয়। এই হল মমতা ব্য়ানার্জী। পার্থ ভৌমিক আর রাজ চক্রবর্তী, এরা তো সিনেমা বানায়। এইসব নাটক...'
জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম বলেন, 'যাঁদের পরিবারের লোকেরা খুন হয়েছে,যাঁরা সমাজের এই সন্ত্রাসের বিরুদ্ধে। যাঁরা এই খুনির বিরুদ্ধে। যাঁরা এই খুনি পাল্টু রামের বিরুদ্ধে, তারাই হয়তো মেরেছে। এই পাল্টু সিং, এই অর্জুন সিং, বিদায়ী সাংসদ, খুনে সবসময় জড়িত থাকে। তাঁর পেশা হচ্ছে খুন করা।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মায়ের 'মন্ত্র' মেনেই জীবন কাটিয়েছেন মোদি! ২০০১-এ ছেলেকে কী বলেছিলেন হীরাবেন?