সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বিজেপির (BJP Road Block) পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার উত্তর দিনাজপুরের (Uttar Dinjapur) চাকুলিয়া (Chakulia) থানার রামপুরে। ভোট-সন্ত্রাসের অভিযোগ এনে এদিন রামপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক ও পরে রামপুর-চাকুলিয়া রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, গত কাল রাতে একের পর এক বুথ দখল করেছে তৃণমূল। এসব যখন চলছে, তখন কার্যত নিষ্ক্রিয় ছিল পুলিশ প্রশাসন, আরও অভিযোগ বিজেপির। 


কী অভিযোগ বিজেপির?
এদিন বিজেপির এই অবরোধ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় সরকারি বাস। জখম হন বাসের চালক। যদিও বিজেপির দাবি, দুষ্কৃতীদের ফেলে যাওয়া গাড়িতেই আগুন লাগানো হয়। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এবার ভোটের দিনও একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেছিল। গত কাল, উত্তর দিনাজপুরের চাকুলিয়াতেই এক তৃণমূল প্রার্থীকে কুুপিয়ে খুনের অভিযোেগ তুমুল হইচই শুরু হয়। নিহতের নাম মহম্মদ শাহেনশা। বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা অঞ্চলের ১৯২ নম্বর বুথের ওই প্রার্থীকে খুন করেছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ ছিল এমনই। প্রাথমিক ভাবে শোনা যায়, যে তাঁকে বুথের বাইরে এনে খুন করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। স্বয়ং জেলা তৃণমূল সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল এই অভিযোগ আনেন। গোটা ঘটনায় আরও ১০ থেকে ১২ জন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলেও খবর।


অশান্তি চলছেই...
শুধু চাকুলিয়া নয়, এদিন রাজ্যের নানা প্রান্ত থেকেই অশান্তির খবর মিলেছে। তালিকায় অন্যতম মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। রবিবার সকাল থেকে হিরানন্দপুরে নির্দল ও তৃণমূল সমর্থকদের বচসাকে কেন্দ্র করে শুরু হয় দফায় দফায় বোমাবাজি। এলাকায় একের পর এক বোমা পড়ছে। থলে ভর্তি বোমা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষকৃতীরা। এদিক-ওদিক থেকে উড়ে আসছে আধলা ইট।আতঙ্কিত গ্রামবাসীরা। গন্ডগোলের খবর পেয়েও গ্রামে ঢুকতে পারেনি সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনা হল, ভোটের দিনও পর পর মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে। কিন্তু তাতেই যে অশান্তিতে ইতি পড়ল, সে কথা বলার উপায় নেই। বরং দিকে দিকে মাথাচাড়া দিয়েছে ভোট পরবতী হিংসা। এসবের মধ্যেই আজ নওদায় ভোট-সন্ত্রাসে নিহত কংগ্রেস কর্মী লিয়াকত আলি শেখ বাড়িতে গেলেন অধীর চৌধুরী। গতকাল ভোট দিতে যাওয়ার আগে বাড়ির সামনে বসেছিলেন লিয়াকত আলি শেখ। অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা পাথর দিয়ে কংগ্রেস কর্মীর বুকে আঘাত করে।এরপর তাঁকে লক্ষ্য করে পরপর ২টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে কংগ্রেস কর্মী লিয়াকত আলি শেখের মৃত্যু হয়। 


আরও পড়ুন:নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি, ব্যাপক বোমাবাজি সালারে