কমলকৃষ্ণ দে, বর্ধমান: বির্তকিত মন্তব্য থেকে বেনজির আক্রমণ, দিলীপ ঘোষকে নিয়ে চর্চার শেষ নেই রাজ্য রাজনীতিতে। তবে তিনি দিলীপ ঘোষ। তাঁর বির্তক ও চর্চার মাঝে চমক থাকবে না তা কী করে হয়! ইদের দিন তিনি সেই রকমই চমক দিলেন। এমনকী চমকে দিলেন শাসকদলকেও! 


এবার অবশ্য কোনও হালকা কথা বলে নয়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণের কর্মসূচি শেষ করে তিনি তাঁর নির্ধারিত সূচী অনুযায়ী  বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভাতাড়ে যাচ্ছিলেন ভোট প্রচারে। সেই সময় যাওয়ার পথে তিনি ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে। 


সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে ইদের অনুষ্ঠানের জন্য জলসত্রের আয়োজন করা হয়। তখন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি তা উপস্থিত ছিলেন। দিলীপ ঘোষ জলসত্রের উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকে মাইক হাতে সবাইকে ইদের শুভেচ্ছা জানান। মিনিট পাঁচেক ওখানে থাকার পর অবশ্য তিনি তার নির্ধারিত কর্মসূচির জন্য ভাতাড়ের ওড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।   


কিন্তু হঠাৎ তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষ কেন? এ প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, "আমাকে ডাকেন তাঁরা, শরবত খেতে দেন, বলেন বসুন, ওদের ক্যাম্পে গিয়ে বসি, শুভেচ্ছা বিনিময় করি, কোলাকুলি করি। ওদের মাইকে ভাষণ দিয়ে বলি সম্প্রীতির ভালোবাসার ইদ, গাজন, নীল এবং বাংলা নববর্ষ, রামনবমী আসছে সমস্ত অনুষ্ঠান যেন সৌহার্দ্য পূর্ণ পরিবেশে পালন হয়"। 


আরও পড়ুন, 'আমি ঈশ্বর প্রদত্ত...', নিজের নেতৃত্ব নিয়ে ভোটের আগে মুখ খুললেন মোদি


পাশাপাশি সৌজন্য জানিয়ে বর্ধমান ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য জানান, ধর্ম যার যার, উৎসব সবার যখন জলসত্র অনুষ্ঠান চলছিল, পথ চলতি মানুষকে শরবত খাওয়াচ্ছিলাম, দিলীপ ঘোষ ওখান দিয়ে যাচ্ছিলেন আমরা সৌজন্যের বিনিময়ে ওঁকেও শরবত দিই। উনি গাড়ি থেকে নেমে আসে এবং মঞ্চে যান এবং সবাইকে ধন্যবাদ জানান। আমরা সৌজন্যতে বিশ্বাসী।                                                  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে