প্রজ্ঞা ‘সাধ্বী’ নন, ২০০১ সালে এক ব্যক্তিকে ছুরি মেরেছিলেন, দাবি ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রীর
Web Desk, ABP Ananda | 25 Apr 2019 06:28 PM (IST)
বিজেপি অবশ্য বাঘেলের এই অভিযোগ অস্বীকার করেছে।
জব্বলপুর: ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিংহ ঠাকুরের বিরুদ্ধে ২০০১ সালে এক ব্যক্তিকে ছুরি মারার অভিযোগ আনলেন ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তাঁর দাবি, প্রজ্ঞা মোটেই ‘সাধ্বী’ নন। তিনি দাগী অপরাধী। বিজেপি অবশ্য বাঘেলের এই অভিযোগ অস্বীকার করেছে। আজ সাংবাদিক বৈঠকে বাঘেল বলেন, ‘আমাদের ছত্তিসগঢ়ের সঙ্গে প্রজ্ঞা ঠাকুরের যোগ আছে। তাঁর এক আত্মীয় বলদাবাজর জেলার বিলাইগড় অঞ্চলে একটি গুদামে কাজ করতেন। প্রজ্ঞার সঙ্গে সবসময় ছুরি থাকত। তিনি ২০০১ সালে শৈলেন্দ্র দেবগন নামে এক যুবকের বুকে ছুরি বসিয়ে দেন। প্রজ্ঞা মাঝমধ্যেই মারপিট করতেন। তাঁকে দেখে সাধ্বী না, দাগী অপরাধী বলেই মনে হত।’ বিজেপি-র এক মুখপাত্র বলেছেন, ‘বাঘেলজির বুঝে-শুনে কথা বলা উচিত। তাঁর প্রমাণ ছাড়া কোনও মন্তব্য করা উচিত নয়। সাধ্বীজির বিরুদ্ধে এরকম মন্তব্য করার জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। না হলে আমরা মানহানির মামলা দায়ের করব।’