সুনীত হালদার, হাওড়া:  ভোটের ফলপ্রকাশের পর দিকে দিকে হিংসার চেনা ছবি। এবার অশান্তির অভিযোগ হাওড়ার বাঁকড়ার সানাপাড়ায় (CPM Booth Agent Shop Vandalized)। গতকাল অর্থাৎ বুধবার রাতে, সেখানে সিপিএমের এক বুথ এজেন্টের দোকানে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। আঙুল তৃণমূল কর্মীদের একাংশের দিকে। পরিস্থিতি সামলাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ছুটে আসে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।


যা জানা গেল...
প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, তাতে গত কাল, বাঁকড়ার সানাপাড়ায় তৃণমূল কর্মীরা বাঁকড়া দু'নম্বর পঞ্চায়েত সদস্য জাকির হোসেন জমাদারের নেতৃত্বে কয়েক দফা বিজয় মিছিল বের করেন। সেই বিজয় মিছিলে সবুজ আবির খেলার পাশাপাশি পটকা ফাটানো শুরু হয়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকড়ায় এক সিপিএম এজেন্টের দোকানের সামনে দিয়ে বিজয় মিছিল যাওয়ার সময় হঠাৎই মারমুখী হয়ে ওঠেন তাঁরা, এমনই অভিযোগ। লাঠি হাতে দল বেঁধে সিপিএমের বুথ এজেন্টের দোকানে ভাঙচুর চালানো হয় বলে দাবি। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে। দোকান মালিক, খলিলুর রহমান সানার দাবি, তাঁর ভাই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের নির্বাচনী বুথ এজেন্ট ছিল। ভোটের দিন তাঁরা বুথ রক্ষা করায় তৃণমূলের চক্ষুশূল হয়ে ওঠেন। তাই ফল বেরোতেই স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকির হোসেনের নেতৃত্বে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। 
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার পরিস্থিতি এখন থমথমে হয়ে রয়েছে। তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকির বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। তবে  দোকানে যে ভাঙচুর হয়েছে, সে কথা শুনেছেন।


বিজেপি নেতার বাড়ি ভাংচুর...
হিংসার অভিযোগ যে শুধু হাওড়া থেকে এসেছে, তা নয়। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে যেমন বিজেপি সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটে। বুধবার রাতের ঘটনা। বিজেপির রাজ্য এসসি মোর্চা ফিসারি ডিপার্টমেন্টের ইনচার্জ তথা জয়নগর সাংগঠনিক জেলার মুখপাত্র সঞ্জয় নায়েকের বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। রাত পৌনে নটা নাগাদ সঞ্জয়ের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। ইট, লাঠি, রড দিয়ে হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় বাড়ির জানলা, দরজা। ঘটনার পর থেকে আতঙ্কিত সঞ্জয়ের পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


 


আরও পড়ুন:দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?