কলকাতা: নিউ কয়লাঘাট রেল দফতরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিতর্কের কেন্দ্রে ভবনের নকশা। ভবনের নকশা না মেলার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। যে বিষয়টা রেল অস্বীকার করেনি। কিন্তু নকশা পেলে কি সুবিধা হত দমকলের?
দমকল সূত্রে খবর, স্ট্র্যান্ড রোডের দিকে যে সিঁড়ি ও লিফট ব্য়বহার করে উপরে ওঠার চেষ্টা করে দমকল বাহিনী। আর তাতেই প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু হাতে নকশা থাকলে এই ঘটনা এড়ানো যেতে পারত। পিছনের দিকেও রয়েছে একইরকম সিঁড়ি এবং লিফট রয়েছে। যা জানতে পারেননি দমকল কর্মীরা। তা ব্যবহার করেই দমকল কর্মীরা পৌঁছে যেতে পারতেন সেখানে। আগুন যেখানে ছড়িয়েছে সরাসরি সেখানে গিয়ে পড়তেন না দমকলকর্মীরা। এমনটাই দমকল সূত্রে খবর।
পূর্ব রেলের দফতর কয়লাঘাট বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের পর রেলকে চিঠি দিচ্ছে কলকাতা পুলিশের এসটিএফ। বিল্ডিংয়ের প্ল্যান চেয়ে দেওয়া হচ্ছে চিঠি। দমকল বিভাগকেও দেওয়া হচ্ছে চিঠি। অগ্নি সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে কি না জানতে চাইছে কলকাতা পুলিশের এসটিএফ।
উল্লেখ্য, সোমবার সন্ধে ৬টা ১০-এ স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসের ১৩ তলায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে ১২ তলায়। সার্ভার রুমে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় দমকলের ২৫টি ইঞ্জিন। একটি লিফটে বন্ধ অবস্থায় উদ্ধার হয় রেল আধিকারিক-সহ ২ দেহ। অপর লিফটে ৪ দমকল কর্মী-সহ ৭ জনের মৃত্যু হয়। শরীরে কার্বন মনোক্সাইড এবং লিফটে আটকে ঝলসে দমবন্ধ হয়ে মৃত্যু বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে।
ইতিমধ্যে, সার্ভার রুম মেরামতির চেষ্টা শুরু হয়েছে। গতকাল থেকে রাতভোর কাজ করেছে রেল টেল। জানা গিয়েছে, ভবনের ১৩ তলা সবথেকে ক্ষতিগ্রস্ত। ১৩ তলা বাকি রেখে বাকি অংশ খোলার আর্জি।