Narendra Modi Oath Ceremony LIVE: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির
PM Modi oath ceremony LIVE: আজ ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নরেন্দ্র মোদির। আর কে কে ঠাঁই পাবেন মন্ত্রিসভায়? বাংলা থেকে কারা?
বাংলা পেল ২ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ফের প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। বালুরঘাট, ঠাকুরনগরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস।
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার
চলছে মোদির ক্যাবিনেটের শপথগ্রহণ। এখন শপথ নিচ্ছেন প্রতিমন্ত্রীরা।
মন্ত্রী হিসেবে শপথ সতীশ দুবে, সঞ্জয় শেঠের
মন্ত্রিপদের শপথ নিলেন বাংলার বনগাঁ কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর
মন্ত্রী পদে শপথ কেরলের বিজেপি সাংসদ সুরেশ গোপীর
মন্ত্রী হিসেবে শপথ নিলেন আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল
মন্ত্রীপদে শপথ কৃষ্ণপাল গুর্জরের। শপথ নিয়েছেন আরএলডির জয়ন্ত চৌধুরী
মন্ত্রীপদে শপথ কৃষ্ণপাল গুর্জরের। শপথ নিয়েছেন আরএলডির জয়ন্ত চৌধুরী
মোদিকে ছাড়া তাঁর মন্ত্রিসভায় এমন ছয় জন এলেন, যাঁরা আগে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। শিবরাজ সিংহ চৌহান, রাজনাথ সিংহ, মনোহর লাল খট্টর, সর্বানন্দ সোনোয়াল, এইচডি কুমারস্বামী. জিতনরাম মাঝি
মন্ত্রীপদে শপথ নিলেন অর্জুনরাম মেঘওয়াল
মন্ত্রী হিসেবে শপথ নিলেন উধমপুরের বিজেপি সাংসদ জিতেন্দ্র সিংহ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শপথ নেবেন আরও ৭১ জন মন্ত্রী। ৩০ জন পূর্ণমন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শপথ নেবেন আরও ৭১ জন মন্ত্রী। ৩০ জন পূর্ণমন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী।
মন্ত্রী পদে শপথ জি কিষণ রেড্ডির
মন্ত্রী পদে শপথ নিলেন মনসুখ মান্ডব্য়। পোরবন্দর থেকে জয়ী তিনি।
মোদির মন্ত্রিসভায় হরদীপ সিংহ পুরী। শপথগ্রহণ করলেন তিনি। তিনি রাজ্যসভার সাংসদ
মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কিরেণ রিজিজু। এর আগেও মন্ত্রী ছিলেন তিনি।
মন্ত্রী হিসেবে শপথ অন্নপূর্ণা দেবীর
মন্ত্রী হিসেবে শপথ গজেন্দ্র সিংহ শেখাওয়াতের
মন্ত্রী পদে শপথ ভূপেন্দ্র যাদবের
মন্ত্রী হিসেবে শপথ নিলেন জোতিরাদিত্য সিন্ধিয়া। গুণা কেন্দ্র থেকে জয়ী চারবারের সাংসদ তিনি।
মন্ত্রি হিসেবে শপথ নিলেন অশ্বিনী বৈষ্ণবের
মন্ত্রী হিসেবে শপথ গিরিরাজ সিংহের। শপথ নিলেন ওড়িশার সাংসদ Jual Oram
মন্ত্রী হিসেবে শপথ জুয়েল ওরাওঁয়ের
মন্ত্রী পদে শপথ প্রহ্লাদ জোশীর
মন্ত্রী হিসেবে শপথ টিডিপির রামমোহন নাইডুর
মন্ত্রিসভায় এলেন শিবরাজ সিংহ, মনোহরলাল খট্টর, কুমারস্বামী। এবারও মন্ত্রি হিসেবে শপথ অমিত শাহ, এস জয়শঙ্কর, রাজনাথ সিংহ, নির্মলা সীতারামনের।
মন্ত্রী পদে শপথ সর্বানন্দ সোনোয়ালের।
মন্ত্রী পদে শপথ জেডিইউ-এর লালন সিংহের।
শপথ নিলেন এনডিএ শরিক HAM-এর জিতনরাম মাঝি। গয়া কেন্দ্র থেকে জয়ী ২ বারের সাংসদ তিনি।
মন্ত্রী হিসেবে শপথগ্রহণ বিজেপি সাংসদ ধর্মেন্দ্র প্রধানের। রাজ্যসভার সাংসদ তিনি।
মন্ত্রী হিসেবে শপথগ্রহণ বিজেপি সাংসদ ধর্মেন্দ্র প্রধানের। রাজ্যসভার সাংসদ তিনি।
মন্ত্রী হিসেবে শপথ রাজ্যসভার সাংসদ পীযূষ গোয়েলের
মন্ত্রী হিসেবে শপথ এনডিএ শরিক জেডিএস-নেতা কুমারস্বামীর
মন্ত্রী হিসেবে শপথ এনডিএ শরিক জেডিএস-নেতা কুমারস্বামীর
মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন মনোহর লাল খট্টর। কার্নাল কেন্দ্র থেকে জয়ী তিনি।
ফের মন্ত্রী হিসেবে শপথ নিলেন এস জয়শঙ্কর। রাজ্যসভার সাংসদ তিনি।
শপথ নিলেন নির্মলা সীতারামন। রাজ্যসভার সাংসদ তিনি।
মন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবরাজ সিংহ চৌহান। মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে জয়ী ৬ বারের সাংসদ
মন্ত্রী হিসেবে শপথ জেপি নাড্ডার। তিনি ৩ বারের রাজ্যসভার সাংসদ।
শপথ নিলেন নিতিন গডকড়ী। নাগপুর কেন্দ্র থেকে ৩ বারের সাংসদ তিনি।
শপথগ্রহণ করলেন অমিত শাহ। গাঁধীনগর কেন্দ্র থেকে জয়ী ২ বারের সাংসদ তিনি।
শপথ নিলেন রাজনাথ সিংহ। লখনউ কেন্দ্র থেকে জয়ী চারবারের সাংসদ তিনি
শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। শপথবাক্য পাঠ করাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আর কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথগ্রহণ করাবেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে এসে পৌঁছলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন রাজনাথ সিংহ, কংগ্রেস থেকে আসা জিতিন প্রসাদ। ফের মন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিংহ চৌহান। মন্ত্রিত্ব পেতে পারেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। ফের মন্ত্রী হতে পারেন নাড্ডা, ভূপেন্দ্র যাদব, অর্জুনরাম মেঘওয়াল। ফের মন্ত্রী হতে পারেন এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, নিতিন গডকড়ী, পীযূষ গোয়েল।
আর কিছুক্ষণেই মোদির শপথগ্রহণ। আসছেন অভ্যাগতরা
তৃতীয় লিঙ্গের নাগরিক, নিকাশি কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছলেন এনডিএ-এর অন্যতম শরিক টিডিপি-র প্রধান চন্দ্রবাবু নাইডু
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছলেন এনডিএ-এর অন্যতম শরিক টিডিপি-র প্রধান চন্দ্রবাবু নাইডু
একজন ক্যাবিনেট মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী পেতে পারে টিডিপি, খবর সূত্রের। জেডিইউ পেতে পারে একজন ক্যাবিনেট মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী, খবর সূত্রের। একনাথ শিণ্ডের শিবসেনা, এলজেপি থেকেও এক জন করে মন্ত্রী হতে পারেন। আরএলডি, অজিত পাওয়ারের এনসিপি থেকে এক জন করে মন্ত্রী হতে পারেন। উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন রাজনাথ সিংহ, কংগ্রেস থেকে আসা জিতিন প্রসাদ। ফের মন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিংহ চৌহান।
ফের মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু। নীতীশের দল জেডিইউ থেকে ডাক পেয়েছেন লালন সিংহ, রামনাথ ঠাকুর। টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নায়ডু। আমন্ত্রণ পেলেন জেডিএস-এর কুমারস্বামী। ফোন গেছে অর্জুনরাম মেঘওয়ালের কাছে। ফোন পেয়েছেন এলজেপি-র চিরাগ পাসোয়ান।
আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। আজ সন্ধে ৭.১৫ টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি। মোদির সঙ্গে ৫২-৫৫ জন মন্ত্রী শপথ নিতে পারেন। ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ নিতে পারেন ১৯-২২ জন। প্রতিমন্ত্রী পদে শপথ নিতে পারেন ৩৩-৩৫ জন।
নতুন মন্ত্রিসভার শপথের আগে মোদির বাড়িতে চা-চক্র। মোদির বাসভবনে অমিত শাহ, জে পি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান। মোদির বাসভবনে নেই অনুরাগ ঠাকুর। চা-চক্রে রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল, চিরাগ পাসোয়ান।
প্রেক্ষাপট
আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি (PM Modi )। আজ সন্ধে ৭.১৫: রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি। মোদির (Narendra Modi) সঙ্গে ৫২-৫৫ জন মন্ত্রী শপথ নিতে পারেন। ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ নিতে পারেন ১৯-২২ জন। প্রতিমন্ত্রী পদে শপথ নিতে পারেন ৩৩-৩৫ জন। মোদির নতুন মন্ত্রিসভায় বাংলা থেকে মুখ কারা? ভাবী মন্ত্রীদের সঙ্গে চা-চক্রে যোগ দেবেন মোদি। মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য যাচ্ছে ফোন। বাংলা থেকে ফোন পেলেন শান্তনু ঠাকুর। ফের মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু। নীতীশের দল জেডিইউ থেকে ডাক পেয়েছেন লালন সিংহ, রামনাথ ঠাকুর। টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নায়ডু। আমন্ত্রণ পেলেন জেডিএস-এর কুমারস্বামী। ফোন গেছে অর্জুনরাম মেঘওয়ালের কাছে। ফোন পেয়েছেন এলজেপি-র চিরাগ পাসোয়ান। হামের জিতনরাম মাঝিও পেয়েছেন মন্ত্রিত্বের জন্য ফোন কল। একজন ক্যাবিনেট মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী পেতে পারে টিডিপি, খবর সূত্রের। জেডিইউ পেতে পারে একজন ক্যাবিনেট মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী। একনাথ শিণ্ডের শিবসেনা, এলজেপি থেকেও এক জন করে মন্ত্রী হতে পারেন। আরএলডি, অজিত পাওয়ারের এনসিপি থেকে এক জন করে মন্ত্রী হতে পারেন। উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন রাজনাথ সিংহ, কংগ্রেস থেকে আসা জিতিন প্রসাদ। ফের মন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিংহ চৌহান। মন্ত্রিত্ব পেতে পারেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। ফের মন্ত্রী হতে পারেন নাড্ডা, ভূপেন্দ্র যাদব, অর্জুনরাম মেঘওয়াল। ফের মন্ত্রী হতে পারেন এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, নিতিন গডকড়ী, পীযূষ গোয়েল।
আরও পড়ুন: মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার, বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় ২ সাংসদ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -