উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, ভাস্কর মুমুখোপাধ্যায়, কলকাতা  : রবিবার এক অন্য ব্রিগেড সমাবেশ দেখেছে বঙ্গবাসী। সৌজন্যে তৃণমূল। র‍্যাম্পে হাঁটতে হাঁটতে বক্তৃতা থেকে লোকসভা ভোটের প্রার্থীদের নিয়ে র‍্যাম্প ওয়াক, এমন দৃশ্য এর আগে দেখেনি বঙ্গ রাজনীতি।  আর ব্রিগেডের মঞ্চ থেকে এভাবে এক সঙ্গে ৪২ আসনের প্রার্থী ঘোষণা আগে কখনও হয়নি। এদিন ব্রিগেড থেকে তৃণমূল নেত্রী ফের কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কটাক্ষ করে বলেন,'সব এজেন্সিকে নিয়ে ভোট লুঠের চেষ্টা করছে। এতো নির্বাচন কমিশনার নিজেই কাল বলে দিয়েছেন। এমনটা চলতে পারে না। সারা জীবন ধরে শুধু অত্যাচার,শুধু অত্যাচার, শুধু অত্যাচার। আর ED-কে আপনারা দেখবেন, ২-৩ দিন পর ঠিক রাস্তায় নামবে আর ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাবে। ভয় পাবেন না।'


 বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'শাহজাহানের মাসি। আপনি একা ফুটেজ খাবেন না। আপনি যেখানেই যাবেন দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে। পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে তো? ভাইপোকে ব্র্য়াকেট করব। আর পিসিকে প্রাক্তন করব।'


এদিন আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'মঞ্চের ওপরে সব চোরেরা বসে আছে, যত চোর। মাঠের ভেতরে র‍্যাম্প বানিয়েছে। র‍্যাম্প মানে যেখানে ফ্যাশন শো হয় ... মঞ্চের ওপরে এত চোর একসাথে পৃথিবীর কোথাও দেখা যায় না, বিরল দৃশ্য।'


এদিকে আবার বামেদের প্রশ্ন, তৃণমূল বিজেপির শত্রুতা আসল হলে কেন কেউ কোনও কেলেঙ্কারিতে দোষী সাব্য়স্ত হয় না? সিপিএম নেতা সুজন চক্রবর্তী এদিন বাংলায় বিজেপির উত্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই অভিযোগের আঙুল তোলেন। বলেন, ' মুখ্য়মন্ত্রী বলছেন যে বিজেপি ১৮ টা সিটে জিতেছিল এবার ধরে রাখতে পারবে না। আমি মুখ্য়মন্ত্রীকে বলছি  যতদিন বাংলায় বামফ্রন্ট ছিল তৃণমূলের বদান্য়তা ছাড়া কোনওদিন কখনও বিজেপি একটা MP কেন, MLA কেন, পঞ্চায়েতের আসন পায়নি। দুই থেকে বাড়িয়ে ১৮ করেছেন সরাসরি মমতা  বন্দ্য়োপাধ্য়ায়। এইবার সেই ১৮টা কত বাড়বে কি বাড়বে না, এই নিয়ে পিসি ভাইপোর লড়াই চলছে। মোদিজির সাথে রফা হচ্ছে আসন কটা হবে কটা হবে না ।' 


মহম্মদ সেলিমের প্রশ্ন, ভোটের সময় দেখায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কত লড়াই হচ্ছে, কত ঝগড়া হচ্ছে...কিন্তু আসলে কি লড়াই হচ্ছে? লুটেরা কখনও লুটেরাকে ধরে? চোর কখনও চোরকে ধরে? এজন্য আমরা বলেছিলাম গত বছর, চোর ধরো, জেল ভরো।'


তৃণমূল-বিজেপি 'কথার লড়াই'তো চলছেই, কিন্তু ভোট-যুদ্ধে শেষ হাসি কার? বলবে সময়।