নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের দিন ক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি যদিও, কিন্তু ভোটের দামামা বেজে গিয়েছে। সেই আবহে BJP-র তহবিলে ২০০০ টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের নাগরিকদেরও মুক্তহস্তে দান করতে আহ্বান জানিয়েছেন তিনি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও তহবিলে ১০০০ টাকা দান করেছেন। দেশ নির্মাণের লক্ষ্যে সকলকে দান করতে আহ্বান জানিয়েছেন মোদি। (Narendra Modi)


রবিবার সোশ্যাল মিডিয়া পোস্টে BJP-র তহবিলে দান করতে সকলকে আহ্বান জানান মোদি। তিনি লেখেন, 'BJP-র তহবিলে দান করে, বিকশিত ভারত নির্মাণে যোগদান করতে পেরে আমি অত্যন্ত খুশি। NaMo অ্যাপের মাধ্যমে দেশ নির্মাণের জন্য আপনাদের সকলকে দান করতে আহ্বান জানাচ্ছি'। BJP-তে অনুদান দেওয়ায় যে রিসিট পান, তারও ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন মোদি। (Lok Sabha Elections 2024)


গত ১ মার্চ থেকে দলের হয়ে অনুদান সংগ্রহ প্রকল্পের সূচনা করেন নাড্ডা। দলের তহবিলে তিনি ১০০০ টাকা দান করেন। সেই তথ্য নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন নাড্ডা। লেখেন, 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত নির্মাণের যে লক্ষ্য নিয়েছেন, তাতে ব্যক্তিগত ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমি। আসুন, NaMo অ্যাপের মাধ্যমে আমরা সকলে এগিয়ে আসি, দেশ নির্মাণের কাজে হাত লাগাই'।


আরও পড়ুন: Lok Sabha Vote: বাংলার ২০জন-সহ প্রথম দফায় ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির। ABP Ananda Live


ঘটনাচক্রে, রাজনৈতিক দলগুলির আয়ের যে খতিয়ান প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, সেই অনুযায়ী, ২০২২-'২৩ অর্থবর্ষে মোট ৭১৯ কোটি টাকার অনুদান পেয়েছে BJP, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। কারণ ২০২১-'২২ সালে ৬১৪ কোটি টাকা অনুদান পেয়েছিল তারা। সেই তুলনায় আয় কমেছে কংগ্রেসের। ২০২২-'২৩ অর্থবর্ষে ৭৯ কোটি টাকা অনুদান পেয়েছে তারা। ২০২১-'২২ সালে অনুদানের অঙ্ক ছিল ৯৫.৪ কোটি টাকা। 


রাজনৈতিক দলগুলি অনুদান বাবদ যে টাকা পায়, তা আয়করের আওতায় পড়ে না। অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে নির্বাচনী বন্ড বাতিল করেছে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ওই নির্বাচনী বন্ড প্রকল্পের সূচনা করে, যার মাধ্যমে বিভিন্ন কর্পোরেট সংস্থা, বিত্তশালীরা রাজনৈতিক দলগুলিকে অনুদান দিতে পারত। কিন্তু কে, কত টাকা দিয়েছে, তা জানার উপায় ছিল না। ওই প্রকল্পকে অসাংবিধানিক ঘোষণা করে শীর্ষ আদালত। এর পরই, NaMo অ্যাপের মাধ্যমে দলের তহবিলে অনুদান সংগ্রহের কর্মসূচি শুরু করেছে BJP. 


ইংরেজিতে প্রধানমন্ত্রী মোদির নাম এবং পদবীর আদ্যাক্ষর অনুযায়ী NaMo অ্যাপ চালু করা হয়। ওই অ্যাপের মাধ্যমে বিভিন্ন সরকারি এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে নিজেদের মতামত জানাতে পারেন নাগরিকরা।  মানুষের মত বুঝে সেই মতো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই অ্যাপ চালু করা হয়। এর আগে, একাধিক সমীক্ষাও করা হয়েছে ওই অ্যাপ মারফত।