আগামীকাল দেশের বিভিন্ন প্রান্তে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ। শুক্রবার প্রচারের শেষ দিন ছিল। ভোটের প্রচারে হিমাচলে যান রাহুল। সেখানেই তাঁর হেলিকপ্টার খারাপ হয়ে যায়। হেলিকপ্টারের দরজার রাবার বাইরের দিকে চলে এসেছিল। ফলে দরজা বন্ধ করা যাচ্ছিল না। এই বিষয়েই পাইলটকে সাহায্য করেন রাহুল। হেলিকপ্টার সারাতে পাইলটকে সাহায্য করলেন রাহুল গাঁধী! ভিডিও ভাইরাল
Web Desk, ABP Ananda | 11 May 2019 06:22 PM (IST)
ভোটের প্রচারে হিমাচলে যান রাহুল। সেখানেই তাঁর হেলিকপ্টার খারাপ হয়ে যায়।
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের প্রচারে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও ব্যতিক্রম নন। তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার খারাপ হয়ে যাওয়ায় সেটি সারাতে পাইলটকে সাহায্য করছেন কংগ্রেস সভাপতি। তিনি নিজেই ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘দলের সবাইকে একসঙ্গে কাজে হাত লাগাতে হয়। হিমাচল প্রদেশের উনায় আমাদের হেলিকপ্টারে সমস্যা হয়। সবাই মিলে একসঙ্গে সেই সমস্যা মিটিয়ে নিয়েছি।’