করুণাময় সিংহ, মালদা: মালদার হবিবপুরে বিজেপির প্রচার-গাড়ি চুরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার হবিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির পরিবর্তন যাত্রার আগে গাড়ির মালিক দেখেন, গাড়ি উধাও। গাড়ি-চুরির নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। সস্তা প্রচারের লোভে মিথ্যে অভিযোগ করছে বিজেপি। পাল্টা দাবি করেছে শাসক শিবির।
কলকাতার কাদাপাড়ায় পরিবর্তন যাত্রার রথে ভাঙচুর ৷ মালদায় পরিবর্তন যাত্রার আগে প্রচার গাড়ি চুরির অভিযোগ ৷ শনিবার মালদার বামনগোলায় থেকে বিজেপির পরিবর্তন রথ হবিবপুর বিধানসভা এলাকা হয়ে পুরাতন মালদা ছুঁয়ে ইংরেজবাজারে আসে। কিন্তু তার আগে শুক্রবার রাতে হবিবপুরে বিজেপির প্রচার গাড়ি উধাও। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের প্রচার-গাড়ি উধাওয়ের নেপথ্যে রয়েছে তৃণমূলের কারসাজি।
মালদার বিজেপির জেলা কমিটির সদস্য প্রতাপ সিংহ বলেন, ‘‘বিজেপি শক্তিশালী তাই গাড়ি তৃণমূল চুরি করিয়েছে ৷’’ শাসক শিবিরের পাল্টা দাবি, মিথ্যে অভিযোগ করছে বিজেপি। মালদার তৃণমূলের কো-অর্ডিনেটর হেমন্ত শর্মার দাবি, ‘‘সস্তা প্রচার করছে নিজেরাই লুকিয়েছে আমরা যুক্ত নই।’
গাড়ি চুরির ঘটনায় হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। রাজ্যে ৮ দফায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। গতকাল শুক্রবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৬ ও ২৯ এপ্রিল মালদায় ৬ টি করে আসনে দু দফায় বিধানসভা ভোট ঘোষণা করেছে কমিশন। এই পরিস্থিতিতে এবার প্রচার গাড়ি চুরি নিয়েও দ্বন্দ্বে জড়াল তৃণমূল-বিজেপি।