কলকাতা: লোকসভা নির্বাচনের (Loksabaha Election 2024) আগে বড় ঘোষণা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। স্পষ্ট করে দিয়েছেন রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টিও। মঙ্গলবারই ইস্তফা দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি হিসেবে আগামীকালই তাঁর কর্মজীবনের শেষদিন। আগামীকাল কী করবেন তিনি।
আগামীকাল কী করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার বিচারপতি হিসেব ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "কাল আমার যে সামান্য কাজটুকু আদালতে রয়েছে, সেটুকু করে চলে যেতে চাই, যাতে কেউ বলতে না পারেন যে আমার কোনও সিদ্ধান্ত একপেশে হয়েছে। কারণ আমি গত সাত দিন ছুটি নিয়েছিলাম ব্যক্তিগত কারণে। কোনও রায় দিইনি। আগামীকালও আদালতে যখন বসব, শুধু কতগুলি মামলা ছেড়ে দেব, যেগুলি শুনানির জন্য মার্ক করা আছে। তবে রায় দেওয়ার নেই। আর কিছু করব না। আদালত থেকে উঠে আসব। মঙ্গলবার দুপুরে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। হাইকোর্টে মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে দুপুর দেড়টা নাগাদ বাকি সব প্রশ্ন শুনব, উত্তর দেব।''
রবিবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দেওয়ার কথা জানান। লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্তে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়। আগামী সপ্তাহে মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন তিনি। রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতির কাছে ইস্তফাপত্র দেবেন ওইদিনই। সূত্রের খবর, বৃহস্পতিবার ৭ মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। ইস্তফা দেওয়া প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি খুব শীঘ্র রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে এবং সেটা আমি করব মঙ্গলবার। আজ রবিবার। কালকের দিনটাই শুধুমাত্র আমার কাজের দিন হবে, বিচারপতি হিসাবে শেষ কাজের দিন। মঙ্গলবার সকালেই আমি আমার পদত্যাগপত্র ভারতের রাষ্ট্রপতিকে এবং ভারতের প্রধান বিচারপতিকে এবং আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে পাঠিয়ে দেব। তো এই রিজাইন করার নিয়মটা হচ্ছে, যে মুহূর্তে আমি এই চিঠিটা ভারতের রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব, সেই মুহূর্তেই এটা কার্যকরী হবে। ফলে সেই মুহূর্ত থেকে আমি আর বিচারপতি থাকব না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Justice Abhijit Ganguly Exclusive: তৃণমূলের জন্যই রাজনীতিতে পদার্পণ, দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের