মোহন দাস, হুগলি: তালিকা ঘোষণার চারদিন পরও তৃণমূল প্রার্থী আসেননি আরামবাগে। তাঁর হয়ে দেওয়াল লিখন শুরু করলেন বিদায়ী তৃণমূল বিধায়ক। এবার টিকিট না পেলেও একরাশ অভিমান নিয়ে নতুন প্রার্থীকে জেতানোর দায়িত্ব কাঁধে নিলেন কৃষ্ণচন্দ্র সাঁতরা।
প্রার্থী হতে না পেরে একের পর এক বিদায়ী তৃণমূল বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। প্রার্থী ঘোষণা পরও কেউ আবার দল বদলেছেন ৷ দলীয় প্রার্থীকে বদলের দাবিতে একাধিক জেলায় বিক্ষোভও দেখিয়েছে তৃণমূলের একাংশ। এই প্রেক্ষাপটে উলটপুরাণ আরামবাগে ৷ ২০১১-র পর ২০১৬ তে আরামবাগ আসন থেকে তৃণমূলের প্রতীকে জেতেন কৃষ্ণচন্দ্র সাঁতরা ৷ এবার তাঁর জায়গায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁকে প্রার্থী করেছে তৃণমূল।
প্রার্থী ঘোষণার পর চারদিন পেরিয়ে গেলেও আরামবাগে এখনও আসেননি সুজাতা মণ্ডল খাঁ। প্রার্থী না এলেও তাঁর হয়ে প্রচারে নেমে পড়লেন আরামবাগের বিদায়ী বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। শুরু করলেন দেওয়াল লিখন। দল তাঁকে তৃতীয়বার প্রার্থী না করায় অভিমান থাকলেও, সুজাতাকে জেতানোর দায়িত্ব নিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ। আরামবাগের তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, ‘‘এবার আমাকে দিদি আর্শীবাদ করেননি, তাই টিকিট পাইনি। কে টিকিট পেল বড় কথা নয়। দলই বড় কথা, হয়তো উনি ব্যস্ত আছেন তাই প্রচারে আসতে পারেননি ৷’’
কয়েক মাস আগে দলের নতুন কমিটি নিয়ে ক্ষোভের কথা জানিয়ে তৃণমূল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কৃষ্ণচন্দ্র সাঁতরা। দ্বন্দ্ব ভুলে তিনি প্রার্থীর পাশে দাঁড়ানোয় সাধুবাদ জানিয়ে জেলা সভাপতি দিলীপ যাদব জানিয়েছেন, দল কাকে প্রার্থী করল তা বড় ব্যাপার নয়। দল মন দিয়ে করলে আগামী দিনে সবাই সম্মান পাবেন। ২০১৬-র বিধানসভা ভোটে আরামবাগ আসনটি বড় ব্যবধানে জেতে তৃণমূল ৷ তবে লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের লিড অনেকটা কমে যায় ৷ আগামী ৬ এপ্রিল আরামবাগ আসনে ভোট।