প্রকাশ সিনহা, কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে নারদকাণ্ডে ফের তৎপর সিবিআই (CBI on Narada Scam)। এবার প্রাক্তন নারদ কর্তা ম্যাথ্যু স্যামুয়েলকে (CBI Summons Mathew Samuel) তলব করল সিবিআই।


৪ এপ্রিল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। সূত্রের খবর, নারদকাণ্ডে নতুন কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের, সিবিআই সূত্রে খবর
সেই সব নতুন তথ্যের ভিত্তিতে ম্যাথ্যুকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।


এর আগেও একবার ম্যাথু স্যামুয়েলকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন, 'এর আগেও তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি।' বিমানের টিকিট ও থাকার ব্যবস্থার দাবি জানিয়ে আগেও মেল করেছিলেন সিবিআইকে। কিন্তু কোনও সাড়া মেলেনি, দাবি ম্যাথ্যু স্যামুয়েলের।


সূত্রের খবর, ম্যাথু সামুয়েল জানিয়েছেন যে হাইকোর্টের নির্দেশ না থাকলে তিনি যাবেন না। যে ই-মেল তিনি করেছেন তা কার্যত বিস্ফোরক। সেখানে এক লাইনে লেখা রয়েছ,'এই রাজনৈতিক নাটকে আমি অংশ নিতে চাই না।' তাঁর দাবি, 'তদন্তের ফলাফলে আমি সম্পূর্ণ হতাশ। শুধুমাত্র রাজনৈতিক নাটকের জন্যই নির্বাচনের সময় তলব করা হয়েছে।' তাহলে কি মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি?


৪ এপ্রিল নিজাম প্যালেসে তলব করা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে। আর, এরপরই CBI-কে পাল্টা ইমেল করে বিস্ফোরক ম্যাথু স্যামুয়েল। সেখানে তিনি বলেছেন, 'তদন্তের ফলাফলে আমি সম্পূর্ণ হতাশ। অভিযুক্তরা অবাধে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তা সে শাসক দল হোক বা বিরোধী দল। এটি আমার প্রচেষ্টা এবং ত্যাগের উপরই প্রশ্ন তুলে দিচ্ছে।' এরপর তিনি আরও বলেন, 'আমি এটা বিশ্বাস করি যে, শুধুমাত্র রাজনৈতিক নাটকের জন্যই নির্বাচনের সময় তলব করা হয়েছে। আমি এই ধরনের নোংরা কাজে অংশ নিতে রাজি নই। যদি আরও তদন্তের প্রয়োজন বলে মনে করা হয়, তাহলে যেন কলকাতা হাইকোর্টের থেকে অনুমতি নেওয়া হয়। আমি কোনও রাজনৈতিক নাটকের অংশ হতে চাই না।'


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'হয়েছিল ঘটনাটা, সবাই দেখেছে। কিন্তু এতদিন চুপ করে ছিল, নির্বাচন এসেছে বলে আবার হাওয়া দেওয়া হবে যাকে বলে। এতদিন চুপ করে ছিল, এথিক্স কমিটির চেয়ারম্যান ছিলেন এলকে আডবাণী কোনও দিন একটা মিটিংও ডাকেননি। এখন আবার হাওয়া দেওয়ার ব্যবস্থা করা হবে।'


এর আগেও ম্যাথ্যু স্যামুয়েলকে তলব করেছিল CBI...তখন ম্যাথু বলেছিলেন, কলকাতার হাজিরা দিতে আসার জন্য, CBI-কে তাঁর বিমানের টিকিট ও থাকার ব্যবস্থা করতে হবে। সেই ইমেলের কোনও সাড়া মেলেনি বলেও দাবি ম্যাথ্যুর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


 


আরও পড়ুন: বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রীর ফোন, রেখা পাত্রকে ঘিরে উচ্ছ্বাসে ভাসল সন্দেশখালি