কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বয়স মাত্র ৭। ছোট্ট ছেলেটার ধ্যানজ্ঞান ছিল খেলাধুলো। এই খেলার নেশাতেই কি অকালে চলে গেলে প্রাণ? বল ভেবে হাতে তুলে নিয়েছিল। আর সেই বল ভেবে খেলতে গিয়ে বোমায় আহত হয়ে মৃত্যু। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিস্ফোরণে মৃত্যু হয়েছে শিশুর। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।


গুরুতর জখম হয়েছে আরও এক শিশু। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও এক শিশুকে। পূর্ব বর্ধমানের রসিকপুরে মর্মান্তিক দুর্ঘটনা। ভোটের আগে, বিস্ফোরণ ও শিশুমৃত্যুর ঘটনায়, চড়ছে রাজনীতির পারদ। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়জোড়ার সভা থেকেই বলেন শুনেছি একটা বাচ্চা মারা গেছে। বিষয়টি দেখতে বলেছি ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছে রাজনীতিবিদরা। যদিও রাজ্যের এই  পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের মতে, এর দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে৷ নির্বাচনের আগে এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে।


আরও পড়ুন: WB Election 2021: বাবুলের মনোনয়ন দাখিলের সময় বিক্ষোভ তৃণমূলের


ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা বেজে ১৫ মিনিট। বিকট শব্দে কেঁপে ওঠে রসিকপুরের সুভাষপল্লি রোড। দেখা যায়, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে দুটি শিশু। একজনের বয়স সাত, একটির ছয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে, ৭ বছরের, শেখ আফরোজকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। তাঁর সঙ্গী ৬ বছরের শিশুটির আঘাতও অত্যন্ত গুরুতর। ছোট্ট শিশুটির এভাবে চলে যাওয়া মানতে পারছে না পরিবার। শোকে পাথর হয়ে গেছে তার মা-বাবা। দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছে পরিবার।


বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পূর্ব বর্ধমানের পুলিশ সুপার। ইতিমধ্যে ঘটনার রিপোর্ট তলব করেছে পুলিশ। ভোটের আগে, কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় আরও বোমা মজুত রয়েছে কিনা, জানতে, শুরু হয়েছে তল্লাশি।  এই রসিকপুর এলাকাটি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আগামী ১৭ এপ্রিল ভোটগ্রহণ।