ক্ষমতায় এলে ১ বছরে ২২ লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি রাহুলের
ABP Ananda, Web Desk | 23 Apr 2019 01:10 PM (IST)
ক্ষমতায় এলে ১ বছরে ২২ লাখ সরকারি চাকরি দেবে কংগ্রেস। রাজস্থানে প্রতিশ্রুতি রাহুল গাঁধীর।
দুঙ্গারপুর: লোকসভা ভোট জিতে যদি তিনি ক্ষমতায় আসেন তবে আগামী বছর ২২ লাখ নাগরিককে সরকারি চাকরি দেওয়া হবে। প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। রাজস্থানের দুঙ্গারপুরে এক নির্বাচনী জনসভায় রাহুল বলেন, নরেন্দ্র মোদি সরকার গত ৫ বছরে মানুষের প্রতি অবিচার করেছে। এবার তিনি আগামী ৫ বছরে সকলকে ন্যায় বিচার দিতে চান। রাহুলের আরও অভিযোগ, গত ৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের আদিবাসী সমাজের প্রতি সর্বাধিক অন্যায় করেছেন। কিন্তু তিনি যদি ক্ষমতায় আসেন তবে সব প্রতিশ্রুতি পূরণ করবেন, তাঁর সরকার হবে ১৫-২০ জনকে নিয়ে। এ মাসের ২৯ ও আগামী মাসের ৬ তারিখ রাজস্থানে লোকসভা ভোট হওয়ার কথা।