কলকাতা: লোকসভা নির্বাচন ২০২৪- (Lok Sabha Election 2024) এ বাংলায় মোট সাত দফায় ভোট হবে। দ্বিতীয় দফা অর্থাৎ ২৬ এপ্রিলে রায়গঞ্জে (Raiganj Lok Sabha Poll) লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। গণনা ৪ জুন। এবারের নির্বাচনে রায়গঞ্জ লোকসভা আসনে বিজেপির প্রার্থী কার্তিক পাল। তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কংগ্রেসের প্রার্থী আলি ইমরান রামজ (ভিক্টর)। এই আসনে ২৭ মার্চ পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি সিপিএম। এই বারের লোকসভা ভোটে রাজ্যে সিপিএম ও কংগ্রেসের আসন সমঝোতার আলোচনা চলছে। সেই কারণেই এই আসনে প্রার্থী নাও দিতে পারে সিপিএম। তবে আইএসএফ এই আসনে প্রার্থী দিয়েছে।
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলায় রয়েছে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রটি মূলত গ্রামীণ এলাকা ভিত্তিক। ২০১১-এর আদমসুমারি অনুযায়ী এই লোকসভা আসনে ৮৬ শতাংশেরও বেশি গ্রামীণ এলাকার (Voters in Raiganj) ভোটার। সেই তুলনায় শহর-মফস্বলের ভোটার ১৪ শতাংশেরও কম। এই লোকসভা কেন্দ্র এলাকায় সংখ্যালঘু ভোটার সংখ্যা মোট ভোটার সংখ্যার প্রায় ৪১-৪২ শতাংশ। তফসিলি জাতিভুক্ত ভোটার রয়েছেন প্রায় ৩০ শতাংশের কাছাকাছি।
কোন কোন বিধানসভা রায়গঞ্জ লোকসভার অধীনে পড়ে?
ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ।
লোকসভা নির্বাচন ২০১৯:
এই লোকসভা কেন্দ্রটি গিয়েছিল বিজেপির দখলে। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সম্ভবত প্রথমবার এই আসন বিজেপি পেয়েছে ২০১৯ এর লোকসভা নির্বাচনে। বিজেপির দেবশ্রী চৌধুরী ৬০৫৭৪ ভোটে হারিয়েছিলেন তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে।
মোট ভোটের ৪০.৫ শতাংশ গিয়েছিল বিজেপির ঝুলিতে। দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৫.৭ শতাংশ ভোট। তৃতীয় স্থানে ছিল সিপিএম, তাদের ঝুলিতে গিয়েছিল ১৪.৪ শতাংশ ভোট। এই আসনে চতুর্মুখী লড়াই হয়েছিল। কংগ্রেসের টিকিটে লড়েছিলেন প্রবাদপ্রতিম প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সি। যদিও ভোটপ্রাপ্তির নিরিখে চতুর্থ স্থানে ছিল কংগ্রেস। তারা পেয়েছিল ৬.৬ শতাংশ ভোট।
সেবারের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মোট ভোটার ছিলেন ১৫৩১৯৪৪ জন। ভোট পড়েছিল ৮৪ শতাংশের সামান্য বেশি।
লোকসভা নির্বাচন ২০১৪:
এই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসন গিয়েছিল সিপিএমের ঝুলিতে। সারা রাজ্যে মাত্র ২টি আসন পেয়েছিল রাজ্যের প্রাক্তন শাসকদলটি। তার মধ্যেই একটি ছিল এই আসন। সেবার সিপিএমের মহম্মদ সেলিম ০.১ শতাংশ ভোটের পার্থক্যে (১৬৩৪ ভোট) পিছনে ফেলেছিলেন কংগ্রেসের দীপা দাসমুন্সিকে।
ভোট শতাংশের ২৮.৯ শতাংশ গিয়েছিল সিপিএমের ঝুলিতে। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছিল ২৮.৮ শতাংশ ভোট। ওই নির্বাচনে বিজেপি ১৮.৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল। সেবারও এই আসনে চতুর্মুখী লড়াই হয়েছিল। তৃণমূল ১৭.৬ শতাংশ ভোট পেয়েছিল চতুর্থ স্থানে।
সেবারের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মোট ভোটার ছিলেন ১৩৮৭৫২৬ জন। ভোট পড়েছিল ৭৯.৯ শতাংশের মতো।
লোকসভা নির্বাচন ২০০৯:
২০১১ সালে রাজ্যের সরকারের পালাবদলের আগে ২০০৯ সালের লোকসভা নির্বাচন যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ ছিল। রাজ্যে তৃণমূল ও কংগ্রেস জোট বেঁধে লড়েছিলে এই নির্বাচনে। কংগ্রেসের দীপা দাসমুন্সি ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন এই আসন থেকে, হারিয়েছিলেন সিপিএমের বীরেশ্বর লাহিড়িকে। সেই নির্বাচনে এই আসনে বিজেপি মাত্র ৪ শতাংশের মতো ভোট পেয়েছিল।
ওই বছরের লোকসভা নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোটে দখলে ছিল ৫০.২ শতাংশ ভোট। সিপিএমের ঝুলিতে গিয়েছিল ৩৮.৫ শতাংশ ভোট।
সেই বছর এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ১১০৮৩৮২ জন। দীপা দাসমুন্সি জিতেছিলেন লক্ষ ভোটেরও বেশি মার্জিনে।
কার কার টক্কর:
রায়গঞ্জ লোকসভা এলাকায় বরাবরই টক্কর নিয়েছে সিপিএম এবং কংগ্রেস। সত্তরের দশক থেকে ধরলে অধিকাংশ সময়েই এখানে জয়ী হয়েছে কংগ্রেস। সিপিএম-ও বেশ কয়েকবার এই আসন থেকে জিতেছে। কিন্তু তৃণমূল এখনও পর্যন্ত একবারও এই লোকসভা আসনে জয়ী হয়নি। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস-তৃণমূল জোটপ্রার্থী জিতেছিলেন, জয়ী দীপা দাসমুন্সি কংগ্রেসের ছিলেন। এই আসনে বিজেপির সেই অর্থে কোনও প্রভাব ছিল না। কিন্তু ২০১৪ থেকে সেই প্রভাব চোখে দেখা যায়। সেই বার বিজেপি প্রার্থী তৃতীয় হয়েছিলেন। তারপর ২০১৯ সালে এই আসন দখলে নেয় বিজেপি। যদিও গত লোকসভা নির্বাচনে এখানে জয়ী বিজেপির দেবশ্রী চৌধুরী এবার আর এই আসনে টিকিট পাননি। তাঁকে দক্ষিণ কলকাতা আসনে প্রার্থী করেছে বিজেপি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপি জিতলেও। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার মধ্যে ৫টিতেই জিতেছিল তৃণমূল। শুধুমাত্র রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ আসনে জয়ী হয়েছিল বিজেপি। পরে রায়গঞ্জ আসনে জয়ী বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দেন। এবারের অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল।
তথ্যসূত্র:
elections24.eci.gov.in
old.eci.gov.in
chanakyya.com
আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?