PM Modi Rally in Bengal:'যেখানে অন্যদের আশা ব্যর্থ হয়, সেখান থেকে মোদির গ্যারান্টি শুরু', কোচবিহারে বার্তা মোদির

Election 2024: আজ একই জেলায় সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একনজরে দেখে নিন সব আপডেট?

ABP Ananda Last Updated: 04 Apr 2024 06:04 PM

প্রেক্ষাপট

ব্যাটলফিল্ড কোচবিহার (Coochebhar)। একই দিনে, একই জেলায় ২৮ কিলোমিটারের ব্যবধানে আজ নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee Rally)। বেলা ১২টা...More

WB Election Modi Live:'কেন্দ্রের প্রকল্প রাজ্যে লাগু করতে দেওয়া হয় না, মানুষ বঞ্চিত হয়', তৃণমূল সরকারকে নিশানা মোদির

'কেন্দ্রের প্রকল্প রাজ্যে লাগু করতে দেওয়া হয় না, মানুষ বঞ্চিত হয়', আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে তৃণমূল সরকারকে নিশানা মোদির।